নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অবৈধ দোকানের কারণে সংকুচিত হয়ে পড়েছে নগরীর মুহাম্মদ আলী শাহ দরগাহ লেন। এ সব উচ্ছেদে একাধিকবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে আবেদন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
নগরীর চকবাজার এলাকার পুরাতন কাঁচাবাজার ও নতুন কাঁচাবাজারের মাঝামাঝি জায়গায় সড়কটির অবস্থান। সরেজমিনে দেখা গেছে, সড়কটির দুই পাশে মাছ, মুরগি, মাংস, সবজির দোকান। ওপরে ত্রিপলের ছাউনি। নিচে হচ্ছে বেচাকেনা। যে কারণে কোনো গাড়ি ওই সড়ক দিয়ে যাতায়াত করতে পারছে না। ওই অংশটুকু হেঁটে পার হতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের।
এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, মুহাম্মদ আলী শাহ দরগাহ লেন ব্যবহার করে অন্তত ৭০০ থেকে ৮০০ পরিবার। বিকল্প পথ না থাকায় অনেক কষ্টে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।
আব্দুল হামিদ নামের এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘মুহাম্মদ আলী শাহ দরগাহ লেন সড়ক ছাড়া আমাদের চলাচলের আর কোনো পথ নেই। এখান দিয়েই অফিস-আদালতসহ কর্মস্থলে যেতে হয়। ছেলে-মেয়েরাও কষ্ট করে স্কুলে যায়। কিন্তু সড়কে অবৈধভাবে দোকান বসিয়ে দেওয়ায় কেউ ওই সড়ক দিয়ে রিকশায়, সিএনজি অটোরিকশা নিয়ে চলাচল করতে পারে না।’ বিশেষ করে বয়স্কদের হাসপাতালে নেওয়া-আসার সময় বেশি ভোগান্তিতে পড়তে হয় বলেও জানান তিনি।
আব্দুল হামিদ আরও বলেন, ‘বিষয়টি আমরা চসিক মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছি। কিন্তু তাঁরা এখনো এর কোনো সমাধান করেননি। বছরের পর বছর আমরা এভাবে কষ্ট করে যাচ্ছি।’
এ বিষয়ে গত বছরের ১৮ অক্টোবর চসিক মেয়র বরাবর লিখিত অভিযোগ দেন ওই এলাকার বাসিন্দারা। এক বছর পার হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গত ১১ নভেম্বর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুর কাছেও লিখিত অভিযোগ করা হয়।
জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু বলেন, ‘এলাকাবাসী অভিযোগ দেওয়ার পর যাঁরা দোকান বসিয়েছেন, তাঁদের ব্যক্তিগতভাবে দোকান তুলে নিতে বলেছি। তাঁরা এখনো সরাননি। এলাকাবাসীর অভিযোগ আমি মেয়র দপ্তরে পাঠিয়েছি।’ ১৬ ডিসেম্বরের পর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেখানে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
নুর মোস্তফা টিনু আরও বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি। সড়কে দোকান বসানোর কারণে মানুষের চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে। শিগগিরই যাতে এ সমস্যার সমাধান করা যায়, সে চেষ্টা করছি।’
অবৈধ দোকানের কারণে সংকুচিত হয়ে পড়েছে নগরীর মুহাম্মদ আলী শাহ দরগাহ লেন। এ সব উচ্ছেদে একাধিকবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে আবেদন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
নগরীর চকবাজার এলাকার পুরাতন কাঁচাবাজার ও নতুন কাঁচাবাজারের মাঝামাঝি জায়গায় সড়কটির অবস্থান। সরেজমিনে দেখা গেছে, সড়কটির দুই পাশে মাছ, মুরগি, মাংস, সবজির দোকান। ওপরে ত্রিপলের ছাউনি। নিচে হচ্ছে বেচাকেনা। যে কারণে কোনো গাড়ি ওই সড়ক দিয়ে যাতায়াত করতে পারছে না। ওই অংশটুকু হেঁটে পার হতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের।
এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, মুহাম্মদ আলী শাহ দরগাহ লেন ব্যবহার করে অন্তত ৭০০ থেকে ৮০০ পরিবার। বিকল্প পথ না থাকায় অনেক কষ্টে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।
আব্দুল হামিদ নামের এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘মুহাম্মদ আলী শাহ দরগাহ লেন সড়ক ছাড়া আমাদের চলাচলের আর কোনো পথ নেই। এখান দিয়েই অফিস-আদালতসহ কর্মস্থলে যেতে হয়। ছেলে-মেয়েরাও কষ্ট করে স্কুলে যায়। কিন্তু সড়কে অবৈধভাবে দোকান বসিয়ে দেওয়ায় কেউ ওই সড়ক দিয়ে রিকশায়, সিএনজি অটোরিকশা নিয়ে চলাচল করতে পারে না।’ বিশেষ করে বয়স্কদের হাসপাতালে নেওয়া-আসার সময় বেশি ভোগান্তিতে পড়তে হয় বলেও জানান তিনি।
আব্দুল হামিদ আরও বলেন, ‘বিষয়টি আমরা চসিক মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছি। কিন্তু তাঁরা এখনো এর কোনো সমাধান করেননি। বছরের পর বছর আমরা এভাবে কষ্ট করে যাচ্ছি।’
এ বিষয়ে গত বছরের ১৮ অক্টোবর চসিক মেয়র বরাবর লিখিত অভিযোগ দেন ওই এলাকার বাসিন্দারা। এক বছর পার হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গত ১১ নভেম্বর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুর কাছেও লিখিত অভিযোগ করা হয়।
জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু বলেন, ‘এলাকাবাসী অভিযোগ দেওয়ার পর যাঁরা দোকান বসিয়েছেন, তাঁদের ব্যক্তিগতভাবে দোকান তুলে নিতে বলেছি। তাঁরা এখনো সরাননি। এলাকাবাসীর অভিযোগ আমি মেয়র দপ্তরে পাঠিয়েছি।’ ১৬ ডিসেম্বরের পর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেখানে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
নুর মোস্তফা টিনু আরও বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি। সড়কে দোকান বসানোর কারণে মানুষের চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে। শিগগিরই যাতে এ সমস্যার সমাধান করা যায়, সে চেষ্টা করছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে