নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের ৭৩ দশমিক ৬ শতাংশ নারীই নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উম্মে কুলসুম। গতকাল বুধবার বেলা ১১টায় গুলশান-১-এ স্পেকট্রা কনভেনশন সেন্টারে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এতে নারী ও শিশুদের সেবা নিশ্চিত করতে গঠিত ‘আস্থা’ প্রকল্পের অগ্রগতি ও অর্জন নিয়ে আলোচনা করা হয়।
উম্মে কুলসুম বলেন, ‘নারীবান্ধব কর্মপরিবেশ তৈরিতে সরকার চিন্তা করছে। নারীনীতি ও বিভিন্ন পলিসি রয়েছে। তারপরও আমরা দেখছি, নারী নির্যাতনের হার বেড়েই চলেছে। বিষয়টি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সরকারের সর্বোচ্চ পর্যায়ের মনোযোগ এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও ৭৩ দশমিক ৬ শতাংশ নারী কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছে।’ মাঠপর্যায়ে কার্যকর নীতি বাস্তবায়ন করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার নারী ও শিশুদের সেবা প্রদানে সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে নেদারল্যান্ডস দূতাবাস ও জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সহযোগিতায় ২০১৭ সালের নভেম্বরে আস্থা নামক একটি প্রকল্প চালু করে আসক। কক্সবাজার, পটুয়াখালী, বগুড়া ও জামালপুরের ১২টি উপজেলার ১০২টি ইউনিয়নে এর কার্যক্রম পরিচালনা করা হয়। গতকাল চার জেলা থেকে আগত প্রতিনিধিরা তাঁদের কাজের অভিজ্ঞতা তুলে ধরে প্রকল্প দীর্ঘায়িত করে সব জেলায় নারী সহায়তা কেন্দ্র স্থাপনের আহ্বান জানান।
আস্থা প্রকল্পের মাধ্যমে মোট ১৩ হাজার ৭৮০ জন নারীকে বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। আদালতের নারী সহায়তা কেন্দ্রে ২ হাজার ৭৪৩ জন নারী ও কন্যাশিশুকে সরাসরি আইনি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১০ হাজার ৭৬৪ জনকে থানা নারী সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রেফার করা হয়েছে। এ ছাড়া তারা ১ লাখ ৩৫ হাজার ৪১৯ জনকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সহায়তা প্রদান করেছে। এই প্রকল্পে ২০ হাজার ৩৯৪টি উঠান বৈঠক, ৫০৪টি দম্পতি সভা, ৬৯৬টি চায়ের দোকানে আলোচনা, ১ হাজার ৩২৩টি অ্যাকশনভিত্তিক তরুণ সমাবেশ, ১ হাজার ৮৩৬টি নারী সাপোর্ট গ্রুপ সভা আয়োজন করা হয়েছে। ৩৭ হাজার ৪১২ জন পুরুষকে সচেতন করে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেশের ৭৩ দশমিক ৬ শতাংশ নারীই নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উম্মে কুলসুম। গতকাল বুধবার বেলা ১১টায় গুলশান-১-এ স্পেকট্রা কনভেনশন সেন্টারে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এতে নারী ও শিশুদের সেবা নিশ্চিত করতে গঠিত ‘আস্থা’ প্রকল্পের অগ্রগতি ও অর্জন নিয়ে আলোচনা করা হয়।
উম্মে কুলসুম বলেন, ‘নারীবান্ধব কর্মপরিবেশ তৈরিতে সরকার চিন্তা করছে। নারীনীতি ও বিভিন্ন পলিসি রয়েছে। তারপরও আমরা দেখছি, নারী নির্যাতনের হার বেড়েই চলেছে। বিষয়টি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সরকারের সর্বোচ্চ পর্যায়ের মনোযোগ এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও ৭৩ দশমিক ৬ শতাংশ নারী কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছে।’ মাঠপর্যায়ে কার্যকর নীতি বাস্তবায়ন করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার নারী ও শিশুদের সেবা প্রদানে সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে নেদারল্যান্ডস দূতাবাস ও জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সহযোগিতায় ২০১৭ সালের নভেম্বরে আস্থা নামক একটি প্রকল্প চালু করে আসক। কক্সবাজার, পটুয়াখালী, বগুড়া ও জামালপুরের ১২টি উপজেলার ১০২টি ইউনিয়নে এর কার্যক্রম পরিচালনা করা হয়। গতকাল চার জেলা থেকে আগত প্রতিনিধিরা তাঁদের কাজের অভিজ্ঞতা তুলে ধরে প্রকল্প দীর্ঘায়িত করে সব জেলায় নারী সহায়তা কেন্দ্র স্থাপনের আহ্বান জানান।
আস্থা প্রকল্পের মাধ্যমে মোট ১৩ হাজার ৭৮০ জন নারীকে বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। আদালতের নারী সহায়তা কেন্দ্রে ২ হাজার ৭৪৩ জন নারী ও কন্যাশিশুকে সরাসরি আইনি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১০ হাজার ৭৬৪ জনকে থানা নারী সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রেফার করা হয়েছে। এ ছাড়া তারা ১ লাখ ৩৫ হাজার ৪১৯ জনকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সহায়তা প্রদান করেছে। এই প্রকল্পে ২০ হাজার ৩৯৪টি উঠান বৈঠক, ৫০৪টি দম্পতি সভা, ৬৯৬টি চায়ের দোকানে আলোচনা, ১ হাজার ৩২৩টি অ্যাকশনভিত্তিক তরুণ সমাবেশ, ১ হাজার ৮৩৬টি নারী সাপোর্ট গ্রুপ সভা আয়োজন করা হয়েছে। ৩৭ হাজার ৪১২ জন পুরুষকে সচেতন করে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে