চার বছরেও শেষ হয়নি কাজ

আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
প্রকাশ : ২০ এপ্রিল ২০২২, ০৬: ৫১
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১০: ০০

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নে প্রায় চার বছর আগে মোল্লার মসজিদ থেকে মৃধাবাড়ী পর্যন্ত ১ হাজার ৩০০ মিটার রাস্তার কাজ শুরু হয়। সলিং করার পর ঢালাইয়ের কাজ প্রায় চার বছর বন্ধ। এতে ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, রাস্তাটি পিচ ঢালাইয়ের জন্য ইটের খোয়া ও বালু দিয়ে সলিং করে ফেলে রাখা হয়েছে। দীর্ঘদিন এভাবে থাকার পরও রাস্তার কাজ চালু না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছেন। তাই দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, বৃহত্তর ঢাকা অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩-এর আওতায় ১ কোটি ৯ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে মোল্লার মসজিদ থেকে মৃধাবাড়ী পর্যন্ত ১ হাজার ৩০০ মিটার রাস্তার নির্মাণকাজ পায় রাতা কন্সট্রাকশন।

দক্ষিণ গোবরদী গ্রামের বাসিন্দা মো. আজিম হাওলাদার বলেন, ‘প্রায় চার বছর আগে পিচ ঢালাই করার জন্য রাস্তার কাজ শুরু করে। এরপর ইটের সুরকি ফেলে চলে গেছে ঠিকাদার। এই রাস্তা দিয়ে অসুস্থ রোগী বা গুরুত্বপূর্ণ মালামাল আনা-নেওয়ার অনেক অসুবিধায় পড়তে হচ্ছে আমাদের।’

পথচারী মো. আল আমিন বলেন, ‘এই রাস্তা দিয়ে খালি পায়ে যাওয়া যায় না, দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা।’

এলাকার বাসিন্দারা বলেন, অনেক দিন আগে ইটের সুরকি ফেলে রেখে চলে গেছে ঠিকাদার। কিন্তু এলজিইডি অফিস থেকে খোঁজ নেয়নি। রাস্তার কাজ বন্ধ, অথচ জনপ্রতিনিধিদের কোনো মাথাব্যথা নেই। ইটের সুরকির ওপর দিয়ে হাঁটা কষ্টকর। দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে।

উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, আগের ঠিকাদার কাজ ফেলে রেখে যাওয়ায় তাদের কাজ বাতিল করা হয়েছে। আবার দরপত্র আহ্বানের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন হলে দরপত্র প্রক্রিয়া করা হবে। এরপর কাজ শুরু হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত