২৩৫২ শিক্ষার্থীকে টিকাদান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০৫: ২৩
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ১২

কুষ্টিয়ার দৌলতপুর ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গত শনিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম শুরু হয়। প্রায় ৪৪ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা শুধু তাদের জন্মনিবন্ধনের কাগজ দিয়ে টিকা নিতে পারবে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার থেকে শুরু হওয়া টিকা কার্যক্রম গতকাল মঙ্গলবার পর্যন্ত ২ হাজার ৩৫২ জন টিকা নিয়েছে। গড়ে প্রতিদিন ৫৫০ জনকে টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ১২ থেকে ১৭ বছরের সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সর্দার মোহম্মদ আবু সালেক জানান, প্রায় ৪৪ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। প্রতিদিন ৫০০ থেকে ৫৫০ জন শিক্ষার্থী টিকা নিচ্ছে। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে টিকার বিষয়ে জানানো হয়েছে। জানুয়ারি মাসে প্রতিষ্ঠান খুললে আরও বেশি শিক্ষার্থী টিকা নিতে আসবে। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকায় এখন কম শিক্ষার্থী টিকা নিচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, শিক্ষার্থীদের ফাইজারের প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত