নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাবেক সোভিয়েত ইউনিয়নের নাবিক ইউরি রেডকিনের আত্মবিসর্জন দুই বন্ধু রাষ্ট্রের মৈত্রীর বন্ধনকে মর্যাদাপূর্ণ ও সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল শনিবার বিকেলে নগরীর লালদীঘি পার্কে স্থাপিত রেডকিনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি এ কথা বলেন।
এ সময় মেয়র বলেন, ‘একাত্তরে হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বন্দর অচলের উদ্দেশ্যে কর্ণফুলী চ্যানেলে শত-শত মাইন পুঁতে রাখে। এলাকাটি মাইন মুক্ত করতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের আহ্বানে সাড়া দেয়। সোভিয়েত নাবিকদের একটি দল মাইন মুক্ত করে বন্দর চ্যানেল সচল করেন। মাইনমুক্ত করার সময় রেডকিন যে আত্মত্যাগ করেন, তা আমরা কখনো ভুলতে পারি না। তিনি শুধু বন্ধু নন, বাঙালির পরমাত্মীয়।’
ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকদের হাতে নির্মম ভাবে খুন হওয়ায় বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিতে ভাটা পড়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এই দেশটি এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এ জন্য বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা গর্বিত।’
এ সময় রেডকিনকে মনে রাখায় তিনি বাংলাদেশের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, রাশিয়ান অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান, রুমকি সেনগুপ্ত প্রমুখ।
সাবেক সোভিয়েত ইউনিয়নের নাবিক ইউরি রেডকিনের আত্মবিসর্জন দুই বন্ধু রাষ্ট্রের মৈত্রীর বন্ধনকে মর্যাদাপূর্ণ ও সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল শনিবার বিকেলে নগরীর লালদীঘি পার্কে স্থাপিত রেডকিনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি এ কথা বলেন।
এ সময় মেয়র বলেন, ‘একাত্তরে হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বন্দর অচলের উদ্দেশ্যে কর্ণফুলী চ্যানেলে শত-শত মাইন পুঁতে রাখে। এলাকাটি মাইন মুক্ত করতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের আহ্বানে সাড়া দেয়। সোভিয়েত নাবিকদের একটি দল মাইন মুক্ত করে বন্দর চ্যানেল সচল করেন। মাইনমুক্ত করার সময় রেডকিন যে আত্মত্যাগ করেন, তা আমরা কখনো ভুলতে পারি না। তিনি শুধু বন্ধু নন, বাঙালির পরমাত্মীয়।’
ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকদের হাতে নির্মম ভাবে খুন হওয়ায় বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিতে ভাটা পড়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এই দেশটি এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এ জন্য বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা গর্বিত।’
এ সময় রেডকিনকে মনে রাখায় তিনি বাংলাদেশের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, রাশিয়ান অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান, রুমকি সেনগুপ্ত প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে