নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ব্যাংকের মাঠ দখলে নিয়ে ইচ্ছেমতো ব্যবহার করছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। রাজধানীর মতিঝিলে ১১ একরের মাঠটিতে দেশের ক্রীড়া উন্নয়নের স্বার্থে খেলার অনুমতি পায় ব্রাদার্স। এখন ব্রাদার্স কর্তৃপক্ষের দাবি, মাঠটি তাদের ব্যবহারের মৌখিক অনুমতির দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে ক্লাবটি বাংলাদেশ ব্যাংকের মাঠ বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করছে। অব্যবস্থাপনার সুযোগে সন্ধ্যার পরে মাঠে বসে মাদকের আসর। এ ছাড়া অভিযোগ উঠেছে, গত মাসে মাঠের মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজে বাধা দেয় ব্রাদার্স ইউনিয়ন।
বাংলাদেশ ব্যাংকের নথিপত্র অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন জায়গাটি বাংলাদেশ ব্যাংকের নামেই বরাদ্দ দিয়েছে। নিজস্ব কোনো মাঠ না থাকায় স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের অনুরোধে মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছিল ব্রাদার্স। সরকারি নথিপত্র অনুযায়ী, গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের নামে মতিঝিল বাণিজ্যিক এলাকায় মোট ১১ একর জমি বরাদ্দ রয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্মচারী নিবাসের পাশে যে মাঠটি রয়েছে, সেটিই বাংলাদেশ ব্যাংকের জমি। সরকারের সঙ্গে চুক্তির শর্ত হিসেবে বাংলাদেশ ব্যাংক এককালীন ২ লাখ ৯৯ হাজার ৫৮৬ টাকা ৬৪ পয়সা পরিশোধ করেছে। এরপর প্রাথমিকভাবে প্রতিবছর ১৫ হাজার ৪১১ টাকা এবং পরবর্তীকালে সরকার নির্ধারিত হারে খাজনা পরিশোধ করে আসছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নথি অনুযায়ী, গত বছরের ২৪ জুলাই ব্রাদার্স ইউনিয়নের পরিচালক মো. আমিন খান মাঠে দুটি ক্রিকেট পিচ (টার্ফ) নির্মাণের অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর পিচ তৈরির জন্য সাময়িক অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এ সময় কিছু শর্তও দেওয়া হয়। ক্রিকেট পিচ দুটি ব্রাদার্স ইউনিয়ন এবং বাংলাদেশ ব্যাংক ক্লাব ব্যবহার করবে। তবে কোনো প্রকার বাণিজ্যিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না। যদিও ২০০৫ সালে মাঠটি দখলের চেষ্টা করে ব্রাদার্স। তখন বাংলাদেশ ব্যাংকের অগোচরে মাঠের পশ্চিমাংশের সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়।
এ বিষয়ে ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহী আজকের পত্রিকাকে বলেন, মাঠের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করলে খেলোয়াড়দের আহত হওয়ার ঝুঁকি বাঁড়বে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওয়াকওয়ে নির্মাণকাজ শুরু করা হলে বাধা দেয় ব্রাদার্স ইউনিয়ন। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা আর এমন কর্মকাণ্ড করবে না বলে অঙ্গীকার করে।
বাংলাদেশ ব্যাংকের মাঠ দখলে নিয়ে ইচ্ছেমতো ব্যবহার করছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। রাজধানীর মতিঝিলে ১১ একরের মাঠটিতে দেশের ক্রীড়া উন্নয়নের স্বার্থে খেলার অনুমতি পায় ব্রাদার্স। এখন ব্রাদার্স কর্তৃপক্ষের দাবি, মাঠটি তাদের ব্যবহারের মৌখিক অনুমতির দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে ক্লাবটি বাংলাদেশ ব্যাংকের মাঠ বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করছে। অব্যবস্থাপনার সুযোগে সন্ধ্যার পরে মাঠে বসে মাদকের আসর। এ ছাড়া অভিযোগ উঠেছে, গত মাসে মাঠের মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজে বাধা দেয় ব্রাদার্স ইউনিয়ন।
বাংলাদেশ ব্যাংকের নথিপত্র অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন জায়গাটি বাংলাদেশ ব্যাংকের নামেই বরাদ্দ দিয়েছে। নিজস্ব কোনো মাঠ না থাকায় স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের অনুরোধে মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছিল ব্রাদার্স। সরকারি নথিপত্র অনুযায়ী, গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের নামে মতিঝিল বাণিজ্যিক এলাকায় মোট ১১ একর জমি বরাদ্দ রয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্মচারী নিবাসের পাশে যে মাঠটি রয়েছে, সেটিই বাংলাদেশ ব্যাংকের জমি। সরকারের সঙ্গে চুক্তির শর্ত হিসেবে বাংলাদেশ ব্যাংক এককালীন ২ লাখ ৯৯ হাজার ৫৮৬ টাকা ৬৪ পয়সা পরিশোধ করেছে। এরপর প্রাথমিকভাবে প্রতিবছর ১৫ হাজার ৪১১ টাকা এবং পরবর্তীকালে সরকার নির্ধারিত হারে খাজনা পরিশোধ করে আসছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নথি অনুযায়ী, গত বছরের ২৪ জুলাই ব্রাদার্স ইউনিয়নের পরিচালক মো. আমিন খান মাঠে দুটি ক্রিকেট পিচ (টার্ফ) নির্মাণের অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর পিচ তৈরির জন্য সাময়িক অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এ সময় কিছু শর্তও দেওয়া হয়। ক্রিকেট পিচ দুটি ব্রাদার্স ইউনিয়ন এবং বাংলাদেশ ব্যাংক ক্লাব ব্যবহার করবে। তবে কোনো প্রকার বাণিজ্যিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না। যদিও ২০০৫ সালে মাঠটি দখলের চেষ্টা করে ব্রাদার্স। তখন বাংলাদেশ ব্যাংকের অগোচরে মাঠের পশ্চিমাংশের সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়।
এ বিষয়ে ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহী আজকের পত্রিকাকে বলেন, মাঠের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করলে খেলোয়াড়দের আহত হওয়ার ঝুঁকি বাঁড়বে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওয়াকওয়ে নির্মাণকাজ শুরু করা হলে বাধা দেয় ব্রাদার্স ইউনিয়ন। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা আর এমন কর্মকাণ্ড করবে না বলে অঙ্গীকার করে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪