নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় রেকর্ড ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এত বেশিসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও আসনস্বল্পতার কারণে কাঙ্ক্ষিত ভালো মানের কলেজে ভর্তি হতে পারবে না সবাই।
গতবার একাদশ শ্রেণিতে সারা দেশে মোট আসনসংখ্যা ছিল ২২ লাখের বেশি। এবার সেই আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ৪০ হাজার ২৪৯টিতে। এর বিপরীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী। সে হিসাবে এ বছর পাস করা সব শিক্ষার্থী একাদশে ভর্তি হলেও প্রায় ৩ লাখের বেশি আসন খালি থাকবে। বরাবরের মতোই পাস করা শিক্ষার্থীরা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকই ভর্তি হতে পারবে। তবে অনিশ্চয়তা কেবল নামীদামি কলেজে ভর্তি নিয়ে।
শিক্ষা-সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশে ভালো মানের নামীদামি কলেজ আছে প্রায় ৫০০টি। কলেজগুলোয় সব মিলিয়ে আসনসংখ্যা ১ লাখের বেশি নয়। সে হিসাবে জিপিএ-৫ পেয়েও প্রায় ৮০ হাজার শিক্ষার্থী ভালো কলেজে ভর্তি হতে পারবে না।
এ গেল কেবল যারা জিপিএ-৫ পেয়েছে তাদের কথা। এর বাইরে এবার প্রায় ২৮ শতাংশ শিক্ষার্থীর ফল জিপিএ-৪ থেকে জিপিএ-৫-এর মধ্যে অবস্থান করছে, যার সংখ্যা ৬ লাখের বেশি। যেহেতু শুধু ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তির কাজটি হচ্ছে, সে হিসাবে আশানুরূপ প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নিয়ে তারা দুশ্চিন্তায় থাকবে।
ঢাকায় ভালো মানের কলেজের সংখ্যা ২০টির মতো। এসব কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২০ হাজারের মতো। তবে কলেজগুলোর কয়েকটিতে স্কুলের শাখা রয়েছে। সেই কলেজগুলোর ভর্তিতে তাদের স্কুল শাখার শিক্ষার্থীরাই অগ্রাধিকার পাবে। এর বাইরে ঢাকা কলেজ, নটর ডেম কলেজ, ঢাকা কমার্স কলেজ, সিটি কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভালো ফলাফল করা শিক্ষার্থীরা ভর্তি হতে ভিড় জমাবে। এ ছাড়া বিভাগীয় শহর এবং কিছু জেলা শহরে নামীদামি কিছু
কলেজ আছে, সেখানেও ভালো ফলাফলধারীদের ভর্তি প্রতিযোগিতায় নামতে হবে।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মোহাম্মদ তুহিন নামের এক শিক্ষার্থী বলে, ‘ঢাকার প্রথম সারির কলেজে পড়াশোনার ইচ্ছে অনেক আগ থেকেই। কিন্তু এইবার অনেকেই জিপিএ-৫ পেয়েছে। তারাও চাইবে ঢাকার ভালো কলেজে ভর্তি হতে। সে হিসেবে এত ভালো ফলাফল করেও ভালো কলেজে ভর্তি হতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে একাদশে ভর্তির আবেদন। ৮ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়ে ১৫ জানুয়ারি শেষ হবে। এরপর যাচাই এবং নির্বাচন প্রক্রিয়া শেষে ফেব্রুয়ারির ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। এরপর ২ মার্চ শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ভালো মানের কলেজে ভর্তি হতে তো সবাই চাইবে কিন্তু কাঙ্ক্ষিত কলেজে সবাই চাইলেই ভর্তি হতে পারবে না। প্রতিবারই স্বাভাবিকভাবেই এ বিষয়টি ঘটে। তবে এইবার জিপিএ-৫সহ ভালো ফলাফল হওয়ায় চাপ একটু বেশি থাকবে বলে তিনি জানান।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় রেকর্ড ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এত বেশিসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও আসনস্বল্পতার কারণে কাঙ্ক্ষিত ভালো মানের কলেজে ভর্তি হতে পারবে না সবাই।
গতবার একাদশ শ্রেণিতে সারা দেশে মোট আসনসংখ্যা ছিল ২২ লাখের বেশি। এবার সেই আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ৪০ হাজার ২৪৯টিতে। এর বিপরীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী। সে হিসাবে এ বছর পাস করা সব শিক্ষার্থী একাদশে ভর্তি হলেও প্রায় ৩ লাখের বেশি আসন খালি থাকবে। বরাবরের মতোই পাস করা শিক্ষার্থীরা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকই ভর্তি হতে পারবে। তবে অনিশ্চয়তা কেবল নামীদামি কলেজে ভর্তি নিয়ে।
শিক্ষা-সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশে ভালো মানের নামীদামি কলেজ আছে প্রায় ৫০০টি। কলেজগুলোয় সব মিলিয়ে আসনসংখ্যা ১ লাখের বেশি নয়। সে হিসাবে জিপিএ-৫ পেয়েও প্রায় ৮০ হাজার শিক্ষার্থী ভালো কলেজে ভর্তি হতে পারবে না।
এ গেল কেবল যারা জিপিএ-৫ পেয়েছে তাদের কথা। এর বাইরে এবার প্রায় ২৮ শতাংশ শিক্ষার্থীর ফল জিপিএ-৪ থেকে জিপিএ-৫-এর মধ্যে অবস্থান করছে, যার সংখ্যা ৬ লাখের বেশি। যেহেতু শুধু ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তির কাজটি হচ্ছে, সে হিসাবে আশানুরূপ প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নিয়ে তারা দুশ্চিন্তায় থাকবে।
ঢাকায় ভালো মানের কলেজের সংখ্যা ২০টির মতো। এসব কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২০ হাজারের মতো। তবে কলেজগুলোর কয়েকটিতে স্কুলের শাখা রয়েছে। সেই কলেজগুলোর ভর্তিতে তাদের স্কুল শাখার শিক্ষার্থীরাই অগ্রাধিকার পাবে। এর বাইরে ঢাকা কলেজ, নটর ডেম কলেজ, ঢাকা কমার্স কলেজ, সিটি কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভালো ফলাফল করা শিক্ষার্থীরা ভর্তি হতে ভিড় জমাবে। এ ছাড়া বিভাগীয় শহর এবং কিছু জেলা শহরে নামীদামি কিছু
কলেজ আছে, সেখানেও ভালো ফলাফলধারীদের ভর্তি প্রতিযোগিতায় নামতে হবে।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মোহাম্মদ তুহিন নামের এক শিক্ষার্থী বলে, ‘ঢাকার প্রথম সারির কলেজে পড়াশোনার ইচ্ছে অনেক আগ থেকেই। কিন্তু এইবার অনেকেই জিপিএ-৫ পেয়েছে। তারাও চাইবে ঢাকার ভালো কলেজে ভর্তি হতে। সে হিসেবে এত ভালো ফলাফল করেও ভালো কলেজে ভর্তি হতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে একাদশে ভর্তির আবেদন। ৮ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়ে ১৫ জানুয়ারি শেষ হবে। এরপর যাচাই এবং নির্বাচন প্রক্রিয়া শেষে ফেব্রুয়ারির ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। এরপর ২ মার্চ শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ভালো মানের কলেজে ভর্তি হতে তো সবাই চাইবে কিন্তু কাঙ্ক্ষিত কলেজে সবাই চাইলেই ভর্তি হতে পারবে না। প্রতিবারই স্বাভাবিকভাবেই এ বিষয়টি ঘটে। তবে এইবার জিপিএ-৫সহ ভালো ফলাফল হওয়ায় চাপ একটু বেশি থাকবে বলে তিনি জানান।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে