মুলাদী প্রতিনিধি
মুলাদীতে মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংস্কারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের টিনের চালা উড়ে যাওয়ায় মুক্তিযোদ্ধারা এই অভিযোগ করেন। তাঁরা ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানান।
জানা গেছে, মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কারের জন্য ২০১৯-২০২০ অর্থবছরে বরিশাল জেলা পরিষদ থেকে ৬ লাখ টাকা বরাদ্দ হয়। ২০২০ সালের ডিসেম্বরে কাজের উদ্বোধন করা হয়। ঠিকাদার কাজী জুলফিকার নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কারকাজ শুরু করায় মুক্তিযোদ্ধারা বাধা দেন। ফলে দীর্ঘদিনে কাজের অগ্রগতি হয়নি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন খান জানান, বরাদ্দকৃত টাকা দিয়ে ঠিকাদারকে শুধু ছাদ করে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি ছাদ না করে নিম্নমানের ইট সিমেন্ট দিয়ে দেয়াল এবং চিকন অ্যাঙ্গেল (টিনের চালা আটকাতে ব্যবহার করা হয়) ব্যবহার করে চালা দিয়েছেন। ফলে গত শুক্রবার রাতে সামান্য বাতাসে চালা উড়ে গেছে।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযাদ্ধা আব্দুল বারেক সিকদার বলেন, ‘ঠিকাদার সংস্কারের নামে নিম্নমানের টিন এবং অ্যাঙ্গেল ব্যবহার করে চালা দিয়েছেন।’
ঠিকাদার কাজী জুলফিকার বলেন, ‘উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংস্কারের শিডিউল অনুযায়ী কাজ করা হয়েছে। ভবনের তৃতীয় তলায় ১টি চালা দেওয়ার বরাদ্দ থাকলেও মুক্তিযোদ্ধাদের অনুরোধে ২টি চালা দিয়ে সংস্কার কাজ করেছি। ঝড়ে চালা উড়ে যাওয়ার সংবাদ পেয়ে পুনঃসংস্কারের জন্য লোক পাঠিয়েছি। কিন্তু মুক্তিযোদ্ধাদের বাধার মুখে কাজ করা সম্ভব হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ প্রশাসক নূর মোহাম্মদ হোসাইন জানান, ভবনের চালা উড়ে যাওয়ার বিষয়ে মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন। একজন প্রকৌশলী পাঠিযে চালা উড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
মুলাদীতে মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংস্কারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের টিনের চালা উড়ে যাওয়ায় মুক্তিযোদ্ধারা এই অভিযোগ করেন। তাঁরা ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানান।
জানা গেছে, মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কারের জন্য ২০১৯-২০২০ অর্থবছরে বরিশাল জেলা পরিষদ থেকে ৬ লাখ টাকা বরাদ্দ হয়। ২০২০ সালের ডিসেম্বরে কাজের উদ্বোধন করা হয়। ঠিকাদার কাজী জুলফিকার নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কারকাজ শুরু করায় মুক্তিযোদ্ধারা বাধা দেন। ফলে দীর্ঘদিনে কাজের অগ্রগতি হয়নি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন খান জানান, বরাদ্দকৃত টাকা দিয়ে ঠিকাদারকে শুধু ছাদ করে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি ছাদ না করে নিম্নমানের ইট সিমেন্ট দিয়ে দেয়াল এবং চিকন অ্যাঙ্গেল (টিনের চালা আটকাতে ব্যবহার করা হয়) ব্যবহার করে চালা দিয়েছেন। ফলে গত শুক্রবার রাতে সামান্য বাতাসে চালা উড়ে গেছে।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযাদ্ধা আব্দুল বারেক সিকদার বলেন, ‘ঠিকাদার সংস্কারের নামে নিম্নমানের টিন এবং অ্যাঙ্গেল ব্যবহার করে চালা দিয়েছেন।’
ঠিকাদার কাজী জুলফিকার বলেন, ‘উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংস্কারের শিডিউল অনুযায়ী কাজ করা হয়েছে। ভবনের তৃতীয় তলায় ১টি চালা দেওয়ার বরাদ্দ থাকলেও মুক্তিযোদ্ধাদের অনুরোধে ২টি চালা দিয়ে সংস্কার কাজ করেছি। ঝড়ে চালা উড়ে যাওয়ার সংবাদ পেয়ে পুনঃসংস্কারের জন্য লোক পাঠিয়েছি। কিন্তু মুক্তিযোদ্ধাদের বাধার মুখে কাজ করা সম্ভব হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ প্রশাসক নূর মোহাম্মদ হোসাইন জানান, ভবনের চালা উড়ে যাওয়ার বিষয়ে মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন। একজন প্রকৌশলী পাঠিযে চালা উড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে