স্থলবন্দরে চুরি থামছেই না

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ০৫: ৫১
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ০০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আমদানি করা মালামালের চুরি থামছেই না। কয়েক দিন ধরে চুরির প্রবণতা বেড়ে গেছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

এদিকে মালামাল চুরির প্রতিবাদে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্দরের বের হওয়ার ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে ব্যবসায়ীরা। চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন বন্দরের বেসরকারি নিরাপত্তারক্ষী প্রধান।

জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দরের কে. এস সিন্ডিকেট প্রাইভেট লিমিটেডের পণ্যবাহী ট্রাক থেকে দুই বস্তা ভুট্টা নিয়ে যান স্থানীয় অজ্ঞাত ২ থেকে ৩ ব্যক্তি। এ সময় বন্দরের নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষী কয়েকজন সদস্য তাঁদের আটকাতে গেলে অজ্ঞাত ২০ থেকে ২৫ জন নিরাপত্তারক্ষীদের ঘেরাও করে ফলে। চুরি হয়ে যাওয়া পণ্য উদ্ধার ও জড়িতদের আটকাতে যায়নি।

পণ্য চুরির প্রতিবাদে আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, গাড়ি চালকসহ সংশ্লিষ্টরা ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত স্থলবন্দরের বের হওয়ার ফটকে বাংলাদেশি ট্রাক রেখে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমীন চুরির ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ ঘটনায় ওই দিন রাতেই বুড়িমারী স্থলবন্দরের বেসরকারি নিরাপত্তারক্ষী প্রধান মজিবুল ইসলাম বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি অভিযোগ দেন।

ব্যবসায়ীদের অভিযোগ, ‘বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বন্দর জুড়ে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। প্রায় পণ্য চুরি হচ্ছে আমদানি করা মালামাল। এতে আমদানিকারক ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও চুরি ঠেকানো না গেলে এ বন্দর দিয়ে ব্যবসায় আগ্রহ হারাবে আমদানি-রপ্তানিকারকেরা।

বুড়িমারী স্থলবন্দরের কে. এস সিন্ডিকেট প্রাইভেট লিমিটেডের পরিচালক মুহা. আসাদুজ্জামান বলেন, ‘এ বন্দরে প্রত্যেক ব্যবসায়ীর মালামাল অহরহ চুরি হচ্ছে। আমার গাড়ির ছেলেকে মারধর করে মাল নিয়ে যায়।’

বুড়িমারী স্থলবন্দরের কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমীন বলেন, ‘পণ্য চুরির ব্যাপারে কোনো বিক্ষোভ হয়নি। ভুট্টা চুরির ঘটনায় দুজনকে আটক করা হয় ও কিছু সময় পরে অজ্ঞাত লোকজন আটকদের ছিনিয়ে নিয়ে যান। ’

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত