আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: আমার বয়স ৩১ বছর, চাকরিজীবী। এক ছেলের সঙ্গে আমার আট বছরের সম্পর্ক ছিল। কিন্তু ভালো পাত্রী পেয়ে একদিন হুট করে আমাকে না জানিয়েই সে বিয়ে করে। আমার এক বন্ধু তার বিয়ের খবর দেয়। এ বিষয়ে জানতে চাইলে সে বলে, পরিবারের চাপে বিয়ে করেছে। যা-ই হোক, এক বছর ধরে নিজের মতো করে আমি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। পরিবার আমার জন্য পাত্র দেখছে জানতে পেরে, সে বিভিন্নভাবে আমার সঙ্গে যোগাযোগ করছে। ফোন করে জানিয়েছে, আমার কাছে ফিরতে চায়। তবে, কোনো ধরনের দায়িত্ব পালন না করার শর্তে। পরকীয়াকে সব সময় অনৈতিক কাজ হিসেবেই দেখেছি। এ ব্যাপারে অনড় থাকায় এখন সে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে চায়। আমি আসলে কিছু বুঝতে পারছি না। সে ফিরে এলে আমি তাকে আগের মতো ভালোবাসতে পারব বলে মনে হচ্ছে না। টান, অনুভূতি হয়তো এখনো আছে। কিন্তু তাকে আর বিশ্বাস করা যায় কি না, সেটা নিয়ে দ্বিধায় আছি।
নাম প্রকাশে অনিচ্ছুক, সিলেট
পরামর্শ
সম্পর্ককে আপনি কীভাবে দেখছেন তা নিয়ে ভাবুন, নিজেকে প্রশ্ন করুন। অন্যের প্রতি ভালো লাগা ও ভালোবাসার অনুভূতি তৈরি হয় কিন্তু সেগুলো কখনো চিরস্থায়ী বন্দোবস্তের মতো চিরকাল একই থাকে না। যথাযথ পরিচর্যা করে একটি সম্পর্কের মধ্যে ভালোবাসা অনেক দিন ধরে রাখা যায়। এরপরও সময়ের সঙ্গে ভালোবাসার ধরন এবং প্রকাশেও ভিন্নতা আসে। সেগুলোও বিবেচনায় রাখতে হয়।
আপনি যে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এর অর্থ আপনি বিয়ের মতো একটা সম্পর্কে জড়ানোর আগে ভাবছেন। এটি ভালো দিক। এখানে আপনার আবেগ জড়িত। আবার কঠিন বাস্তবতাও আপনাকে ভাবাচ্ছে। এই দুইয়ের মাঝে সমন্বয় করতে আপনি হিমশিম খাচ্ছেন। আরেকটু সময় নিয়ে বিষয়গুলো পর্যালোচনা করুন, আপনার আবেগের জায়গাগুলো চিহ্নিত করুন, চ্যালেঞ্জগুলো খেয়াল করুন, জীবনসঙ্গী হিসেবে আপনার কথিত প্রেমিক সামগ্রিকভাবে কেমন মানুষ, সেটাও বিবেচনায় আনুন। চিন্তাগুলো আরও গুছিয়ে নিতে একটি ডায়েরি বা কাগজে লিখে ফেলুন। দেখবেন, আপনি নিজেই হিসাব মিলিয়ে ফেলেছেন।
প্রশ্ন: আমার বয়স ৩২ বছর। চাকরির সুবাদে ঢাকায় থাকতে হয়। প্রতি তিন মাস অন্তর আমাকে বাসে করে বাড়ি যেতে হয়। সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকায় নারী নির্যাতনের বিভিন্ন খবর দেখে আমি আতঙ্কিত; একটা বিষয় আমাকে অনেক বেশি চিন্তায় ফেলেছে সেটা হলো, আমাকে তো বাসে করে বাড়ি যেতে হবে। আমার সঙ্গে যদি এমন কিছু হয়? এ ধরনের ঘটনার পর মানসিকভাবে আমি শান্তি পাচ্ছি না। এই মানসিক পীড়ন থেকে উত্তরণের উপায় কী?
মৌমিতা, ঢাকা
পরামর্শ
নিরাপত্তার ব্যত্যয় ঘটলে যেকোনো মানুষ উদ্বিগ্ন হয়। সাম্প্রতিক ঘটনাগুলো অনেককেই উদ্বিগ্ন করে তুলেছে। চলতি পথে নারীর নিরাপত্তাঝুঁকি আশঙ্কাজনক বেড়েছে। এ রকম প্রেক্ষাপটে আপনি যে মানসিক পীড়নে ভুগছেন তা বুঝতে পারছি। আপনি নিশ্চয় যাত্রাপথে আরও বেশি সজাগ থাকবেন। যেসব যানবাহন এবং যাত্রার সময়ে ঝুঁকি বেশি, সেগুলো বাদ দেওয়া ভালো। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সাহায্য পাওয়া যাবে, সেসব নম্বর হাতের কাছে রাখতে পারেন।
নিজের শরীর ও মনকে শান্ত আর ধীর-স্থির রাখতে শারীরিক ব্যায়াম করতে পারেন। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম খুবই কার্যকরী।
পরামর্শ দিয়েছেন: ড. আজহারুল ইসলাম, কাউন্সেলিং সাইকোলজিস্ট, সহযোগী অধ্যাপক, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রশ্ন: আমার বয়স ৩১ বছর, চাকরিজীবী। এক ছেলের সঙ্গে আমার আট বছরের সম্পর্ক ছিল। কিন্তু ভালো পাত্রী পেয়ে একদিন হুট করে আমাকে না জানিয়েই সে বিয়ে করে। আমার এক বন্ধু তার বিয়ের খবর দেয়। এ বিষয়ে জানতে চাইলে সে বলে, পরিবারের চাপে বিয়ে করেছে। যা-ই হোক, এক বছর ধরে নিজের মতো করে আমি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। পরিবার আমার জন্য পাত্র দেখছে জানতে পেরে, সে বিভিন্নভাবে আমার সঙ্গে যোগাযোগ করছে। ফোন করে জানিয়েছে, আমার কাছে ফিরতে চায়। তবে, কোনো ধরনের দায়িত্ব পালন না করার শর্তে। পরকীয়াকে সব সময় অনৈতিক কাজ হিসেবেই দেখেছি। এ ব্যাপারে অনড় থাকায় এখন সে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে চায়। আমি আসলে কিছু বুঝতে পারছি না। সে ফিরে এলে আমি তাকে আগের মতো ভালোবাসতে পারব বলে মনে হচ্ছে না। টান, অনুভূতি হয়তো এখনো আছে। কিন্তু তাকে আর বিশ্বাস করা যায় কি না, সেটা নিয়ে দ্বিধায় আছি।
নাম প্রকাশে অনিচ্ছুক, সিলেট
পরামর্শ
সম্পর্ককে আপনি কীভাবে দেখছেন তা নিয়ে ভাবুন, নিজেকে প্রশ্ন করুন। অন্যের প্রতি ভালো লাগা ও ভালোবাসার অনুভূতি তৈরি হয় কিন্তু সেগুলো কখনো চিরস্থায়ী বন্দোবস্তের মতো চিরকাল একই থাকে না। যথাযথ পরিচর্যা করে একটি সম্পর্কের মধ্যে ভালোবাসা অনেক দিন ধরে রাখা যায়। এরপরও সময়ের সঙ্গে ভালোবাসার ধরন এবং প্রকাশেও ভিন্নতা আসে। সেগুলোও বিবেচনায় রাখতে হয়।
আপনি যে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এর অর্থ আপনি বিয়ের মতো একটা সম্পর্কে জড়ানোর আগে ভাবছেন। এটি ভালো দিক। এখানে আপনার আবেগ জড়িত। আবার কঠিন বাস্তবতাও আপনাকে ভাবাচ্ছে। এই দুইয়ের মাঝে সমন্বয় করতে আপনি হিমশিম খাচ্ছেন। আরেকটু সময় নিয়ে বিষয়গুলো পর্যালোচনা করুন, আপনার আবেগের জায়গাগুলো চিহ্নিত করুন, চ্যালেঞ্জগুলো খেয়াল করুন, জীবনসঙ্গী হিসেবে আপনার কথিত প্রেমিক সামগ্রিকভাবে কেমন মানুষ, সেটাও বিবেচনায় আনুন। চিন্তাগুলো আরও গুছিয়ে নিতে একটি ডায়েরি বা কাগজে লিখে ফেলুন। দেখবেন, আপনি নিজেই হিসাব মিলিয়ে ফেলেছেন।
প্রশ্ন: আমার বয়স ৩২ বছর। চাকরির সুবাদে ঢাকায় থাকতে হয়। প্রতি তিন মাস অন্তর আমাকে বাসে করে বাড়ি যেতে হয়। সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকায় নারী নির্যাতনের বিভিন্ন খবর দেখে আমি আতঙ্কিত; একটা বিষয় আমাকে অনেক বেশি চিন্তায় ফেলেছে সেটা হলো, আমাকে তো বাসে করে বাড়ি যেতে হবে। আমার সঙ্গে যদি এমন কিছু হয়? এ ধরনের ঘটনার পর মানসিকভাবে আমি শান্তি পাচ্ছি না। এই মানসিক পীড়ন থেকে উত্তরণের উপায় কী?
মৌমিতা, ঢাকা
পরামর্শ
নিরাপত্তার ব্যত্যয় ঘটলে যেকোনো মানুষ উদ্বিগ্ন হয়। সাম্প্রতিক ঘটনাগুলো অনেককেই উদ্বিগ্ন করে তুলেছে। চলতি পথে নারীর নিরাপত্তাঝুঁকি আশঙ্কাজনক বেড়েছে। এ রকম প্রেক্ষাপটে আপনি যে মানসিক পীড়নে ভুগছেন তা বুঝতে পারছি। আপনি নিশ্চয় যাত্রাপথে আরও বেশি সজাগ থাকবেন। যেসব যানবাহন এবং যাত্রার সময়ে ঝুঁকি বেশি, সেগুলো বাদ দেওয়া ভালো। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সাহায্য পাওয়া যাবে, সেসব নম্বর হাতের কাছে রাখতে পারেন।
নিজের শরীর ও মনকে শান্ত আর ধীর-স্থির রাখতে শারীরিক ব্যায়াম করতে পারেন। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম খুবই কার্যকরী।
পরামর্শ দিয়েছেন: ড. আজহারুল ইসলাম, কাউন্সেলিং সাইকোলজিস্ট, সহযোগী অধ্যাপক, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২০ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে