সড়ক সংস্কার বন্ধ থাকায় অবরোধ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০৯: ১৫
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১০: ৩৭

ঝালকাঠির নলছিটি-বরিশাল সড়কটির সংস্কারকাজ বন্ধ রাখার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমারখালি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। পরে ঝালকাঠি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী হ‌ুমায়ূন কবির ঘটনাস্থলে গিয়ে সড়কটির সংস্কারকাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী। পরে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

নলছিটি উপজেলার ১০ ইউনিয়নের মানুষের বরিশাল যাতায়াতের প্রধান সড়ক সংস্কার কাজ শুরু হয় প্রায় ২ বছর আগে। এর আগে মানববন্ধন, সড়ক অবরোধ, সংবাদ প্রকাশের পরে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির কেবল এক-তৃতীয়াংশ কাজ শেষ করেছে। সড়কটির বাকি অংশে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এই সড়কের অচল অবস্থা না কাটায় এই অবরোধ করা হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।

জানা গেছে, কয়েক বছর ধরে বহাল সড়কের কারণে যাতায়াতে ভোগান্তিতে পড়েন নলছিটির লোকজন। এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ভোগের সঙ্গে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এই নিয়ে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, গাড়ি চালক ও যাত্রীরা তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

মাদ্রাসা শিক্ষার্থী মনির হোসেন বলেন, ‘রাস্তার কাজ যথাসময়ে না করে আমাদের বিপদে ফেলা হয়েছে। বর্ষায় আমাদের অনেক কষ্ট হয়েছে। দ্রুত সড়কটির নির্মাণকাজ শেষে করে দুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্তি দেওয়া হোক।’

স্থানীয় বাসিন্দা বালী তাইফুর রহমান তূর্য বলেন, ‘নলছিটি-দপদপিয়া-পীর মোয়াজ্জেম সড়কের সংস্কার কাজ সংসদ সদস্য আমির হোসেন আমুর সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে বছরের পর বছর ধরে বন্ধ রাখা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে বারবার যোগাযোগ করলেও কর্তৃপক্ষ পদক্ষেপ নেন না। যেখানে আমরা প্রতিনিয়ত নেতার মঙ্গল কামনা করি, সেখানে এই রাস্তার কারণে প্রতিদিন মানুষ তাঁকে গালিগালাজ করে। যা আমাদের জন্য মেনে নেওয়া সম্ভব না। তাই সওজের কর্মকর্তাদের অবহেলার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত