পল্লব আহমেদ সিয়াম, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন শিক্ষার্থীদের হাত ধরে গড়ে ওঠা সংগঠন ‘অভয়ারণ্য’। সংগঠনটির প্রধান কাজ হলো পাখির নিরাপদ আশ্রয় ও সুরক্ষা নিশ্চিত করা। একদল প্রকৃতিপ্রেমী শিক্ষার্থীর হাত ধরে এ সংগঠনের যাত্রা শুরু।
এক সময় দেশের অধিকাংশ মানুষের ঘুম ভাঙত পাখির কিচিরমিচির শব্দে। এখন তা শুনতে যেতে হয় গহিন অরণ্যে। সচরাচর এখন আর শোনা যায় না পাখিদের সেই মধুর ডাক। নগরায়ণের এই যুগে প্রায়ই ঘটছে বন উজাড়ের ঘটনা। বন উজাড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাখ-পাখালি। এতে করে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্রে চলে যাচ্ছে পাখিগুলো।
তবে পাখিদের বিপন্ন জীবনে কিছুটা হলেও স্বস্তি দিতে চায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সংগঠন ‘অভয়ারণ্য’। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে পাখিদের জন্য নিরাপদ বাসস্থান তৈরি ও খাদ্য সহায়তা করছে। পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে ইতিমধ্যে গাছের ডালে ডালে ৬০টি পাখির বাসযোগ্য মাটির মটকা লাগিয়েছে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, লেকের ধারে, আমতলা ও প্রকৌশল ভবনসহ বেশ কয়েক জায়গায় গাছে হাঁড়ি স্থাপন করেছে সংগঠনটি। পর্যায়ক্রমে ক্যাম্পাসের সর্বত্র হাঁড়ি স্থাপন করা হবে বলে জানান সংগঠনটির সদস্যরা। নবীন শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
‘অভয়ারণ্য’র সদস্যরা ক্যাম্পাসে আবর্জনা হিসেবে পরে থাকা বিভিন্ন নষ্ট প্লাস্টিক বোতল ও পণ্য ব্যবহার করে পাখিদের খাদ্যের পাত্র হিসেবে ব্যবহার করছেন। পাত্রতে খাবার দিয়ে রাখেন পরিমাণ মতো। এ কাজে তাঁদের অর্থের জোগান আসছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে। হলের রুমে রুমে গিয়ে টাকা তুলে আনে সদস্যরা। শ্রম দিয়ে কাজগুলো গুছিয়ে আনেন সংগঠনটির সদস্যরাই।
সংগঠনটির সভাপতি এখতিয়ার ফেরদৌস ইমন বলেন, ‘অভয়ারণ্য’ নিঃস্বার্থভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবলা প্রাণীদের সুরক্ষায় কাজ করে যাবে। পাশাপাশি এই কাজকে আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। সকলের আন্তরিক সহযোগিতা পেলে আমরা সারা দেশে পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে পারব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘নবীন শিক্ষার্থীদের এসব দেখে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে। হারিয়ে যাওয়া পাখিদের ফিরে পাব আমরা। ক্যাম্পাস হবে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন শিক্ষার্থীদের হাত ধরে গড়ে ওঠা সংগঠন ‘অভয়ারণ্য’। সংগঠনটির প্রধান কাজ হলো পাখির নিরাপদ আশ্রয় ও সুরক্ষা নিশ্চিত করা। একদল প্রকৃতিপ্রেমী শিক্ষার্থীর হাত ধরে এ সংগঠনের যাত্রা শুরু।
এক সময় দেশের অধিকাংশ মানুষের ঘুম ভাঙত পাখির কিচিরমিচির শব্দে। এখন তা শুনতে যেতে হয় গহিন অরণ্যে। সচরাচর এখন আর শোনা যায় না পাখিদের সেই মধুর ডাক। নগরায়ণের এই যুগে প্রায়ই ঘটছে বন উজাড়ের ঘটনা। বন উজাড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাখ-পাখালি। এতে করে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্রে চলে যাচ্ছে পাখিগুলো।
তবে পাখিদের বিপন্ন জীবনে কিছুটা হলেও স্বস্তি দিতে চায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সংগঠন ‘অভয়ারণ্য’। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে পাখিদের জন্য নিরাপদ বাসস্থান তৈরি ও খাদ্য সহায়তা করছে। পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে ইতিমধ্যে গাছের ডালে ডালে ৬০টি পাখির বাসযোগ্য মাটির মটকা লাগিয়েছে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, লেকের ধারে, আমতলা ও প্রকৌশল ভবনসহ বেশ কয়েক জায়গায় গাছে হাঁড়ি স্থাপন করেছে সংগঠনটি। পর্যায়ক্রমে ক্যাম্পাসের সর্বত্র হাঁড়ি স্থাপন করা হবে বলে জানান সংগঠনটির সদস্যরা। নবীন শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
‘অভয়ারণ্য’র সদস্যরা ক্যাম্পাসে আবর্জনা হিসেবে পরে থাকা বিভিন্ন নষ্ট প্লাস্টিক বোতল ও পণ্য ব্যবহার করে পাখিদের খাদ্যের পাত্র হিসেবে ব্যবহার করছেন। পাত্রতে খাবার দিয়ে রাখেন পরিমাণ মতো। এ কাজে তাঁদের অর্থের জোগান আসছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে। হলের রুমে রুমে গিয়ে টাকা তুলে আনে সদস্যরা। শ্রম দিয়ে কাজগুলো গুছিয়ে আনেন সংগঠনটির সদস্যরাই।
সংগঠনটির সভাপতি এখতিয়ার ফেরদৌস ইমন বলেন, ‘অভয়ারণ্য’ নিঃস্বার্থভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবলা প্রাণীদের সুরক্ষায় কাজ করে যাবে। পাশাপাশি এই কাজকে আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। সকলের আন্তরিক সহযোগিতা পেলে আমরা সারা দেশে পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে পারব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘নবীন শিক্ষার্থীদের এসব দেখে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে। হারিয়ে যাওয়া পাখিদের ফিরে পাব আমরা। ক্যাম্পাস হবে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে