তেরখাদা (খুলনা) প্রতিনিধি
পরিবেশ আইন অমান্য করে খুলনার তেরখাদা উপজেলা সদরের ব্যস্ততম কাটেংগা বাজার এলাকায় সোনা গলানোর কাজ চলছে। স্বর্ণালংকার তৈরির দোকানগুলোয় নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিড দিয়ে সোনা গলানো হয়। এ থেকে সৃষ্ট ধোঁয়া মানুষের জন্য ক্ষতিকর। তেরখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, অ্যাসিডের এই ধোঁয়া বিষাক্ত। চোখে জ্বালা করে। হৃদরোগীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। এ থেকে ফুসফুসের সমস্যা দেখা দেওয়ারও আশঙ্কা রয়েছে।
স্বর্ণ ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, উপজেলার কাটেংগা বাজারসহ বিভিন্ন বাজারে ছোট-বড় ৩০টি সোনার দোকান রয়েছে। বিপণিবিতানে কেনাকাটা করতে আসা গৃহিণী সাবিনা ইয়াসমিন জানান, কাটেংগা বাজার এলাকায় এলে ধোঁয়ায় চোখ জ্বালা করে। আরবি আক্তার নামের আরেক নারী জানান, এখানে এলে হঠাৎ ধোঁয়ায় কাশি এসে যায়।
স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন কুমার রায় বলেন, ‘আমার প্রতিষ্ঠানের অ্যাসিড ব্যবহারের লাইসেন্স আছে। অন্য কারও অ্যাসিড ব্যবহারের লাইসেন্স আছে কিনা আমার জানা নেই। আমাদের সমিতির তেমন কোনো কার্যক্রম নেই।’ কাটেংগা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্ট বলেন, ‘এ নিয়ে মানুষজনের কাছ থেকে অনেক বিরূপ মন্তব্য শুনতে হয়। এর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এর একটা ব্যবস্থা নেব।’
জানা গেছে, ২০০৪ সালের অ্যাসিড বিধি গেজেটের ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, বিনা লাইসেন্সে কোনো ধরনের অ্যাসিড ব্যবহার করতে পারবে না কেউ। কিন্তু সারা উপজেলায় সোনার দোকানগুলোয় অ্যাসিড ব্যবহারের জন্য মাত্র একটি দোকানের লাইসেন্স রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বাজারের জনবহুল স্থানে সোনা গলানোর জন্য অ্যাসিড ব্যবহার করা যাবে না। অ্যাসিডের ধোঁয়া পরিবেশের ক্ষতিকর। যারা এ ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ আইন অমান্য করে খুলনার তেরখাদা উপজেলা সদরের ব্যস্ততম কাটেংগা বাজার এলাকায় সোনা গলানোর কাজ চলছে। স্বর্ণালংকার তৈরির দোকানগুলোয় নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিড দিয়ে সোনা গলানো হয়। এ থেকে সৃষ্ট ধোঁয়া মানুষের জন্য ক্ষতিকর। তেরখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, অ্যাসিডের এই ধোঁয়া বিষাক্ত। চোখে জ্বালা করে। হৃদরোগীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। এ থেকে ফুসফুসের সমস্যা দেখা দেওয়ারও আশঙ্কা রয়েছে।
স্বর্ণ ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, উপজেলার কাটেংগা বাজারসহ বিভিন্ন বাজারে ছোট-বড় ৩০টি সোনার দোকান রয়েছে। বিপণিবিতানে কেনাকাটা করতে আসা গৃহিণী সাবিনা ইয়াসমিন জানান, কাটেংগা বাজার এলাকায় এলে ধোঁয়ায় চোখ জ্বালা করে। আরবি আক্তার নামের আরেক নারী জানান, এখানে এলে হঠাৎ ধোঁয়ায় কাশি এসে যায়।
স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন কুমার রায় বলেন, ‘আমার প্রতিষ্ঠানের অ্যাসিড ব্যবহারের লাইসেন্স আছে। অন্য কারও অ্যাসিড ব্যবহারের লাইসেন্স আছে কিনা আমার জানা নেই। আমাদের সমিতির তেমন কোনো কার্যক্রম নেই।’ কাটেংগা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্ট বলেন, ‘এ নিয়ে মানুষজনের কাছ থেকে অনেক বিরূপ মন্তব্য শুনতে হয়। এর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এর একটা ব্যবস্থা নেব।’
জানা গেছে, ২০০৪ সালের অ্যাসিড বিধি গেজেটের ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, বিনা লাইসেন্সে কোনো ধরনের অ্যাসিড ব্যবহার করতে পারবে না কেউ। কিন্তু সারা উপজেলায় সোনার দোকানগুলোয় অ্যাসিড ব্যবহারের জন্য মাত্র একটি দোকানের লাইসেন্স রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বাজারের জনবহুল স্থানে সোনা গলানোর জন্য অ্যাসিড ব্যবহার করা যাবে না। অ্যাসিডের ধোঁয়া পরিবেশের ক্ষতিকর। যারা এ ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে