আজকের পত্রিকা ডেস্ক
নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সশস্ত্র সালাম, কেক কাটা, শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শন ও আলোচনা সভা নানা কর্মসূচি পালিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, ছানোয়ার হোসেন ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
এদিকে দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। এ সময় সহউপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর একটি শোভাযাত্রা বের হয়।
ধনবাড়ী: এ উপলক্ষে ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ সুলতানা প্রমুখ।
সখীপুর: সখীপুরে দিবসটি উপলক্ষে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার কোকিলা পাবর স্মৃতিসৌধ চত্বর থেকে শুরু হয়ে আমতৈল এলাকা (১০ কিলোমিটার) ঘুরে একই জায়গায় এসে এ ম্যারাথন শেষ হয়। এতে দেশের দুই শতাধিক দৌড়বিদ অংশ নেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, ইউএনও ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভূঞাপুর: ভূঞাপুরে গতকাল দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও মোছা. ইশরাত জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নাগরপুর: নাগরপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ইউএনও ওয়াহিদুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
কালিহাতী: এ উপলক্ষে গতকাল পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ‘বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চিত্রাঙ্কন, রচনা, দেশাত্মবোধক গান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মো. নাজমুল হুসেইন, সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জাপুর: মির্জাপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিকসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদের সামনে মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংসদ খান আহমেদ শুভ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন। পরে জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সাত দিনব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন করেন সাংসদ খান আহমেদ শুভ।
বাসাইল: গতকাল সকালে দিবসটি উপলক্ষে বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোহেরুল ইসলাম, ইউএনও নাহিদা পারভিন প্রমুখ।
মধুপুর: দিবসটি উপলক্ষে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান কমান্ডার, প্রমুখ উপস্থিত ছিলেন।
নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সশস্ত্র সালাম, কেক কাটা, শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শন ও আলোচনা সভা নানা কর্মসূচি পালিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, ছানোয়ার হোসেন ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
এদিকে দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। এ সময় সহউপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর একটি শোভাযাত্রা বের হয়।
ধনবাড়ী: এ উপলক্ষে ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ সুলতানা প্রমুখ।
সখীপুর: সখীপুরে দিবসটি উপলক্ষে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার কোকিলা পাবর স্মৃতিসৌধ চত্বর থেকে শুরু হয়ে আমতৈল এলাকা (১০ কিলোমিটার) ঘুরে একই জায়গায় এসে এ ম্যারাথন শেষ হয়। এতে দেশের দুই শতাধিক দৌড়বিদ অংশ নেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, ইউএনও ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভূঞাপুর: ভূঞাপুরে গতকাল দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও মোছা. ইশরাত জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নাগরপুর: নাগরপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ইউএনও ওয়াহিদুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
কালিহাতী: এ উপলক্ষে গতকাল পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ‘বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চিত্রাঙ্কন, রচনা, দেশাত্মবোধক গান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মো. নাজমুল হুসেইন, সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জাপুর: মির্জাপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিকসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদের সামনে মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংসদ খান আহমেদ শুভ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন। পরে জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সাত দিনব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন করেন সাংসদ খান আহমেদ শুভ।
বাসাইল: গতকাল সকালে দিবসটি উপলক্ষে বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোহেরুল ইসলাম, ইউএনও নাহিদা পারভিন প্রমুখ।
মধুপুর: দিবসটি উপলক্ষে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান কমান্ডার, প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে