হিমেল চাকমা, রাঙামাটি
বাম চোখে সম্পূর্ণ দেখেন না। ডান চোখে দেখেন ঝাপসা। দুই পা মাঝে মাঝে ফুলে যায়। টাকা নেই। ফলে ডাক্তার দেখাতে পারেন না। তবুও বাঁচার তাগিদে প্রতিবেশীদের খেতে দৈনিক মজুরিতে কাজ করতে হয় সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নের সেরা গোলরক্ষক রূপনা চাকমার মা কালাসোনা চাকমাকে।
এ কাজে দৈনিক আয় হয় ২৫০ থেকে ৩০০ টাকা। যা দিয়ে সংসার খরচ চলে তাঁর। এভাবেই চলে তাঁর জীবন।
গতকাল বুধবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলা ঘিলাছড়ি ইউনিয়নের বুইয়ো আদাম গ্রামের জরাজীর্ণ বাড়ির সামনে কথা হয় রূপনার মায়ের সঙ্গে। এ সময় কালাসোনা চাকমা বলেন, ‘খুব কষ্টে দিন পার করি। মাঝে মাঝে রূপনা হাজার দেড়েক টাকা পাঠায়। ৬ মাস পর একবার বিধবা ভাতা পাই।’
সরেজমিন দেখা যায়, বাঁশের খুঁটি আর বেড়ার ঘরটি বেশ ঝরা জীর্ণ। এ ঘরে ছেলে বউ ও দুই নাতনির নিয়ে রূপনাদের বসবাস।
রূপনার মা জানা, তিনি রাতে মাটির ওপর মেঝেতে ঘুমান। বৃষ্টি হলে বাড়িতে পানি ঢুকে যায়। ঘুমানোর অবস্থা থাকে না। রূপনা এলে বাড়িতে থাকার জায়গা হয় না। বড় ভাইয়ের বাড়িতে থাকতে হয়। রূপনার মা কালাসোনা বলেন, আমার মোট ৪ সন্তান। দুই ছেলে ও দুই মেয়ে। রূপনা সবার ছোট। রূপনা যখন আমার পেটে, তখন ওর বাবা মারা যায়। খুব অভাবের সংসার আমার। আমার কষ্টের শেষ নেই। ছেলে–মেয়েদের লেখাপড়া শেখাতে পারিনি।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমি রূপনাদের বাড়িতে গিয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেড় লাখ টাকা সহায়তা দিয়েছি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে ফোন করে রূপনাদের বাড়ি নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির উদ্যোগ নেওয়া হবে।’
বাম চোখে সম্পূর্ণ দেখেন না। ডান চোখে দেখেন ঝাপসা। দুই পা মাঝে মাঝে ফুলে যায়। টাকা নেই। ফলে ডাক্তার দেখাতে পারেন না। তবুও বাঁচার তাগিদে প্রতিবেশীদের খেতে দৈনিক মজুরিতে কাজ করতে হয় সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নের সেরা গোলরক্ষক রূপনা চাকমার মা কালাসোনা চাকমাকে।
এ কাজে দৈনিক আয় হয় ২৫০ থেকে ৩০০ টাকা। যা দিয়ে সংসার খরচ চলে তাঁর। এভাবেই চলে তাঁর জীবন।
গতকাল বুধবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলা ঘিলাছড়ি ইউনিয়নের বুইয়ো আদাম গ্রামের জরাজীর্ণ বাড়ির সামনে কথা হয় রূপনার মায়ের সঙ্গে। এ সময় কালাসোনা চাকমা বলেন, ‘খুব কষ্টে দিন পার করি। মাঝে মাঝে রূপনা হাজার দেড়েক টাকা পাঠায়। ৬ মাস পর একবার বিধবা ভাতা পাই।’
সরেজমিন দেখা যায়, বাঁশের খুঁটি আর বেড়ার ঘরটি বেশ ঝরা জীর্ণ। এ ঘরে ছেলে বউ ও দুই নাতনির নিয়ে রূপনাদের বসবাস।
রূপনার মা জানা, তিনি রাতে মাটির ওপর মেঝেতে ঘুমান। বৃষ্টি হলে বাড়িতে পানি ঢুকে যায়। ঘুমানোর অবস্থা থাকে না। রূপনা এলে বাড়িতে থাকার জায়গা হয় না। বড় ভাইয়ের বাড়িতে থাকতে হয়। রূপনার মা কালাসোনা বলেন, আমার মোট ৪ সন্তান। দুই ছেলে ও দুই মেয়ে। রূপনা সবার ছোট। রূপনা যখন আমার পেটে, তখন ওর বাবা মারা যায়। খুব অভাবের সংসার আমার। আমার কষ্টের শেষ নেই। ছেলে–মেয়েদের লেখাপড়া শেখাতে পারিনি।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমি রূপনাদের বাড়িতে গিয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেড় লাখ টাকা সহায়তা দিয়েছি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে ফোন করে রূপনাদের বাড়ি নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির উদ্যোগ নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে