ফারাজ-এ মুগ্ধ কাপুর খানদান

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ০৯: ২৪
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১০: ৩২

ঢাকার হোলি আর্টিজানে হামলার ঘটনা নিয়ে বলিউডের হানসাল মেহতা বানিয়েছেন ‘ফারাজ’। মুক্তি পাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কুনাল কাপুরের ছেলে জাহান কাপুর। ‘ফারাজ’ দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে জাহানের। পরিবারের ছোট ছেলের প্রথম সিনেমা, তাই পুরো কাপুর খানদান একত্র হয়েছিলেন জাহানকে আশীর্বাদ করতে।

কয়েক দিন আগে বান্দ্রার এক হলে আয়োজন করা হয় ‘ফারাজ’ সিনেমার বিশেষ প্রদর্শনীর। তাতে কাপুর পরিবারের সদস্যরাই বিশেষ আমন্ত্রিত ছিলেন। এসেছিলেন জাহানের বাবা কুনাল কাপুর ও মা সিনা সিপ্পি, রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলী খান, নিতু কাপুর, রমেশ সিপ্পি, রোহান সিপ্পি, নভ্যা নভেলি নন্দা, শ্বেতা বচ্চনসহ অনেকেই।

‘ফারাজ’-এ জাহানের অভিনয় প্রত্যেককে অশ্রুসিক্ত করেছে। আবেগে ভেসেছেন পুরো কাপুর খানদান। জাহানের অভিনয় দেখে সবাই একদিকে যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি পর্দায় সন্ত্রাসীদের নৃশংস হত্যাকাণ্ড সবাইকে শিহরিত করেছে। সিনেমা দেখে আলিয়া ভাট ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ফারাজ সিনেমার টিমের সবাইকে অভিনন্দন। মনে দাগ কেটে যাওয়ার মতো সিনেমা, প্রত্যেকেরই অনবদ্য অভিনয়।’ কারিনা কাপুর লিখেছেন, ‘ব্রিলিয়ান্ট সিনেমা। হৃদয় গভীরে ছাপ রেখে যায়। আদিত্য, জাহান, জুহি—সবার অভিনয় দারুণ।’ একই রকম প্রশংসা এসেছে নিতু কাপুরের কাছ থেকেও।

একই ঘটনার অনুপ্রেরণায় আরও আগেই সিনেমা বানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর ছাড়পত্র পাচ্ছে ‘শনিবার বিকেল’ নামের সিনেমাটি। ছাড়পত্রের সিদ্ধান্ত পাওয়ার পর শনিবার সন্ধ্যায় ফারুকীকে শুভেচ্ছা জানিয়েছেন ‘ফারাজ’ নির্মাতা হানসাল মেহতা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত