শিক্ষা অফিসের ছাদে দৃষ্টিনন্দন বাগান

কাজল সরকার, হবিগঞ্জ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ০৮: ৪৭
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৪: ৩৬

ভবনের ছাদের দৈর্ঘ্য ২ হাজার বর্গফুট। সেখানে ফুল, ফল আর ঔষধি গাছের বাগান গড়ে তুলেছেন এক শিক্ষা কর্মকর্তা। অবাক করা ব্যাপার এখানে ১২০ প্রজাতির ৩০০ গাছের চারা লাগিয়েছেন তিনি। টবে লাগানো সারি সারি এসব গাছ দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনি ছাদের বাতাসেও যেন এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে দেয়।

এ চিত্র দেখা মেলে হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকার জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ছাদে। প্রকৃতিকে ভালোবেসে গত ৩ বছর ধরে ধীরে ধীরে এই বাগান গড়ে তুলেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।

তিনি জানান, ২০১৯ সালের ৯ এপ্রিল হবিগঞ্জে যোগদান করেন। ওই বছরই জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় বিভাগীয় কমিশনার সকল দপ্তরের কর্মকর্তাদের ছাদ বাগান করার নির্দেশনা দেন। এরপর তিনি তিন তলা ভবনে ছাদে বাগানটি গড়ে তোলেন।

প্রথম দিকে মাল্টা, কমলা ও আমের চারা দিয়ে বাগান শুরু করেন। বছর শেষে বাগান থেকে মিষ্টি ও সুস্বাদু মাল্টা এবং আম পাওয়া যায়। পর্যায়ক্রমে তিনি কামরাঙা, ডালিম, সফেদা, লেবু, জলপাই, পেয়ারা, বরই, আমড়া, মিষ্টি আলু, বরবটি, পেঁপে, ঝিঙে, করলা, ডাটাসহ বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও সবজির গাছ লাগান।

পরবর্তীতে সেখানে নিমগাছ, বনজুঁই, তুলসী, চিরতা, থানকুনি, পাথরকুচি, কালো কেশী, বাসক, অর্জুন, জবা, বেলি, তেজপাতাসহ বিভিন্ন জাতের ওষধি গাছও রয়েছে। বর্তমানে তার বাগানে ১২০ প্রজাতির ৩০০ গাছ রয়েছে।

রুহুল্লাহ বলেন, ‘বাগানের পরিচর্যা আমি নিজেই করি। এই ছাদ বাগান দেখতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আসেন।’ এ ছাদ পরিদর্শনে আগতদের স্কুল, কলেজ ও বাসার ছাদে এমন বাগান গড়ে তোলার অনুরোধ জানান এ কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত