ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়িতে কয়েক হাজার শিক্ষার্থী এখনো পায়নি নতুন বই। প্রাথমিকে প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা কিছু বই পেলেও ষষ্ঠ ও সপ্তম শ্রণির শিক্ষার্থীদের অনেকেই বই পায়নি। তবে, শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন বই দেওয়া হবে।
প্রাথমিক ও মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলার ১২৯টি প্রাথমিক বিদ্যালয়, ১৮টি কিন্ডারগার্টেন, দুটি এনজিও সংস্থা পরিচালিত বিদ্যালয় ও ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে অন্য বছরে শুরুতেই নতুন বই তুলে দেওয়া হলেও এ বছর তা সম্ভব হয়নি। জানুয়ারি মাসের অর্ধেক পেরিয়ে গেলেও পঞ্চম শ্রেণি ছাড়াও চতুর্থ শ্রেণির ইংরেজি, তৃতীয় শ্রেণির গণিত ও বিজ্ঞান বই এখনো সরবরাহ করা হয়নি। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে একটি, সপ্তম শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে সাতটি ছাড়া অন্য বইগুলো এখনো শিক্ষার্থীরা হাতে পায়নি।
ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম কামরুজ্জামান বিষয়টি স্বীকার করে বলেন, ‘ছাপাখানা থেকে এখনো বই উপজেলায় দেওয়া হয়নি। আমরা ছাপাখানার লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এ সপ্তাহে না পেলে বিকল্পভাবে দ্রুত বই এনে শিক্ষার্থীদের দেওয়া হবে।’
ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসান বলেন, ‘চাহিদা অনুযায়ী এখনো নতুন বই সরবরাহ করা হয়নি। তাই যতটুকু আসছে আমরা তা-ই স্কুলগুলোতে সরবরাহ করছি।’ তিনি প্রাপ্তিসাপেক্ষে আগামী সপ্তাহে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই শিক্ষার্থীদের সরবরাহ করা হবে বলে আশ্বস্ত করেন।
গাইবান্ধার ফুলছড়িতে কয়েক হাজার শিক্ষার্থী এখনো পায়নি নতুন বই। প্রাথমিকে প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা কিছু বই পেলেও ষষ্ঠ ও সপ্তম শ্রণির শিক্ষার্থীদের অনেকেই বই পায়নি। তবে, শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন বই দেওয়া হবে।
প্রাথমিক ও মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলার ১২৯টি প্রাথমিক বিদ্যালয়, ১৮টি কিন্ডারগার্টেন, দুটি এনজিও সংস্থা পরিচালিত বিদ্যালয় ও ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে অন্য বছরে শুরুতেই নতুন বই তুলে দেওয়া হলেও এ বছর তা সম্ভব হয়নি। জানুয়ারি মাসের অর্ধেক পেরিয়ে গেলেও পঞ্চম শ্রেণি ছাড়াও চতুর্থ শ্রেণির ইংরেজি, তৃতীয় শ্রেণির গণিত ও বিজ্ঞান বই এখনো সরবরাহ করা হয়নি। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে একটি, সপ্তম শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে সাতটি ছাড়া অন্য বইগুলো এখনো শিক্ষার্থীরা হাতে পায়নি।
ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম কামরুজ্জামান বিষয়টি স্বীকার করে বলেন, ‘ছাপাখানা থেকে এখনো বই উপজেলায় দেওয়া হয়নি। আমরা ছাপাখানার লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এ সপ্তাহে না পেলে বিকল্পভাবে দ্রুত বই এনে শিক্ষার্থীদের দেওয়া হবে।’
ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসান বলেন, ‘চাহিদা অনুযায়ী এখনো নতুন বই সরবরাহ করা হয়নি। তাই যতটুকু আসছে আমরা তা-ই স্কুলগুলোতে সরবরাহ করছি।’ তিনি প্রাপ্তিসাপেক্ষে আগামী সপ্তাহে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই শিক্ষার্থীদের সরবরাহ করা হবে বলে আশ্বস্ত করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে