স্কুলে যাচ্ছে নতুন বই

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০৭: ২৮
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৩: ২২

আগামীকাল ১ জানুয়ারি ইংরেজি নতুন বছর। নতুন বছরে স্কুলশিক্ষার্থীরা পাবে সরকারি নতুন বই। করোনাভাইরাসের কারণে এবার উপজেলায় বই উৎসব হবে না। কিন্তু স্কুলে স্কুলে শিক্ষকেরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন নতুন বই। এই নতুন বইকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষকদের।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৪টি। এবার প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৪০ জন। মোট বইয়ের চাহিদা ৩৪ হাজার ৮৯১টি। এর মধ্যে ৬০ শতাংশ বই প্রাপ্তি ও বিতরণ করা হয়েছে।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে সাধারণ প্রতিষ্ঠানের সংখ্যা ১৭টি ও মাদ্রাসার সংখ্যা ২০টি। মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৭২৬ জন। মোট বইয়ের চাহিদা ১ লাখ ৩০ হাজার ৭১৭টি। এর মধ্যে ৮০ শতাংশ বই প্রাপ্তি ও বিতরণ করা হয়েছে। তবে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির বই আংশিক পাওয়া গেছে।

এ ছাড়া মাদ্রাসা ইবতেদায়ি স্তরে মোট বইয়ের চাহিদা ৩২ হাজার ২৩০টি। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোনো বই এখনো পাওয়া যায়নি। দাখিল স্তরের বইয়ের চাহিদা ৪৮ হাজার ৩৩০টি। ইতিমধ্যে দাখিল স্তরে শতভাগ বই প্রাপ্তি ও বিতরণ করা হয়েছে।

বই নিতে এসেছেন উপজেলা মাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। তিনি বলেন, ‘তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিনটি করে বই বাদে সব বই পেয়েছি। আশা করছি, বাকিগুলোও শিগগির পেয়ে যাব। করোনাভাইরাসের কারণে এবার বই উৎসব হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেওয়া হবে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা পারভীন বলেন, ‘প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬০ শতাংশ বই স্কুলে স্কুলে পাঠিয়েছি। বাকি বইগুলোও আসামাত্রই আজ (বৃহস্পতিবার) এর মধ্যে পাঠানো হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. মনোয়ারুল হাসান বলেন, করোনাভাইরাসের কারণে এ বছর বই উৎসব হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীরা যাতে বছরের প্রথম দিনেই বিনা মূল্যের এই নতুন বই হাতে পায়, সে ব্যাপারে স্ব স্ব প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। বই উৎসব হলে আরও ভালো লাগত। শিশু শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত