রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নির্ধারিত সময়ের বাইরেও ভারী ট্রাক চলাচল করছে। ক্যাম্পাসের ভেতরে ট্রাকচাপায় শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহত হওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ভারী ট্রাক ক্যাম্পাসে চলবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কিছুদিন না যেতেই দিনের বেলা ক্যাম্পাসে চলাচল করছে ভারী ট্রাক। এই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
শিক্ষার্থীরা বলছেন, হিমেল ইস্যুতে প্রশাসন যে আশ্বাস দিয়েছিল, তা মানা হচ্ছে না। এর সূত্রপাত হয়েছে ট্রাক চলাচলের মাধ্যমে। তাৎক্ষণিকভাবে ওই পরিস্থিতি সামাল দিতে উপাচার্যের দেওয়া আশ্বাসকে ‘ফাঁকা বুলি’ বলে মনে করছেন তাঁরা।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহত হন। ঘটনার পরপরই আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময় শিক্ষার্থীদের করা কয়েকটি দাবির মধ্যে অন্যতম ছিল ক্যাম্পাসে ভারী ট্রাক প্রবেশ বন্ধ করা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তবে আশ্বাসের ১৫ দিন না যেতেই বিকেলে ও সন্ধ্যায় ক্যাম্পাসে ট্রাক প্রবেশ শুরু হয়। তবে দুর্ঘটনার পূর্বে নিরাপত্তাকর্মী ছাড়াই ট্রাকগুলো প্রবেশ করত। এখন বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সাবধান করা হচ্ছে ট্রাকের আগে আগে। তবে সব সময় নিরাপত্তাকর্মীরা থাকেন না।
নির্ধারিত সময়ের বাইরে ক্যাম্পাসে ভারী ট্রাক ঢোকানোকে ‘আশ্বাস ভঙ্গের সূত্রপাত’ মনে করেন হিমেলের সহপাঠী মিঠুন চন্দ্র মহন্ত। তিনি বলেন, ‘আন্দোলনের মুখে উপাচার্য আমাদের সব দাবি মেনে নিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে দাবিগুলো বাস্তবায়নের কোনো পদক্ষেপ দেখছি না। প্রথম দেখলাম দিনের বেলায় ট্রাক প্রবেশ করছে। যেটি হচ্ছে আশ্বাস ভঙ্গের সূত্রপাত। এ ছাড়া হিমেলের পরিবারকে আর্থিক সহযোগিতার যে আশ্বাস দিয়েছিলেন, সেটিরও কোনো আপডেট আমাদের জানানো হয়নি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, উপাচার্যের আশ্বাস অনেকটা ফাঁকা বুলি ছিল।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রকৌশলী খন্দকার শারিয়ারকে একাধিকবার মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘চিফ ইঞ্জিনিয়ার, প্রক্টর—সবাইকে কঠোরভাবে বলা আছে, যাতে দিনের বেলায় ট্রাক ক্যাম্পাসে প্রবেশ না করে। বিষয়টি কেবল আপনার মাধ্যমে শুনলাম। ট্রাক যাতে না চলে, সেই ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নির্ধারিত সময়ের বাইরেও ভারী ট্রাক চলাচল করছে। ক্যাম্পাসের ভেতরে ট্রাকচাপায় শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহত হওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ভারী ট্রাক ক্যাম্পাসে চলবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কিছুদিন না যেতেই দিনের বেলা ক্যাম্পাসে চলাচল করছে ভারী ট্রাক। এই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
শিক্ষার্থীরা বলছেন, হিমেল ইস্যুতে প্রশাসন যে আশ্বাস দিয়েছিল, তা মানা হচ্ছে না। এর সূত্রপাত হয়েছে ট্রাক চলাচলের মাধ্যমে। তাৎক্ষণিকভাবে ওই পরিস্থিতি সামাল দিতে উপাচার্যের দেওয়া আশ্বাসকে ‘ফাঁকা বুলি’ বলে মনে করছেন তাঁরা।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহত হন। ঘটনার পরপরই আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময় শিক্ষার্থীদের করা কয়েকটি দাবির মধ্যে অন্যতম ছিল ক্যাম্পাসে ভারী ট্রাক প্রবেশ বন্ধ করা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তবে আশ্বাসের ১৫ দিন না যেতেই বিকেলে ও সন্ধ্যায় ক্যাম্পাসে ট্রাক প্রবেশ শুরু হয়। তবে দুর্ঘটনার পূর্বে নিরাপত্তাকর্মী ছাড়াই ট্রাকগুলো প্রবেশ করত। এখন বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সাবধান করা হচ্ছে ট্রাকের আগে আগে। তবে সব সময় নিরাপত্তাকর্মীরা থাকেন না।
নির্ধারিত সময়ের বাইরে ক্যাম্পাসে ভারী ট্রাক ঢোকানোকে ‘আশ্বাস ভঙ্গের সূত্রপাত’ মনে করেন হিমেলের সহপাঠী মিঠুন চন্দ্র মহন্ত। তিনি বলেন, ‘আন্দোলনের মুখে উপাচার্য আমাদের সব দাবি মেনে নিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে দাবিগুলো বাস্তবায়নের কোনো পদক্ষেপ দেখছি না। প্রথম দেখলাম দিনের বেলায় ট্রাক প্রবেশ করছে। যেটি হচ্ছে আশ্বাস ভঙ্গের সূত্রপাত। এ ছাড়া হিমেলের পরিবারকে আর্থিক সহযোগিতার যে আশ্বাস দিয়েছিলেন, সেটিরও কোনো আপডেট আমাদের জানানো হয়নি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, উপাচার্যের আশ্বাস অনেকটা ফাঁকা বুলি ছিল।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রকৌশলী খন্দকার শারিয়ারকে একাধিকবার মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘চিফ ইঞ্জিনিয়ার, প্রক্টর—সবাইকে কঠোরভাবে বলা আছে, যাতে দিনের বেলায় ট্রাক ক্যাম্পাসে প্রবেশ না করে। বিষয়টি কেবল আপনার মাধ্যমে শুনলাম। ট্রাক যাতে না চলে, সেই ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে