কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কালিছালিতে আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের হস্তান্তর করা ৮৪টি ঘরের মধ্যে ৫৪টিতেই তালা ঝুলছে। খাবার পানির জন্য নলকূপ না থাকা, বিদ্যুৎ-সংযোগ না দেওয়া ও দুর্গম স্থানে হওয়ায় ভূমিহীনেরা সেখানে বসবাস করতে অনীহা প্রকাশ করেছেন। এ ছাড়া যাঁরা বসবাস করছেন তাঁরাও চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানা গেছে।
কালিছালি আশ্রয়ণ প্রকল্পে তিন বছরে ২৭৭টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে মাত্র ৮৪টি হস্তান্তর করা হয়েছে। এই ৮৪টি ঘরের মধ্যে মাত্র ৩০টিতে বাস করছেন উপকারভোগীরা। বাকি ৫৪টিতেই তালা ঝুলছে।
এ বিষয়ে ইউএনও সিফাত উদ্দিন বলেন, আশ্রয়ণ এলাকাটি একটু দূর হওয়ায় অনেকেই এখানে বসবাস করতে চাচ্ছেন না। এখানে আরও ১০০ পরিবারের মধ্যে খুব শিগগিরই ঘর হস্তান্তর করা হবে। লোকসমাগম একটু বেশি হলে সব সমস্যা দূর হবে।
বসবাস করা উপকারভোগীরা বলেন, ‘প্রকল্পে বিদ্যুতের তার টানা আছে, কিন্তু সংযোগ নেই। সুপেয় পানির জন্য নলকূপ নেই। চার-পাঁচ কিলোমিটার হেঁটে কাজে যেতে হয়। এখানে অনেক কষ্ট করে আমরা বসবাস করছি। কিছু ঘরে বিদ্যুৎ-সংযোগ ছিল, বকেয়া বিলের কারণে বিচ্ছিন্ন করা হয়েছে। মানুষের বসবাসের জন্য এটি সঠিক জায়গা নয় বলে তাঁরা দাবি করেন।’
চাবি ও কাগজ পাওয়ার পরও ঘরে ওঠেননি এমন কয়েকজন বলেন, ‘আমাদের ঘর দেওয়া হয়েছে ঠিকই; কিন্তু বসবাসের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়নি। বিদ্যুৎ নেই, পানিও নেই। পাঁচটি নলকূপের মধ্যে মাত্র দুটি সচল।’
প্রকল্পের বাসিন্দা আব্দুল জব্বার বলেন, ‘প্রায় তিন মাস হয়েছে এখানে আমরা উঠেছি; কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান করা হয়নি। বিদ্যুৎ নেই, পানি নেই। মাত্র দুটি স্থানে অগভীর নলকূপ বসিয়ে খাবার ও গোসলের পানির ব্যবস্থা করা হয়েছে। তারপরও আমরা কষ্ট করে থাকি। আশপাশে কাজের ব্যবস্থা না থাকায়, অনেক কষ্ট করে চলতে হচ্ছে। এভাবে আর বেশি দিন থাকা সম্ভব নয়। আমরাও এখান থেকে চলে যাব।’
মৌলভীবাজার পল্লী সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মীর গোলাম ফারুক বলেন, কালিছালি আশ্রয়ণ প্রকল্পে আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৮টি ঘরে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছিল। বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ২৭টির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এসি ল্যান্ড রইছ আল রিজুয়ান বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানরা উপকারভোগী নির্বাচনে বিলম্ব করায় ঘরগুলো খালি পড়ে রয়েছে। আশা করছি, শিগগিরই উপকারভোগীদের মধ্যে ঘর হস্তান্তর করা হবে।’
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কালিছালিতে আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের হস্তান্তর করা ৮৪টি ঘরের মধ্যে ৫৪টিতেই তালা ঝুলছে। খাবার পানির জন্য নলকূপ না থাকা, বিদ্যুৎ-সংযোগ না দেওয়া ও দুর্গম স্থানে হওয়ায় ভূমিহীনেরা সেখানে বসবাস করতে অনীহা প্রকাশ করেছেন। এ ছাড়া যাঁরা বসবাস করছেন তাঁরাও চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানা গেছে।
কালিছালি আশ্রয়ণ প্রকল্পে তিন বছরে ২৭৭টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে মাত্র ৮৪টি হস্তান্তর করা হয়েছে। এই ৮৪টি ঘরের মধ্যে মাত্র ৩০টিতে বাস করছেন উপকারভোগীরা। বাকি ৫৪টিতেই তালা ঝুলছে।
এ বিষয়ে ইউএনও সিফাত উদ্দিন বলেন, আশ্রয়ণ এলাকাটি একটু দূর হওয়ায় অনেকেই এখানে বসবাস করতে চাচ্ছেন না। এখানে আরও ১০০ পরিবারের মধ্যে খুব শিগগিরই ঘর হস্তান্তর করা হবে। লোকসমাগম একটু বেশি হলে সব সমস্যা দূর হবে।
বসবাস করা উপকারভোগীরা বলেন, ‘প্রকল্পে বিদ্যুতের তার টানা আছে, কিন্তু সংযোগ নেই। সুপেয় পানির জন্য নলকূপ নেই। চার-পাঁচ কিলোমিটার হেঁটে কাজে যেতে হয়। এখানে অনেক কষ্ট করে আমরা বসবাস করছি। কিছু ঘরে বিদ্যুৎ-সংযোগ ছিল, বকেয়া বিলের কারণে বিচ্ছিন্ন করা হয়েছে। মানুষের বসবাসের জন্য এটি সঠিক জায়গা নয় বলে তাঁরা দাবি করেন।’
চাবি ও কাগজ পাওয়ার পরও ঘরে ওঠেননি এমন কয়েকজন বলেন, ‘আমাদের ঘর দেওয়া হয়েছে ঠিকই; কিন্তু বসবাসের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়নি। বিদ্যুৎ নেই, পানিও নেই। পাঁচটি নলকূপের মধ্যে মাত্র দুটি সচল।’
প্রকল্পের বাসিন্দা আব্দুল জব্বার বলেন, ‘প্রায় তিন মাস হয়েছে এখানে আমরা উঠেছি; কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান করা হয়নি। বিদ্যুৎ নেই, পানি নেই। মাত্র দুটি স্থানে অগভীর নলকূপ বসিয়ে খাবার ও গোসলের পানির ব্যবস্থা করা হয়েছে। তারপরও আমরা কষ্ট করে থাকি। আশপাশে কাজের ব্যবস্থা না থাকায়, অনেক কষ্ট করে চলতে হচ্ছে। এভাবে আর বেশি দিন থাকা সম্ভব নয়। আমরাও এখান থেকে চলে যাব।’
মৌলভীবাজার পল্লী সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মীর গোলাম ফারুক বলেন, কালিছালি আশ্রয়ণ প্রকল্পে আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৮টি ঘরে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছিল। বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ২৭টির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এসি ল্যান্ড রইছ আল রিজুয়ান বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানরা উপকারভোগী নির্বাচনে বিলম্ব করায় ঘরগুলো খালি পড়ে রয়েছে। আশা করছি, শিগগিরই উপকারভোগীদের মধ্যে ঘর হস্তান্তর করা হবে।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে