বন্ধ পাটকল চালুর দাবিতে সমাবেশ

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ০৭: ১২
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৩: ০২

উৎপাদন বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে সমাবেশ করেছে শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসক (ডিসি) অফিসের সামনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ সমাবেশ হয়। এ সময় তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। সমাবেশে সভাপতিত্ব করেন পাটকল কারখানা কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মনি এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য ডালিম কাজী।

সমাবেশে বক্তৃতা করেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্যসচিব এস এ রশীদ, বাম গণতান্ত্রিক জোট খুলনার সমন্বয়ক মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মো. মোজাম্মেল হক খান, প্লাটিনাম জুটমিলের সাবেক সিবিএ নেতা মো. খলিলুর রহমান, কারখানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, কারখানা কমিটির সহসভাপতি আবু বক্কার সিদ্দিক, সহসাধারণ সম্পাদক আবদুল হাকিম, কারখানা কমিটির কোষাধ্যক্ষ চাঁন মিয়া সর্দার, ক্রিসেন্ট জুটমিলের শ্রমিকনেতা মোশাররফ হোসেন, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের মধ্যে ৫টি জুট মিলের মধ্যে খালিশপুর ও দৌলতপুর জুট মিল খুলনা জেলায় অবস্থিত। পাটকল বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই ৫টি মিলের শ্রমিকেরা ১৮ মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও বকেয়া বেতন ও এরিয়ার টাকা পায়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত