ভোটে জয়ী স্বতন্ত্র, আগে জয় আ.লীগের ৫ জনের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৪: ৫০
Thumbnail image

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ৯৬ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৫৮২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আনারস প্রতীকের খলিলুর রহমান মোহন পেয়েছেন ৪৮৬ ভোট। এদিকে বিভাগের অপর পাঁচটি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গতকাল সোমবার সকাল নয়টা থেকে শুরু হয়ে পটুয়াখালীর আটটি উপজেলায় বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ হয়।জানা যায়,  বরিশাল বিভাগের ছয় জেলার পাঁচটিতে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও পটুয়াখালীতে তা সম্ভব হয়নি। এ নির্বাচনে পটুয়াখালীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ জেলার ৮টি উপজেলা, ৫টি পৌরসভা এবং ৭৭টি ইউনিয়নে ১ হাজার ৮৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ ব্যাপারে বিজয়ী প্রার্থী ঘোড়া প্রতীকের হাফিজুর রহমান বলেন, ‘আমার পরিবার আওয়ামী লীগের সমর্থক, দলের জন্য আমিসহ আমার পরিবারের সদস্যরা জেলও খেটেছি। আমি যুবলীগ করেছি, সদস্য ছিলাম। এবার সভাপতি প্রার্থী হয়েছি; কিন্তু ষড়যন্ত্র করে আমাকে কোনো পদে রাখেনি। অনেকটা কষ্ট পেয়ে আমি আজ নির্বাচন করেছি। সবার দোয়ায় ৯৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছি।’

এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কারও অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের অঙ্গীকার অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

এদিকে বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা।ভোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল মমিন টুলু।

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম জাহাঙ্গীরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান পদে বিনা ভোটে নির্বাচিত হন আওয়ামী লীগের সমর্থিত খান সাইফুল্লাহ পনির। পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী সালমা রহমান হ্যাপী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বরগুনায় জাহাঙ্গীর কবীরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত