Ajker Patrika

মসজিদ, এতিমখানা ও মাদ্রাসা নির্মাণ শুরু

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ১৮
মসজিদ, এতিমখানা ও মাদ্রাসা নির্মাণ শুরু

মির্জাপুরে সাহেল মোহাম্মদ আলী জামে মসজিদ, বেলতৈল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বেলতৈল গ্রামের ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলীর একমাত্র ছেলে লন্ডনে লেখাপড়া করার সময় কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন। তারপর থেকেই ছেলের নামে তিনি এই প্রতিষ্ঠান করার জন্য ইচ্ছা পোষণ করেন। সে জন্য বেলতৈল গ্রামে তিনি ৫৮ শতাংশ জমি (ওয়াক্ফ) দেন।

নির্মাণকাজ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, আফসার আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এম এ সবুর, খলিলুর রহমান কলেজের অধ্যক্ষ ফাইজুল ইসলাম, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আতিকুল ইসলাম সিকদার, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সমাজসেবক মোস্তাফিজুর রহমান, মাসুদ রানা ও নুরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত