Ajker Patrika

চাকরিতে বৈষম্য নিরসনের দাবি কর্মচারীদের

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০: ৫০
চাকরিতে বৈষম্য  নিরসনের দাবি  কর্মচারীদের

যশোরের কেশবপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের নেতারা চাকরিতে বৈষম্য দূর করতে পাঁচ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ শাহীন চাকলাদারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাঁরা এই স্মারকলিপি দেন।

এ সময় উপজেলা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি স্বপন কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

স্মারকলিপির উল্লেখ করা হয় তৃতীয় শ্রেণির কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১ তম দিতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের দ্রুত ব্যবস্থা নিতে হবে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের চাকরিবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ব্যবস্থাপনা কমিটি অথবা গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখাতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত