Ajker Patrika

বৃষ্টিতে ফেরি চলাচল ব্যাহত ঘাটে যানজট

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৪: ০৩
বৃষ্টিতে ফেরি চলাচল ব্যাহত ঘাটে যানজট

টানা বৃষ্টির কারণে গতকাল শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। ভেদরগঞ্জ উপজেলার খায়েরপট্টি এলাকায় পর্যন্ত ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায় প্রায় ২৫০ পণ্যবাহী যান। দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন ছিল সোমবার।

এ ছাড়া একটি ফেরি বিকল হয়ে পড়ায় মাত্র ৬টি ফেরি এই নৌপথের যানবাহন পারাপারের জন্য চলছে। ফলে এই নৌপথ নিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যাওয়ায় দীর্ঘ সময় ঘাটে আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন যাতায়াতকারীরা।

বেনাপোল থেকে ধান নিয়ে ফেনী যাওয়ার পথে নরসিংহপুর ঘাটে আটকা পড়েছেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ধান নিয়ে গতকাল (রোববার) থেকে ঘাটে আটকা আছি। ধানের গজ (অঙ্কুরিত) বেরিয়ে গেছে। সব ধান নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। ফেরি পার হতে সময় বেশি লাগছে। পুরোনো ফেরি বৃষ্টি ও স্রোতে চলতে গিয়ে সময়ও বেশি লাগছে।’

বরিশালের গৌরনদী থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে নরসিংহপুর ঘাটে আটকা পড়েন চালক করিম হোসেন। আজ (সোমবার) সকাল থেকে ফেরিতে ওঠার সিরিয়াস পাননি তিনি। এ ছাড়া বৃষ্টিতে পেঁয়াজ ভিজে নষ্ট হতে চলেছে তাই ক্ষুব্ধ করিম বলেন, ‘আজ (সোমবার) রাতের মধ্য ফেরিতে না উঠতে পারলে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। মালিককে কী জবাব দিব?'

ট্রাকচালক রহমান বলেন, ‘গ্যাসের সিলিন্ডার নিয়ে ফরিদপুর থেকে নোয়াখালী যাচ্ছি। দীর্ঘ সময় ধরে জ্যামে পড়ে আছি। আমরা শত শত ট্রাকচালক বিপদের মধ্যে রয়েছি।'

নরসিংহপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন বলেন, ‘আজ (সোমবার) সকালে একটি ফেরির সার্ভিসিং করতে ৩-৪ ঘণ্টা লাগায় গাড়ির লম্বা লাইন হয়েছে। তবে ২টার পর থেকে আবার ৭টি ফেরি দিয়ে এই নৌপথে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ নেই। যা আছে, তা এক দিনের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসবে।’

ঘাট কর্তৃপক্ষ জানান, অগে প্রতিদিন গড়ে ৫০০ যানবাহন পারাপার করা হলেও বর্তমানে পারাপার সম্ভব হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টি। ফলে ঘাটে কিছুটা যানবাহনের চাপ রয়েছে। ঘাটে আটকা থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত