সরকারি খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

মুলাদী প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ০৮: ১০
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২: ২৬

মুলাদীতে সরকারি খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরকালেখান ইউনিয়নের নয়াকান্দি থেকে বেপারী বাড়ি পর্যন্ত খালটির কয়েক স্থানে বাঁধ দিয়ে রাস্তা করা হয়েছে। এতে ওই এলাকার ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগামী বর্ষা মৌসুমেও জলাবদ্ধতায় ফসল নষ্টের আশঙ্কা করেছেন কৃষকেরা। তারা গত সোমবার রাস্তা অপসারণ করে খাল প্রবহমান রাখার দাবিতে সহকারী কমিশনারের (ভূমি) কাছে আবেদন জানিয়েছেন।

চরকালেখান ইউনিয়নের নয়াকান্দি গ্রামের ইউসুফ আলী জানান, ওই এলাকার বেপারী বাড়ি থেকে দুলাল আকনের বাড়ি হয়ে কলেজ রোড পর্যন্ত একটি খাল রয়েছে। এই খাল দিয়ে এলাকার ফসলি জমির পানি নিষ্কাশন হতো। ২-৩ বছর আগে বাবু চৌকিদারসহ কয়েকজন বাসিন্দা তাঁদের পুকুর এবং বাড়ির রাস্তা করার জন্য খালটিতে বাঁধ দেন। এতে খালের পানি চলাচল বন্ধ হয়ে যায়। গত বর্ষা মৌসুমে নয়াকান্দি ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। একই এলাকার আব্দুল খালেক জানান, কয়েকটি পরিবার অপরিকল্পিতভাবে খালে বাঁধ দিয়ে রাস্তা তৈরি করেছেন।

বাবু চৌকিদার সরকারি খাল দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার জমি দিয়ে বাড়িতে ঢোকার রাস্তা করেছি। সেখানে খাল বন্ধ হলে কিছু করার নেই।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুল রহমান জানান, কৃষক ও স্থানীয়দের অভিযোগ পেয়েছি। সরকারি খালে কেউ বাঁধ কিংবা রাস্তা তৈরি করার সুযোগ নেই। চরকালেখান ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত