ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০৮: ৩১
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ২৩

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর (মোটরসাইকেল প্রতীক) নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা যায়, সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী কাজী মো. নাজির উদ্দিনের কয়েকজন কর্মী রাতে বোড়াই গ্রামের নির্বাচনী ক্যাম্পের সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁদের বাধা দিয়ে নির্বাচনী অফিস ও সেখানে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে।

এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজির উদ্দিন জানান, তাঁর কর্মীদের পোস্টার লাগানোর সময় বাধা দেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফি উদ্দিন আহমেদ মিন্টুর সমর্থক আক্তারুজ্জামান ইকতার, হাশেম, হারুন, হৃদয়, পিন্টুসহ কয়েকজন। তাঁরা প্রচার অফিস, সেখানে থাকা চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেন। বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে যান। এর আগেই তাঁরা পালিয়ে যান। পরে তিনি স্থানীয় পুলিশ ক্যাম্প, সদর থানার ওসি এবং রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন।

নাজির উদ্দিন জানান, নির্বাচনে তাঁর জনপ্রিয়তাই ক্ষুব্ধ হয়ে প্রচারে বাধা সৃষ্টি এবং নেতা–কর্মীদের নানাভাবে হুমকি–ধামকি দেওয়া হচ্ছে। তিনি এ ঘটনার বিচার এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চান।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পর রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউনিয়নটির দায়িত্বরত রিটার্নিং অফিসার জাহিদুল করিম জানান, কাজী নাজির উদ্দিনের নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

অভিযুক্ত নৌকা প্রতীকের প্রার্থী শফি উদ্দিন আহমেদ মিন্টু বলেন, আমার নেতা–কর্মীরা কোনো প্রচার অফিস ভাঙচুর করেননি। এটা নিয়ে মিথ্যা অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী নাজির উদ্দিন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত