দুঃসময় ভুলতে ‘গডফাদার’ আনছেন রোনালদোরা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০৭: ৪১
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১০: ৪৪

ইউরোপিয়ান ফুটবলে লম্বা সময় দাপট দেখাচ্ছেন জার্মান কোচরা। জার্মানির বাইরে ইংল্যান্ড-ফ্রান্সসহ অন্যান্য লিগেও এখন চলছে জার্মান কোচদের শাসন। দাপুটে সেই সব কোচের তালিকায় ওপরের দিকে আছেন ইয়ুর্গেন ক্লপ, টমাস টুখেল ও ইউলিয়ান নাগেলসমানরা। প্রথম দুজন কোচ হিসেবে ইতিমধ্যে সাফল্যের চূড়া ছুঁয়েছেন। মজার ব্যাপার হচ্ছে, এই তিন কোচেরই শিকড় কিন্তু এক জায়গায়। তিনজনেরই আদর্শ একজন—রালফ রাংনিক।

ইংল্যান্ডে দুই শিষ্য ক্লপ ও টুখেলের সাফল্য দেখেই হয়তো ভাগ্য বদলাতে এবার খোদ তাঁদের গুরুকেই আনতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, ছয় মাসের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রাংনিককে চাইছে রেড ডেভিলরা। এখানেই শেষ নয়। আগামী দুই বছর তাঁকে পরামর্শক হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোদের সঙ্গে রাখতে চাইছে ম্যানইউ।

আধুনিক ফুটবলে নতুন বিপ্লব আনার অন্যতম কান্ডারি বিবেচনা করা হয় রাংনিককে। প্রেসিং ও আক্রমণাত্মক ফুটবলের পসরা নিয়ে ক্লপ-টুখেলদের যে রাজত্ব, তা মূলত রাংনিকের মস্তিষ্ক-প্রসূত। এ কারণে তাঁকে ডাকা হয় গেগেনপ্রেসিংয়ের গডফাদার বলে! যে গেগেনপ্রেসিংয়ের সর্বোচ্চ ও সফলতম ব্যবহারে ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছেন ক্লপ।

রাংনিক পরিচিত ‘দ্য প্রফেসর’ হিসেবেও। তাঁর উত্থানপর্বের শুরুটা হয় ১৯৯৯ সালে স্টুটগার্টের মূল দলের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে। নিজের ক্যারিয়ারে খুব বড় কোনো ক্লাবে অবশ্য কোচিং করাননি। ক্লপ-টুখেলদের মতো ক্যাবিনেটভর্তি শিরোপাও নেই। তবে নিজের ক্যারিয়ারে ফুটবল কোচিংয়ের নতুন দর্শন তৈরির কাজটা সফলভাবেই করেছেন তিনি। যেটা আরও অনেককে অনুপ্রাণিত করেছে সেই দর্শনকে গ্রহণ করতে। এবার সেই দর্শনকে ম্যানইউর মতো বড় ক্লাবে প্রয়োগের সুযোগও পাচ্ছেন তিনি। যেখানে শিষ্য হিসেবে পেতে যাচ্ছেন ফুটবলের অন্যতম মহাতারকা রোনালদোকে। আর প্রতিপক্ষকে হিসেবে পাচ্ছেন ক্লপ-টুখেলের মতো চেনা মুখদের। ক্লপদের কাজের ধরনও রাংনিকের ভালো জানা আছে। প্রিমিয়ার লিগে ম্যানইউ এবার লড়াইটা জমিয়ে তুলতে পারবে বলেই বিশ্বাস সমর্থকদের।

এদিকে, প্রিমিয়ার লিগে আজ রাতে মাঠে নামছে আর্সেনাল ও লিভারপুল। ঘরের মাঠ এমিরেটসে গানারদের প্রতিপক্ষ নিউক্যাসল। আর অ্যানফিল্ডে লিভারপুল খেলবে সাউদাম্পটনের বিপক্ষে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত