Ajker Patrika

ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ বুধবার

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১: ৫৯
ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ বুধবার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী বুধবার ডুমুরিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমান।

জানা যায়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচির দ্বিতীয় ধাপে মহানগর ও জেলা সদরের বাইরে থানা/উপজেলা পর্যায়ে সমাবেশ করার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে কেন্দ্র। সেই নির্দেশনার আলোকে গত বৃহস্পতিবার দুপুরে কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথ সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাবেশ সফল করতে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলায় অবস্থানরত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতারা এ কর্মসূচি সফল করতে জেলা নেতাদের সহযোগিতা করবেন।

এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ বলেন, সমাবেশ সফল করার লক্ষ্যে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে প্রস্তুতি সভা শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত