বাংলাদেশ ব্যাংকের মাঠ ব্রাদার্স ইউনিয়নের দখলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বাংলাদেশ ব্যাংকের মাঠ দখলে নিয়ে ইচ্ছেমতো ব্যবহার করছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। রাজধানীর মতিঝিলে ১১ একরের মাঠটিতে দেশের ক্রীড়া উন্নয়নের স্বার্থে খেলার অনুমতি পায় ব্রাদার্স। এখন ব্রাদার্স কর্তৃপক্ষের দাবি, মাঠটি তাদের ব্যবহারের মৌখিক অনুমতির দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে ক্লাবটি বাংলাদেশ ব্যাংকের মাঠ বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করছে। অব্যবস্থাপনার সুযোগে সন্ধ্যার পরে মাঠে বসে মাদকের আসর। এ ছাড়া অভিযোগ উঠেছে, গত মাসে মাঠের মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজে বাধা দেয় ব্রাদার্স ইউনিয়ন।

বাংলাদেশ ব্যাংকের নথিপত্র অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন জায়গাটি বাংলাদেশ ব্যাংকের নামেই বরাদ্দ দিয়েছে। নিজস্ব কোনো মাঠ না থাকায় স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের অনুরোধে মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছিল ব্রাদার্স। সরকারি নথিপত্র অনুযায়ী, গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের নামে মতিঝিল বাণিজ্যিক এলাকায় মোট ১১ একর জমি বরাদ্দ রয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্মচারী নিবাসের পাশে যে মাঠটি রয়েছে, সেটিই বাংলাদেশ ব্যাংকের জমি। সরকারের সঙ্গে চুক্তির শর্ত হিসেবে বাংলাদেশ ব্যাংক এককালীন ২ লাখ ৯৯ হাজার ৫৮৬ টাকা ৬৪ পয়সা পরিশোধ করেছে। এরপর প্রাথমিকভাবে প্রতিবছর ১৫ হাজার ৪১১ টাকা এবং পরবর্তীকালে সরকার নির্ধারিত হারে খাজনা পরিশোধ করে আসছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নথি অনুযায়ী, গত বছরের ২৪ জুলাই ব্রাদার্স ইউনিয়নের পরিচালক মো. আমিন খান মাঠে দুটি ক্রিকেট পিচ (টার্ফ) নির্মাণের অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর পিচ তৈরির জন্য সাময়িক অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এ সময় কিছু শর্তও দেওয়া হয়। ক্রিকেট পিচ দুটি ব্রাদার্স ইউনিয়ন এবং বাংলাদেশ ব্যাংক ক্লাব ব্যবহার করবে। তবে কোনো প্রকার বাণিজ্যিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না। যদিও ২০০৫ সালে মাঠটি দখলের চেষ্টা করে ব্রাদার্স। তখন বাংলাদেশ ব্যাংকের অগোচরে মাঠের পশ্চিমাংশের সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়।

এ বিষয়ে ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহী আজকের পত্রিকাকে বলেন, মাঠের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করলে খেলোয়াড়দের আহত হওয়ার ঝুঁকি বাঁড়বে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওয়াকওয়ে নির্মাণকাজ শুরু করা হলে বাধা দেয় ব্রাদার্স ইউনিয়ন। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা আর এমন কর্মকাণ্ড করবে না বলে অঙ্গীকার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত