আজকের পত্রিকা ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার মাত্রা বেড়েই চলেছে। আওয়ামী লীগের প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটছে বেশি। চেয়ারম্যান প্রার্থীদের বাড়িঘর ও নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এসব ঘটনায় সর্বশেষ আহত হয়েছেন মোটের ওপর শতাধিক। এ ছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত সোমবারের সংঘর্ষে আহত একজন মারা যাওয়ায় গতকাল বুধবার সেখানে সড়ক অবরোধ করেন স্থানীয়রা।
২৮ নভেম্বর দেশে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণ হবে। গত মার্চে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে প্রথম দফার ভোট হয় গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয় ১১ নভেম্বর। এই নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে ভোট গ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর।
দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ককটেল হামলা
বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলামের বাড়িতে এবং নিশিন্দারা ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রিজু হোসাইনের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বগুড়া শহরের বাদুরতলা তিব্বতের মোড় এলাকায় রবিউলের বাড়িতে গত মঙ্গলবার সন্ধ্যায় এবং নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর গ্রামের শাহপাড়ায় রিজুর বাড়িতে ও ইউনিয়নের বারপুর পাঁচবাড়ি মোড়ে তাঁর নির্বাচনী কার্যালয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হামলার ঘটনা ঘটে। ওই প্রার্থীদের অভিযোগ, তাঁদের হত্যার উদ্দেশ্যে এ হামলা হয়েছে। রবিউলের বাড়িতে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহিম বলেন, ফেসবুকে ছবি দিয়ে চেয়ারম্যান প্রার্থী রবিউলকে হুমকি দেওয়া হয়। পাশাপাশি তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে রাতে জহুরুলনগর এলাকায় অভিযান চালিয়ে রাসেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, চেয়ারম্যান প্রার্থী রিজুর বাড়ির আঙিনায় ও নির্বাচনী কার্যালয়ে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
সারা দেশে সংঘর্ষ, হামলায় আহত শতাধিক
শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাজু সাইদ ছিদ্দিকী এবং আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামানের কর্মী-সমর্থকদের মধ্যে মঙ্গলবার বিকেলে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কয়েকজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের জন্য দুই চেয়ারম্যান প্রার্থী পরস্পরকে দায়ী করেছেন।
এদিকে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমানের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের দেওপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এদিকে, বুধবার ভোররাতে সাবের আহমেদ চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার জন্যও আওয়ামী লীগের প্রার্থী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দায়ী করেছেন।
নড়াইলের কালিয়ায় কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগ প্রার্থী তালুকদার রযিউল হাসান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদুল হাসানের সমর্থকদের দায়ী করেছেন।
কুড়িগ্রামের ফুলবাড়ীর ভাঙামোড় ইউপিতে সদস্য প্রার্থী মুকুল মিয়া ও শাহজালালের সমর্থকদের মধ্যে গত সোমবার রাতের সংঘর্ষে গুরুতর আহত হন মুকুলের সমর্থক বাবুল মিয়া (৪২)। গত মঙ্গলবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় এলাকাবাসী গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খড়িবাড়ি-নেওয়াশী সড়কের বটতলা নামক স্থানে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় বলেন, বাবুলের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি। পরিবার মামলা করলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণার দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, এই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সাহাবুদ্দিন মিঞার দুটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে। দুই প্রার্থীই এসব ঘটনার জন্য পরস্পরের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন।
মাদারীপুর সদর কালিকাপুর ইউনিয়নের বাংলাবাজার কাঠেরপুল এলাকায় মঙ্গলবার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যানপ্রার্থী এজাজুর রহমানের প্রচারণা মাইক ও ভ্যান লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনার জন্য এজাজুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তালেব ব্যাপারীকে দায়ী করেছেন। তবে আবু তালেব অভিযোগ অস্বীকার করে বলেছেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে এজাজুর জনসমর্থন আদায়ে নিজের কর্মীদের দিয়েই ঘটনাটি ঘটিয়েছেন।
যশোরের বাঘারপাড়ায় ইউপিতে স্বতন্ত্র প্রার্থী এফ এম আসলাম হোসেনের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আসলাম হোসেনের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী আরিফুল ইসলামের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আরিফুল ইসলাম।
পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আসিফ শামস রঞ্জনের গণসংযোগে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে তাঁর চাচা ও নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বাতেনের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। মঙ্গলবার রাতে পৌরসভার সুম্বুপাড়া মহল্লা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঘটনাটি ঘটে।
দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার মাত্রা বেড়েই চলেছে। আওয়ামী লীগের প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটছে বেশি। চেয়ারম্যান প্রার্থীদের বাড়িঘর ও নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এসব ঘটনায় সর্বশেষ আহত হয়েছেন মোটের ওপর শতাধিক। এ ছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত সোমবারের সংঘর্ষে আহত একজন মারা যাওয়ায় গতকাল বুধবার সেখানে সড়ক অবরোধ করেন স্থানীয়রা।
২৮ নভেম্বর দেশে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণ হবে। গত মার্চে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে প্রথম দফার ভোট হয় গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয় ১১ নভেম্বর। এই নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে ভোট গ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর।
দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ককটেল হামলা
বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলামের বাড়িতে এবং নিশিন্দারা ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রিজু হোসাইনের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বগুড়া শহরের বাদুরতলা তিব্বতের মোড় এলাকায় রবিউলের বাড়িতে গত মঙ্গলবার সন্ধ্যায় এবং নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর গ্রামের শাহপাড়ায় রিজুর বাড়িতে ও ইউনিয়নের বারপুর পাঁচবাড়ি মোড়ে তাঁর নির্বাচনী কার্যালয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হামলার ঘটনা ঘটে। ওই প্রার্থীদের অভিযোগ, তাঁদের হত্যার উদ্দেশ্যে এ হামলা হয়েছে। রবিউলের বাড়িতে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহিম বলেন, ফেসবুকে ছবি দিয়ে চেয়ারম্যান প্রার্থী রবিউলকে হুমকি দেওয়া হয়। পাশাপাশি তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে রাতে জহুরুলনগর এলাকায় অভিযান চালিয়ে রাসেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, চেয়ারম্যান প্রার্থী রিজুর বাড়ির আঙিনায় ও নির্বাচনী কার্যালয়ে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
সারা দেশে সংঘর্ষ, হামলায় আহত শতাধিক
শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাজু সাইদ ছিদ্দিকী এবং আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামানের কর্মী-সমর্থকদের মধ্যে মঙ্গলবার বিকেলে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কয়েকজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের জন্য দুই চেয়ারম্যান প্রার্থী পরস্পরকে দায়ী করেছেন।
এদিকে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমানের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের দেওপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এদিকে, বুধবার ভোররাতে সাবের আহমেদ চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার জন্যও আওয়ামী লীগের প্রার্থী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দায়ী করেছেন।
নড়াইলের কালিয়ায় কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগ প্রার্থী তালুকদার রযিউল হাসান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদুল হাসানের সমর্থকদের দায়ী করেছেন।
কুড়িগ্রামের ফুলবাড়ীর ভাঙামোড় ইউপিতে সদস্য প্রার্থী মুকুল মিয়া ও শাহজালালের সমর্থকদের মধ্যে গত সোমবার রাতের সংঘর্ষে গুরুতর আহত হন মুকুলের সমর্থক বাবুল মিয়া (৪২)। গত মঙ্গলবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় এলাকাবাসী গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খড়িবাড়ি-নেওয়াশী সড়কের বটতলা নামক স্থানে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় বলেন, বাবুলের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি। পরিবার মামলা করলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণার দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, এই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সাহাবুদ্দিন মিঞার দুটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে। দুই প্রার্থীই এসব ঘটনার জন্য পরস্পরের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন।
মাদারীপুর সদর কালিকাপুর ইউনিয়নের বাংলাবাজার কাঠেরপুল এলাকায় মঙ্গলবার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যানপ্রার্থী এজাজুর রহমানের প্রচারণা মাইক ও ভ্যান লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনার জন্য এজাজুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তালেব ব্যাপারীকে দায়ী করেছেন। তবে আবু তালেব অভিযোগ অস্বীকার করে বলেছেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে এজাজুর জনসমর্থন আদায়ে নিজের কর্মীদের দিয়েই ঘটনাটি ঘটিয়েছেন।
যশোরের বাঘারপাড়ায় ইউপিতে স্বতন্ত্র প্রার্থী এফ এম আসলাম হোসেনের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আসলাম হোসেনের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী আরিফুল ইসলামের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আরিফুল ইসলাম।
পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আসিফ শামস রঞ্জনের গণসংযোগে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে তাঁর চাচা ও নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বাতেনের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। মঙ্গলবার রাতে পৌরসভার সুম্বুপাড়া মহল্লা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঘটনাটি ঘটে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে