৩ ভোটে হার, পুনরায় গণনার দাবি প্রার্থীর

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ০৭: ১০
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১১: ১৯

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী রজব আলী ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনে তিনি এ দাবি জানান।

ওই ইউপি সদস্য প্রার্থী মো. রজব আলীর দাবি, গত বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করেন। এ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলাল হোসেন (মোরগ) প্রতীকে নির্বাচন করেন। ভোট গ্রহণ শেষে তিনি ফুটবল প্রতীকে ৪৯৪ এবং বেলাল হোসেন মোরগ প্রতীকে ৪৯৭ ভোট পান। কিন্তু ভোটের দিন মাত্র ৩ ভোটে পরাজয়ের কারণে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাকে প্রাপ্ত ভোট পুনরায় গণনার দাবি জানান মো. রজব আলী ও তাঁর নিযুক্ত দুই এজেন্ট। কিন্তু তাঁদের দাবিকে অগ্রাহ্য করে দ্রুত ফলাফল ঘোষণা করে ভোট গণনার কাজ সমাপ্ত করেন প্রিসাইডিং কর্মকর্তা শরিফ বিন আমিন।

এ বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা শরিফ বিন আমিনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে বিয়াঘাট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, আবেদনটি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত