দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফারাক্কা থেকে নেমে আসা পানিতে ফেঁপে উঠেছে পদ্মা। ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে কুষ্টিয়ার চিলমারী ইউনিয়নের অন্তত ৮ গ্রামের মানুষ। ভাঙন ও বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছে দৌলতপুর উপজেলার পদ্মাপাড়ের চার ইউনিয়নের মানুষ।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, প্রতিদিন নদীতে গড়ে ১২ সেন্টিমিটার করে পানি বাড়ছে। গত সাত দিনে নদীতে পানি বেড়েছে অন্তত ৮২ সেন্টিমিটার। গতকাল রোববার সকালে নদীতে পানির প্রবাহ ছিল ১৩ দশমিক ৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে কুষ্টিয়া হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমা ধরা হয়েছে ১৪ দশমিক ২৫ মিটার। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আবদুল হামিদ। ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারী, ফিলিপনগর ও
মরিচা ইউনিয়নের পদ্মার চরের আবাদি জমি। এবার বন্যার আশঙ্কা না থাকায় অনেক চাষি জমি প্রস্তুত করেছিলেন বিভিন্ন মৌসুমি আবাদের জন্য, যা এখন পানির নিচে তলিয়ে আছে।
এদিকে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘আমার ইউনিয়নের অন্তত ৮টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। চলাচলের রাস্তা তলিয়ে গেছে। তবে এখনো বসতঘরে পানি প্রবেশ করেনি।’
এ বিষয়ে ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নইম উদ্দিন সেন্টু ও রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, তাঁদের ইউনিয়নের পদ্মার চরের সব আবাদি জমি তলিয়ে গেছে। এতে মাষকলাই চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল জব্বার বলেন, ‘কয়েকটি গ্রামের মানুষের পানিবন্দী হওয়ার খবর শুনেছি। তবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।’
ফারাক্কা থেকে নেমে আসা পানিতে ফেঁপে উঠেছে পদ্মা। ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে কুষ্টিয়ার চিলমারী ইউনিয়নের অন্তত ৮ গ্রামের মানুষ। ভাঙন ও বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছে দৌলতপুর উপজেলার পদ্মাপাড়ের চার ইউনিয়নের মানুষ।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, প্রতিদিন নদীতে গড়ে ১২ সেন্টিমিটার করে পানি বাড়ছে। গত সাত দিনে নদীতে পানি বেড়েছে অন্তত ৮২ সেন্টিমিটার। গতকাল রোববার সকালে নদীতে পানির প্রবাহ ছিল ১৩ দশমিক ৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে কুষ্টিয়া হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমা ধরা হয়েছে ১৪ দশমিক ২৫ মিটার। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আবদুল হামিদ। ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারী, ফিলিপনগর ও
মরিচা ইউনিয়নের পদ্মার চরের আবাদি জমি। এবার বন্যার আশঙ্কা না থাকায় অনেক চাষি জমি প্রস্তুত করেছিলেন বিভিন্ন মৌসুমি আবাদের জন্য, যা এখন পানির নিচে তলিয়ে আছে।
এদিকে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘আমার ইউনিয়নের অন্তত ৮টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। চলাচলের রাস্তা তলিয়ে গেছে। তবে এখনো বসতঘরে পানি প্রবেশ করেনি।’
এ বিষয়ে ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নইম উদ্দিন সেন্টু ও রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, তাঁদের ইউনিয়নের পদ্মার চরের সব আবাদি জমি তলিয়ে গেছে। এতে মাষকলাই চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল জব্বার বলেন, ‘কয়েকটি গ্রামের মানুষের পানিবন্দী হওয়ার খবর শুনেছি। তবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে