Ajker Patrika

বৃষ্টি হলেই জলাবদ্ধতা পথচারীদের দুর্ভোগ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
বৃষ্টি হলেই জলাবদ্ধতা পথচারীদের দুর্ভোগ

রাজশাহীর দুর্গাপুর পৌর শহরের বাজার এলাকার প্রধান সড়কের বিভিন্ন অংশ সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। এতে দুর্ভোগ বাড়ে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা বলছেন, বাজারের প্রধান সড়কের বিভিন্ন অংশে রয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই এসব অংশে পানি আটকে থাকে। এ ছাড়া সড়কের বেশ কিছু অংশ নালার চেয়ে ঢালু। তাই আটকে থাকা পানি নালার মাধ্যমে দ্রুত নিষ্কাশিত হয় না।

গত রোববার দুপুরে পৌর শহরের মেডিকেল মোড়ে দেখা গেছে জলাবদ্ধতা। হাঁটুপানিতে চলাচল করছেন যানবাহন ও পথচারীরা। এই মোড় থেকে তিন দিকে বয়ে গেছে সড়ক। বাজারের প্রধান সড়কের পাশে রয়েছে থানা, উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স ও ৮-১০টি শিক্ষাপ্রতিষ্ঠান।

সড়কের পাশের ওষুধ ব্যবসায়ী মালিক কাওছার হোসেন বলেন, অনেকবার বলা হলেও এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। পাশে নালা থাকলেও সড়ক নিচু। তাই পানি নালায় যায় না। কবে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে জানা নেই।

পৌর এলাকার দেবীপুর গ্রামের ভ্যানগাড়িচালক সালাউদ্দিন বলেন, গর্তের কারণে সড়কে হাঁটুপানি জমে থাকে। পানির কারণে বোঝা যায় না গর্ত আছে কি না। অনেক সময় দুর্ঘটনা ঘটে। তা ছাড়া পাশের নালা দিয়ে পানি নামে না।

রাসেল আহমেদ নামের আরেকজন বলেন, জলাবদ্ধতার কারণে পুরো পৌরসভার বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়। কয়েক বছর ধরে এ সমস্যা চলছে। এ বিষয়ে দুর্গাপুর পৌরসভার মেয়রের দায়িত্বে থাকা একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, পৌর শহরের বাসিন্দা ও পথচারীদের দুর্ভোগ কমাতে ইট ফেলে সড়কের গর্তগুলো ভরাটের পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া এসব গর্তে জমে থাকা পানি কীভাবে দ্রুত অপসারণ করা যায়, এ নিয়ে পৌরসভার প্রকৌশলীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত