ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলার কলোনিটি এখন জঙ্গলে পরিণত হয়েছে। মাদকসেবী ও চোরদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে কলোনি ছেড়ে চলে গেছে অনেক পরিবার।
কলোনির ৩টি কোয়ার্টারে ২৬টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার কলোনি ছেড়েছে। রাত-দিন কলোনির পরিত্যক্ত ভবনগুলোতে মাদকের আসর বসাতে বাকি পরিবারগুলোও কলোনি ছাড়তে চাচ্ছে। অথচ একটা সময়ে এই কলোনিতে বাসা বরাদ্দ পেতে সরকারি চাকরিজীবী পরিবারগুলো সংশ্লিষ্ট অফিসে দৌড়ঝাঁপ করত।
গতকাল শুক্রবার জেলা শহরের দক্ষিণ পৈরতলার কলোনিতে গিয়ে দেখা যায়, গণপূর্ত অফিসের এই কলোনির নিরাপত্তা দেয়ালের ভেতরে পুরো এলাকায় ভুতুড়ে পরিবেশ। রাতে তো দূরের কথা ভয়ে দিনের বেলায়ও কেউ আসবে না। গাছপালার ঝোপঝাড়ে একপ্রকার জঙ্গলে পরিণত হয়েছে কলোনি।
এসব ঝোপঝাড়ের ভেতরেই রয়েছে দোতলা ও একতলা মিলিয়ে আটটি ভবন। একটি ভবন ছাড়া বাকি সাতটিই এখন পরিত্যক্ত। এই সাতটি ভবনের কোনোটিতে দরজা-জানালা নেই। পরিত্যক্ত এসব ভবনের প্রতিটি কক্ষেই মাদক –সেবনের বিভিন্ন উপকরণ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
পারভেজ নামের এক তরুণের সঙ্গে কলোনির ভেতরে কথা হয়। তিনি বলেন, ‘আমার বাবা সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে গত পাঁচ বছর আগেও এই কলোনিতে বসবাস করেছি। এখন পাশের একটি ভবনে বাসাভাড়া নিয়ে বসবাস করছি। এই কলোনি ছেড়ে সবাই চলে যাওয়ার কারণ হচ্ছে, সরকার বেতন থেকে বাসাভাড়া কেটে রাখে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা গণপূর্ত অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা দক্ষিণ পৈরতলার এই কলোনিতে বসবাস করতেন। এখন মাত্র পাঁচটি পরিবার এই কলোনির একটি ভবনে বসবাস করে।
অথচ ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার দুই শতাধিক স্টাফের পরিবার নিয়ে বসবাস করতে কোয়ার্টারের বাসার চাহিদা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মো. শামসুদ্দিন বলেন, ‘আমাদের দুই শতাধিক স্টাফের জন্য কোয়ার্টারের বাসার প্রয়োজন। এত বিপুলসংখ্যক পরিবারের জন্য আবাসিক কোয়ার্টার নির্মাণ শুধু পৌরসভার রাজস্ব দিয়ে করা সম্ভব না।’
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক বলেন, ‘তিনটি কোয়ার্টারে ২৬টির মধ্যে ১৯টি পরিবার বসবাস করছে না। কোয়ার্টারগুলো সংস্কার প্রয়োজন মতো করা হয়। এগুলো আরও ব্যাপকভাবে সংস্কার করতে আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’
এ বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও করা সম্ভব হয়নি। তবে এই অফিসের কোয়ার্টারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জেলা শহরের অধিকাংশ সরকারি কোয়ার্টার আমরা রক্ষণাবেক্ষণ করে থাকি।
এর মধ্যে পৈরতলা কলোনিটি পরিত্যক্ত হয়ে গেছে। কারণ, এই কলোনিতে যাঁরা বসবাস করতেন তাঁদের অভিযোগ, সেখানে চোরের উপদ্রব বেশি ছিল। চোরেরা বিভিন্ন সময় স্যানিটারি পাইপ, জানালার গ্রিল খুলে নিয়ে যেত। এ ছাড়া ভবনগুলোর ছাদে তখন মাদকসেবীদের আড্ডা বসত। এসব বিষয় জানার পর একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানিয়েও কোনো লাভ হয়নি। সরকারি যদি কোনো আবাসন প্রকল্পের উদ্যোগ নেন, তাহলে আমরা পৈরতলা কলোনির জায়গাটি প্রস্তাব করব।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলার কলোনিটি এখন জঙ্গলে পরিণত হয়েছে। মাদকসেবী ও চোরদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে কলোনি ছেড়ে চলে গেছে অনেক পরিবার।
কলোনির ৩টি কোয়ার্টারে ২৬টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার কলোনি ছেড়েছে। রাত-দিন কলোনির পরিত্যক্ত ভবনগুলোতে মাদকের আসর বসাতে বাকি পরিবারগুলোও কলোনি ছাড়তে চাচ্ছে। অথচ একটা সময়ে এই কলোনিতে বাসা বরাদ্দ পেতে সরকারি চাকরিজীবী পরিবারগুলো সংশ্লিষ্ট অফিসে দৌড়ঝাঁপ করত।
গতকাল শুক্রবার জেলা শহরের দক্ষিণ পৈরতলার কলোনিতে গিয়ে দেখা যায়, গণপূর্ত অফিসের এই কলোনির নিরাপত্তা দেয়ালের ভেতরে পুরো এলাকায় ভুতুড়ে পরিবেশ। রাতে তো দূরের কথা ভয়ে দিনের বেলায়ও কেউ আসবে না। গাছপালার ঝোপঝাড়ে একপ্রকার জঙ্গলে পরিণত হয়েছে কলোনি।
এসব ঝোপঝাড়ের ভেতরেই রয়েছে দোতলা ও একতলা মিলিয়ে আটটি ভবন। একটি ভবন ছাড়া বাকি সাতটিই এখন পরিত্যক্ত। এই সাতটি ভবনের কোনোটিতে দরজা-জানালা নেই। পরিত্যক্ত এসব ভবনের প্রতিটি কক্ষেই মাদক –সেবনের বিভিন্ন উপকরণ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
পারভেজ নামের এক তরুণের সঙ্গে কলোনির ভেতরে কথা হয়। তিনি বলেন, ‘আমার বাবা সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে গত পাঁচ বছর আগেও এই কলোনিতে বসবাস করেছি। এখন পাশের একটি ভবনে বাসাভাড়া নিয়ে বসবাস করছি। এই কলোনি ছেড়ে সবাই চলে যাওয়ার কারণ হচ্ছে, সরকার বেতন থেকে বাসাভাড়া কেটে রাখে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা গণপূর্ত অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা দক্ষিণ পৈরতলার এই কলোনিতে বসবাস করতেন। এখন মাত্র পাঁচটি পরিবার এই কলোনির একটি ভবনে বসবাস করে।
অথচ ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার দুই শতাধিক স্টাফের পরিবার নিয়ে বসবাস করতে কোয়ার্টারের বাসার চাহিদা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মো. শামসুদ্দিন বলেন, ‘আমাদের দুই শতাধিক স্টাফের জন্য কোয়ার্টারের বাসার প্রয়োজন। এত বিপুলসংখ্যক পরিবারের জন্য আবাসিক কোয়ার্টার নির্মাণ শুধু পৌরসভার রাজস্ব দিয়ে করা সম্ভব না।’
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক বলেন, ‘তিনটি কোয়ার্টারে ২৬টির মধ্যে ১৯টি পরিবার বসবাস করছে না। কোয়ার্টারগুলো সংস্কার প্রয়োজন মতো করা হয়। এগুলো আরও ব্যাপকভাবে সংস্কার করতে আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’
এ বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও করা সম্ভব হয়নি। তবে এই অফিসের কোয়ার্টারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জেলা শহরের অধিকাংশ সরকারি কোয়ার্টার আমরা রক্ষণাবেক্ষণ করে থাকি।
এর মধ্যে পৈরতলা কলোনিটি পরিত্যক্ত হয়ে গেছে। কারণ, এই কলোনিতে যাঁরা বসবাস করতেন তাঁদের অভিযোগ, সেখানে চোরের উপদ্রব বেশি ছিল। চোরেরা বিভিন্ন সময় স্যানিটারি পাইপ, জানালার গ্রিল খুলে নিয়ে যেত। এ ছাড়া ভবনগুলোর ছাদে তখন মাদকসেবীদের আড্ডা বসত। এসব বিষয় জানার পর একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানিয়েও কোনো লাভ হয়নি। সরকারি যদি কোনো আবাসন প্রকল্পের উদ্যোগ নেন, তাহলে আমরা পৈরতলা কলোনির জায়গাটি প্রস্তাব করব।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে