ফারিয়া রহমান খান
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের নমনীয়তা কমতে থাকে। তার সঙ্গে কোষের জৈবিক কার্যক্ষমতাও কমে যায়। ফলে ত্বকে বলিরেখা দেখা দেয়।
তবে বলিরেখা তৈরির আরও অনেক কারণ আছে। বংশগতি, খাদ্যাভ্যাস ও জীবনধারার প্রভাবেও ত্বকে বলিরেখা তৈরি হয়। তা ছাড়া, পানি কম খাওয়া, অতিরিক্ত মানসিক চাপ এবং কম ঘুমানোর ফলেও ত্বকে বলিরেখা ফুটে ওঠে।
বলিরেখা প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। খাদ্যাভ্যাস পরিবর্তন করে বলিরেখা অনেকটাই প্রতিরোধ করা যায়। অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিনসমৃদ্ধ খাবার বলিরেখা প্রতিরোধে কাজ করে।তা ছাড়া ,বলিরেখা রোধে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যেতে পারে।
নারকেল তেল
নারকেল তেল প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে। তা ছাড়া, এটি ত্বকে পানির ভারসাম্য বজায় রেখে এর নমনীয়তা অনেকটাই ফিরিয়ে আনে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যেসব জায়গায় বলিরেখা দেখা দিয়েছে, সেই সব জায়গায় অরগানিক নারকেল তেল লাগিয়ে মালিশ করে সারা রাত রেখে দিন।
ভিটামিন ই ক্যাপসুল
ভিটামিন ই অ্যান্টি-অক্সিডেন্টের খুব ভালো উৎস। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ভিটামিন ই বার্ধক্যজনিত বলিরেখা রোধ করে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বলিরেখাযুক্ত জায়গায় ভিটামিন ই ক্যাপসুল খুলে ভেতরে থাকা জলীয় অংশ লাগিয়ে ম্যাসাজ করুন।
আপেল সিডার ভিনেগার
বলিরেখা দূর করতে ১ চামচ আপেল সিডার ভিনেগার ও ১ চামচ মধু মিশিয়ে মুখে এবং গলার অংশে মাখুন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর মুখ মুছে পছন্দমতো একটি ময়েশ্চারাইজার লাগিয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন। ধীরে ধীরে বলিরেখা দূর হবে।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরায় প্রচুর পরিমাণে ভিটামিন-ই রয়েছে, যা বলিরেখা কমাতে সাহায্য করে। ১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে একটি ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে হালকা করে প্রলেপ লাগিয়ে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই মাস্ক ব্যবহার করুন।
পেঁপে ও কলা
পেঁপেতে আছে বিটা ক্যারোটিন আর কলায় বার্ধক্যবিরোধী বিভিন্ন বৈশিষ্ট্য। একটি পাকা কলা ও এক ফালি পেঁপে ভালো করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে মুখে মাখুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। বলিরেখা দূর করতে সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করুন।
মধু
মধু ত্বকের পিএইচ সমতা বজায় রেখে বলিরেখা দূর করে। ১ চা-চামচ মধু মুখে মেখে ভালো করে মালিশ করে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে এ কাজটি প্রতিদিন করতে পারেন।
শসা
শসায় রয়েছে বিভিন্ন ভিটামিন, মিনারেল এবং ৯৫ ভাগ পানি, যা ত্বক সুস্থ রাখে। একটি শসার রস বের করুন এবং পরিষ্কার ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। বলিরেখা দূর করতে প্রতিদিন শসা ব্যবহার করতে পারেন।
লেবুর রস
লেবুতে আছে ভিটামিন সি, যা ত্বকের কোলাজেন তৈরিতে সাহায্য করে বলিরেখা দূর করে। ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে সমান পরিমাণ মধু মিশিয়ে মেখে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন।
সূত্র: স্টাইলক্রেজ
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের নমনীয়তা কমতে থাকে। তার সঙ্গে কোষের জৈবিক কার্যক্ষমতাও কমে যায়। ফলে ত্বকে বলিরেখা দেখা দেয়।
তবে বলিরেখা তৈরির আরও অনেক কারণ আছে। বংশগতি, খাদ্যাভ্যাস ও জীবনধারার প্রভাবেও ত্বকে বলিরেখা তৈরি হয়। তা ছাড়া, পানি কম খাওয়া, অতিরিক্ত মানসিক চাপ এবং কম ঘুমানোর ফলেও ত্বকে বলিরেখা ফুটে ওঠে।
বলিরেখা প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। খাদ্যাভ্যাস পরিবর্তন করে বলিরেখা অনেকটাই প্রতিরোধ করা যায়। অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিনসমৃদ্ধ খাবার বলিরেখা প্রতিরোধে কাজ করে।তা ছাড়া ,বলিরেখা রোধে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যেতে পারে।
নারকেল তেল
নারকেল তেল প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে। তা ছাড়া, এটি ত্বকে পানির ভারসাম্য বজায় রেখে এর নমনীয়তা অনেকটাই ফিরিয়ে আনে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যেসব জায়গায় বলিরেখা দেখা দিয়েছে, সেই সব জায়গায় অরগানিক নারকেল তেল লাগিয়ে মালিশ করে সারা রাত রেখে দিন।
ভিটামিন ই ক্যাপসুল
ভিটামিন ই অ্যান্টি-অক্সিডেন্টের খুব ভালো উৎস। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ভিটামিন ই বার্ধক্যজনিত বলিরেখা রোধ করে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বলিরেখাযুক্ত জায়গায় ভিটামিন ই ক্যাপসুল খুলে ভেতরে থাকা জলীয় অংশ লাগিয়ে ম্যাসাজ করুন।
আপেল সিডার ভিনেগার
বলিরেখা দূর করতে ১ চামচ আপেল সিডার ভিনেগার ও ১ চামচ মধু মিশিয়ে মুখে এবং গলার অংশে মাখুন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর মুখ মুছে পছন্দমতো একটি ময়েশ্চারাইজার লাগিয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন। ধীরে ধীরে বলিরেখা দূর হবে।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরায় প্রচুর পরিমাণে ভিটামিন-ই রয়েছে, যা বলিরেখা কমাতে সাহায্য করে। ১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে একটি ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে হালকা করে প্রলেপ লাগিয়ে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই মাস্ক ব্যবহার করুন।
পেঁপে ও কলা
পেঁপেতে আছে বিটা ক্যারোটিন আর কলায় বার্ধক্যবিরোধী বিভিন্ন বৈশিষ্ট্য। একটি পাকা কলা ও এক ফালি পেঁপে ভালো করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে মুখে মাখুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। বলিরেখা দূর করতে সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করুন।
মধু
মধু ত্বকের পিএইচ সমতা বজায় রেখে বলিরেখা দূর করে। ১ চা-চামচ মধু মুখে মেখে ভালো করে মালিশ করে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে এ কাজটি প্রতিদিন করতে পারেন।
শসা
শসায় রয়েছে বিভিন্ন ভিটামিন, মিনারেল এবং ৯৫ ভাগ পানি, যা ত্বক সুস্থ রাখে। একটি শসার রস বের করুন এবং পরিষ্কার ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। বলিরেখা দূর করতে প্রতিদিন শসা ব্যবহার করতে পারেন।
লেবুর রস
লেবুতে আছে ভিটামিন সি, যা ত্বকের কোলাজেন তৈরিতে সাহায্য করে বলিরেখা দূর করে। ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে সমান পরিমাণ মধু মিশিয়ে মেখে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন।
সূত্র: স্টাইলক্রেজ
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে