Ajker Patrika

কার্ডের খবর জানেন না চাল তুলছে অন্যজনে

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
কার্ডের খবর জানেন না চাল তুলছে অন্যজনে

১৮ মাস আগে তাঁদের নামে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কার্ড করা হয়েছে। সেই কার্ডের বিপরীতে প্রতি মাসে ভিজিডির চাল তোলা হয়। তবে সেই কার্ড তাঁদের কাছে নেই। চালও পান না তাঁরা। এই অভিযোগ বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের অর্ধশতাধিক মানুষের। তাঁদের অভিযোগ, তাঁদের নাম দিয়ে অন্যজন চাল তুলে নিচ্ছেন। বঞ্চিত হচ্ছেন তাঁরা। এ বিষয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাজলা ইউপির চেয়ারম্যান অর্ধশতাধিক ভিজিডি কার্ড উপকারভোগীর নামে প্রতি মাসে ৩০ কেজি করে চাল উত্তোলন করেছেন। কিন্তু ভিজিডি কার্ডের বিষয়ে কিছুই জানেন না উপকারভোগীরা। তাঁদের কাছে হস্তান্তর করা হয়নি কার্ড। তাঁরা শুধু জানেন, ভিজিডি কার্ডের জন্য তাঁদের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় জনপ্রতিনিধির কাছে দিয়েছেন। উপজেলার কাজলা ইউপির টেংরাকুড়া গ্রামের কয়েকজন ভুক্তভোগী এ নিয়ে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

কাজলা ইউপির টেংরাকুড়া গ্রামের করিম খানের স্ত্রী গোলাপি বেগম জানান, কয়েক মাস আগে  ভিজিডি কার্ডের জন্য তাঁর ছবিসহ এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ও প্রয়োজনীয় কাগজপত্র চেয়ারম্যানের কাছে জমা দিয়েছিলেন। পরে তিনি জানতে পারেন, তাঁর কার্ডটি পাস হয়নি। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে শুনিচ্চি, হামাগিরে নামে প্রতি মাসে ভিজিডির চাল তোলা হচ্চে। অথচ আজও হামরা কার্ডটাও হাতে পালেম না।’

একই গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী নূরেদা বেগম বলেন, ‘হামরা গরিব মানুষ। না খায়া থাকি। আজ পর্যন্ত এক মুঠ চালও কুন্টি থাকে সাহায্য পালেম না।’

একই গ্রামের আবুল কালামের স্ত্রী স্বপ্না বেগম বলেন, ‘ভিজিডি কার্ডের জন্যে হামি ট্যাকাও দিছিলেম। আজ পর্যন্ত ট্যাকাডাও ঘুরে পাইনি। হামার নামে প্রতি মাসে ৩০ কেজি করে চাউল মারে খাইছে।’

এ বিষয়ে কাজলা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আমি তো নতুন চেয়ারম্যান। চলতি বছর জানুয়ারি মাসে যোগ দিয়েছি। এরপর চার মাসের চাল বিতরণ করেছি। এ কাজ সাবেক চেয়ারম্যান করতে পারেন।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে ভিজিডি কার্ড ইস্যু করার সত্যতা মিলেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত