কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতি, আমলা-প্রশাসন ও সাংবাদিকতা থেকে দেশ ও জাতি উপকৃত হয় না। তিনি অভিযোগ করেন, ‘তিন ভাগনেকে ইউপি নির্বাচনে জেতানোর জন্য ওবায়দুল কাদের প্রশাসনকে দিয়ে ভোট ডাকাতি করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন। তাঁর এসব আচরণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ও এখানকার জনগণ তাঁকে (ওবায়দুল কাদের) লাল-কার্ড দেখাব।’
মেয়র আবদুল কাদের মির্জা গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর অনুসারীদের আয়োজনে সদ্য নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা ও পরাজিত প্রার্থীদের সান্ত্বনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি দুর্নীতিবাজ ইউএনও, ওসি, নির্বাচনী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টাকা খেয়ে তাঁর সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের হারিয়ে দিয়েছেন বলে দাবি করেন। তিনি বলেন, জনগণ তাঁদের পরাজিত করেনি। করেছে সেতুমন্ত্রী ও প্রশাসন।
কাদের মির্জা বলেন, সেতুমন্ত্রীর এলাকায় ইউএনও-ওসি দুজন মিলে লুটেরা প্রশাসনসহ লুটেপুটে খেয়ে জনগণকে সেবার পরিবর্তে জনদুর্ভোগ বাড়াচ্ছে।
ওসিকে উদ্দেশ করে মেয়র কাদের মির্জা বলেন, ‘তোর মন্ত্রী ওবায়দুল কাদের আমার কিছুই করতে পারবে না। মানুষকে ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস, প্রতি পরিবারে চাকরি দেবে বলে কিছুই দেয়নি। এর পরিবর্তে ঘরে ঘরে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতা-কর্মীকে আসামি করে অনেককে জেলে পুরে রেখেছে। বিগত সংসদ নির্বাচনে জনগণের ভোট নিয়ে পালিয়ে গেছেন। আর এলাকায় আসেনি। আগামী নির্বাচনে তিনি (ওবায়দুল কাদের) কোন মুখে জনগণের কাছে ভোট চাইবেন? সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে প্রশাসন মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে আমার প্রার্থীদের পরাজিত করেছে। ভাগনেকে জেতাতে না পেরে ওবায়দুল কাদের স্বাধীনতাবিরোধী জামায়াত প্রার্থীকে চরপার্বতীর চেয়ারম্যান বানিয়েছেন। এ লজ্জা রাখব কোথায়! ওবায়দুল কাদের তাঁর তিন ভাগনেকে নির্বাচনে জেতানোর জন্য দলের জাতীয় প্রতীক নৌকাকে নির্বাসনে পাঠিয়েছেন।’
এ সময় মেয়র আরও বলেন, মন্ত্রী ওবায়দুল কাদের এবং অযোগ্য উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিনের অনুপস্থিতিতে প্রশাসন সীমাহীন দুর্নীতিতে লিপ্ত রয়েছে। টাকা না দিলে উপজেলা পরিষদে গিয়ে ও পুলিশের কাছ থেকে কোনো সেবা পাওয়া যায় না।
এ সময় কাদের মির্জা গণমাধ্যমের তীব্র সমালোচনা করে বলেন, ‘সাংবাদিকেরা সত্য কথা লিখে না। শুধু আমার বিরুদ্ধে কিছু পেলেই তা লিখে।’
কাদের মির্জার অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে যুবলীগ নেতা শওকত আজিম জাবেদের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য দেন নবনির্বাচিত মুছাপুর ইউপি চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আইয়ুব আলী, চরহাজারী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ, সিরাজপুর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী ফখরুল সবুজ, হাসান ইমাম বাদল, সাবেক কাউন্সিলর আবুল খায়ের, মহিলা আওয়ামী লীগের নেত্রী পারভীন মুরাদ প্রমুখ।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতি, আমলা-প্রশাসন ও সাংবাদিকতা থেকে দেশ ও জাতি উপকৃত হয় না। তিনি অভিযোগ করেন, ‘তিন ভাগনেকে ইউপি নির্বাচনে জেতানোর জন্য ওবায়দুল কাদের প্রশাসনকে দিয়ে ভোট ডাকাতি করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন। তাঁর এসব আচরণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ও এখানকার জনগণ তাঁকে (ওবায়দুল কাদের) লাল-কার্ড দেখাব।’
মেয়র আবদুল কাদের মির্জা গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর অনুসারীদের আয়োজনে সদ্য নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা ও পরাজিত প্রার্থীদের সান্ত্বনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি দুর্নীতিবাজ ইউএনও, ওসি, নির্বাচনী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টাকা খেয়ে তাঁর সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের হারিয়ে দিয়েছেন বলে দাবি করেন। তিনি বলেন, জনগণ তাঁদের পরাজিত করেনি। করেছে সেতুমন্ত্রী ও প্রশাসন।
কাদের মির্জা বলেন, সেতুমন্ত্রীর এলাকায় ইউএনও-ওসি দুজন মিলে লুটেরা প্রশাসনসহ লুটেপুটে খেয়ে জনগণকে সেবার পরিবর্তে জনদুর্ভোগ বাড়াচ্ছে।
ওসিকে উদ্দেশ করে মেয়র কাদের মির্জা বলেন, ‘তোর মন্ত্রী ওবায়দুল কাদের আমার কিছুই করতে পারবে না। মানুষকে ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস, প্রতি পরিবারে চাকরি দেবে বলে কিছুই দেয়নি। এর পরিবর্তে ঘরে ঘরে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতা-কর্মীকে আসামি করে অনেককে জেলে পুরে রেখেছে। বিগত সংসদ নির্বাচনে জনগণের ভোট নিয়ে পালিয়ে গেছেন। আর এলাকায় আসেনি। আগামী নির্বাচনে তিনি (ওবায়দুল কাদের) কোন মুখে জনগণের কাছে ভোট চাইবেন? সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে প্রশাসন মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে আমার প্রার্থীদের পরাজিত করেছে। ভাগনেকে জেতাতে না পেরে ওবায়দুল কাদের স্বাধীনতাবিরোধী জামায়াত প্রার্থীকে চরপার্বতীর চেয়ারম্যান বানিয়েছেন। এ লজ্জা রাখব কোথায়! ওবায়দুল কাদের তাঁর তিন ভাগনেকে নির্বাচনে জেতানোর জন্য দলের জাতীয় প্রতীক নৌকাকে নির্বাসনে পাঠিয়েছেন।’
এ সময় মেয়র আরও বলেন, মন্ত্রী ওবায়দুল কাদের এবং অযোগ্য উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিনের অনুপস্থিতিতে প্রশাসন সীমাহীন দুর্নীতিতে লিপ্ত রয়েছে। টাকা না দিলে উপজেলা পরিষদে গিয়ে ও পুলিশের কাছ থেকে কোনো সেবা পাওয়া যায় না।
এ সময় কাদের মির্জা গণমাধ্যমের তীব্র সমালোচনা করে বলেন, ‘সাংবাদিকেরা সত্য কথা লিখে না। শুধু আমার বিরুদ্ধে কিছু পেলেই তা লিখে।’
কাদের মির্জার অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে যুবলীগ নেতা শওকত আজিম জাবেদের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য দেন নবনির্বাচিত মুছাপুর ইউপি চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আইয়ুব আলী, চরহাজারী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ, সিরাজপুর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী ফখরুল সবুজ, হাসান ইমাম বাদল, সাবেক কাউন্সিলর আবুল খায়ের, মহিলা আওয়ামী লীগের নেত্রী পারভীন মুরাদ প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে