ছাত্ররা যেন সহপাঠীকে খুনের সাহস না পায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২: ৩৮
Thumbnail image

রায় ঘোষণার সময় আদালতে ছিলেন আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ। আর মা রোকেয়া খাতুন ছিলেন কুষ্টিয়া শহরের বাসায়। ছেলে হত্যার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন দুজনই। দুজনেরই চাওয়া, দ্রুত রায় কার্যকর হোক। আর এই রায় দৃষ্টান্ত স্থাপন করুক, ছাত্ররা এভাবে যেন সহপাঠীকে আর খুন করার সাহস না পায়।

ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরারের বাবা বরকত উল্লাহ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা তখনই পুরোপুরি খুশি হব, যখন এই রায় কার্যকর হবে।’

সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করে বরকত উল্লাহ বলেন, তিনি মনে করেন দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন হয়েছে। এখন সরকার যেন দ্রুততম সময়ে উচ্চ আদালতে এই মামলার শুনানির ব্যবস্থা করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় আবরারকে নির্মমভাবে মারা যেতে হয়েছে মন্তব্য করে তাঁর বাবা বলেন, এভাবে যেন কোনো মায়ের কোল খালি না হয়। এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্য কোনো ছাত্র এভাবে সহপাঠীকে আর খুন করার সাহস পাবে না—এটাই তাঁর প্রত্যাশা।

রায় ঘোষণার মুহূর্তে আবরারের মা রোকেয়া বেগম ছিলেন কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসায়। ছিলেন আবরারের ছোট ভাই ফাইয়াজসহ তাঁর কাকা, মামা, চাচি, মামি, খালাতো ভাইও। এ সময় বাড়িতে সাংবাদিকেরা উপস্থিত হলে কান্নায় ভেঙে পড়েন আবরারের মা।

রোকেয়া বেগম বলেন, ‘আদালত যে রায় দিয়েছে, তাতে আমি এবং আমার পরিবার সন্তুষ্ট। তবে বাকি পাঁচজনকে ফাঁসির আদেশ না দেওয়ার বিষয়টি আমরা ঠিক বুঝে উঠতে পারছি না।’

কান্না জড়ানো কণ্ঠে আবরারের মা বলেন, ‘আজ ফাইয়াজের পরীক্ষা ছিল। কিন্তু কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করেনি। আবরার থাকলে ঠিকই ফাইয়াজের পরীক্ষার খবর নিত। ওরা আমার সব শেষ করে দিয়েছে। আমি আজ দুই বছর দুই মাস এই মামলার রায়ের অপেক্ষায় ছিলাম।’

আবরারের ছোট ভাই ফাইয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমরা রায়ে খুশি। তবে সকলের ফাঁসির আদেশ হলে আমরা আরও খুশি হতাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত