ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
টানা বৃষ্টির কারণে গতকাল শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। ভেদরগঞ্জ উপজেলার খায়েরপট্টি এলাকায় পর্যন্ত ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায় প্রায় ২৫০ পণ্যবাহী যান। দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন ছিল সোমবার।
এ ছাড়া একটি ফেরি বিকল হয়ে পড়ায় মাত্র ৬টি ফেরি এই নৌপথের যানবাহন পারাপারের জন্য চলছে। ফলে এই নৌপথ নিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যাওয়ায় দীর্ঘ সময় ঘাটে আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন যাতায়াতকারীরা।
বেনাপোল থেকে ধান নিয়ে ফেনী যাওয়ার পথে নরসিংহপুর ঘাটে আটকা পড়েছেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ধান নিয়ে গতকাল (রোববার) থেকে ঘাটে আটকা আছি। ধানের গজ (অঙ্কুরিত) বেরিয়ে গেছে। সব ধান নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। ফেরি পার হতে সময় বেশি লাগছে। পুরোনো ফেরি বৃষ্টি ও স্রোতে চলতে গিয়ে সময়ও বেশি লাগছে।’
বরিশালের গৌরনদী থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে নরসিংহপুর ঘাটে আটকা পড়েন চালক করিম হোসেন। আজ (সোমবার) সকাল থেকে ফেরিতে ওঠার সিরিয়াস পাননি তিনি। এ ছাড়া বৃষ্টিতে পেঁয়াজ ভিজে নষ্ট হতে চলেছে তাই ক্ষুব্ধ করিম বলেন, ‘আজ (সোমবার) রাতের মধ্য ফেরিতে না উঠতে পারলে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। মালিককে কী জবাব দিব?'
ট্রাকচালক রহমান বলেন, ‘গ্যাসের সিলিন্ডার নিয়ে ফরিদপুর থেকে নোয়াখালী যাচ্ছি। দীর্ঘ সময় ধরে জ্যামে পড়ে আছি। আমরা শত শত ট্রাকচালক বিপদের মধ্যে রয়েছি।'
নরসিংহপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন বলেন, ‘আজ (সোমবার) সকালে একটি ফেরির সার্ভিসিং করতে ৩-৪ ঘণ্টা লাগায় গাড়ির লম্বা লাইন হয়েছে। তবে ২টার পর থেকে আবার ৭টি ফেরি দিয়ে এই নৌপথে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ নেই। যা আছে, তা এক দিনের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসবে।’
ঘাট কর্তৃপক্ষ জানান, অগে প্রতিদিন গড়ে ৫০০ যানবাহন পারাপার করা হলেও বর্তমানে পারাপার সম্ভব হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টি। ফলে ঘাটে কিছুটা যানবাহনের চাপ রয়েছে। ঘাটে আটকা থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।
টানা বৃষ্টির কারণে গতকাল শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। ভেদরগঞ্জ উপজেলার খায়েরপট্টি এলাকায় পর্যন্ত ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায় প্রায় ২৫০ পণ্যবাহী যান। দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন ছিল সোমবার।
এ ছাড়া একটি ফেরি বিকল হয়ে পড়ায় মাত্র ৬টি ফেরি এই নৌপথের যানবাহন পারাপারের জন্য চলছে। ফলে এই নৌপথ নিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যাওয়ায় দীর্ঘ সময় ঘাটে আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন যাতায়াতকারীরা।
বেনাপোল থেকে ধান নিয়ে ফেনী যাওয়ার পথে নরসিংহপুর ঘাটে আটকা পড়েছেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ধান নিয়ে গতকাল (রোববার) থেকে ঘাটে আটকা আছি। ধানের গজ (অঙ্কুরিত) বেরিয়ে গেছে। সব ধান নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। ফেরি পার হতে সময় বেশি লাগছে। পুরোনো ফেরি বৃষ্টি ও স্রোতে চলতে গিয়ে সময়ও বেশি লাগছে।’
বরিশালের গৌরনদী থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে নরসিংহপুর ঘাটে আটকা পড়েন চালক করিম হোসেন। আজ (সোমবার) সকাল থেকে ফেরিতে ওঠার সিরিয়াস পাননি তিনি। এ ছাড়া বৃষ্টিতে পেঁয়াজ ভিজে নষ্ট হতে চলেছে তাই ক্ষুব্ধ করিম বলেন, ‘আজ (সোমবার) রাতের মধ্য ফেরিতে না উঠতে পারলে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। মালিককে কী জবাব দিব?'
ট্রাকচালক রহমান বলেন, ‘গ্যাসের সিলিন্ডার নিয়ে ফরিদপুর থেকে নোয়াখালী যাচ্ছি। দীর্ঘ সময় ধরে জ্যামে পড়ে আছি। আমরা শত শত ট্রাকচালক বিপদের মধ্যে রয়েছি।'
নরসিংহপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন বলেন, ‘আজ (সোমবার) সকালে একটি ফেরির সার্ভিসিং করতে ৩-৪ ঘণ্টা লাগায় গাড়ির লম্বা লাইন হয়েছে। তবে ২টার পর থেকে আবার ৭টি ফেরি দিয়ে এই নৌপথে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ নেই। যা আছে, তা এক দিনের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসবে।’
ঘাট কর্তৃপক্ষ জানান, অগে প্রতিদিন গড়ে ৫০০ যানবাহন পারাপার করা হলেও বর্তমানে পারাপার সম্ভব হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টি। ফলে ঘাটে কিছুটা যানবাহনের চাপ রয়েছে। ঘাটে আটকা থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে