মিন্টু মিয়া, নান্দাইল
অসহায় মানুষের প্রয়োজনে রক্ত পৌঁছে দিতে দিন-রাত কাজ করছে নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির স্বেচ্ছাসেবীরা। ২০১৮ সালে এক ঝাঁক তরুণ ও যুবকের প্রচেষ্টায় গড়ে তোলা হয় সংগঠনটি। এরপর থেকেই অসহায় ব্যক্তিদের রক্তের জন্য হাহাকার দূর করতে ২৪ ঘণ্টাই দাতা প্রস্তুত থাকে। উপজেলার ঘরে ঘরে রক্তদাতা তৈরিতেও সংগঠনটি নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করে শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করেন স্বেচ্ছাসেবীরা।
এ ছাড়াও বিভিন্ন সময়ে অসহায় ব্যক্তিদের পাশে থেকে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে ব্লাড ডোনেট সোসাইটি। সংগঠনটির এক হাজারের বেশি সদস্য থাকলেও নিয়মিত প্রায় ৫০০ সদস্য রক্ত দিচ্ছে। এ পর্যন্ত এক হাজার ২০০ ব্যাগ রক্ত দিয়েছে সংগঠনের সদস্যরা। রক্তদানে উদ্বুদ্ধ করতে ১১২ জন রক্তদাতাকে সম্মাননা দিয়েছে সংগঠনটি। তা ছাড়া করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণসহ মসজিদে সাবান ও পানির ব্যবস্থা করা হয়।
সংগঠনের সদস্য রক্তদাতা ফয়সাল আহমেদ বলেন, ‘গরিব ও অসহায় ব্যক্তিদের রক্তের অভাবে চিকিৎসা হয় না। আমরা রক্ত ব্যবস্থা করে দিই। এ পর্যন্ত আমি ৯ বার রক্ত দিয়েছি।’
আতিকুল ইসলাম পিতুল ও হৃদয় হাসান বলেন, ‘মানবতার সেবা একটি মহৎ গুণ। আমরা মানুষের সেবায় নিজের রক্ত দিয়ে সহযোগিতা করছি। পাশাপাশি তাদের পাশে থেকে কাজ করছি।’
সংগঠন সূত্রে জানা গেছে, সম্প্রতি মুশুল্লি সরকারি কলেজ, বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ে মাঠে ক্যাম্পেইন করে এক হাজার শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে সোসাইটি। এ ছাড়া ২২ বছর বয়সী প্রতিবন্ধী শিখা আক্তারকে হুইল চেয়ার দেওয়া হয়।
রক্তগ্রহীতা ছয় বছরের শিশু জারিফের পিতা রিপন ফকির বলেন, ‘আমার ছেলের জন্মের পর থেকে থ্যালাসেমিয়া রোগ। প্রতি মাসে এক ব্যাগ রক্ত লাগে। ব্লাড ডোনেট সোসাইটির সদস্যরা প্রতি মাসে রক্তের ব্যবস্থা করে দেয়।’
নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুব আলম কাজল বলেন, ‘স্বেচ্ছাসেবীরা মানুষের জন্য ভালো কাজ করেছে। তাদের কাজকে সাধুবাদ জানাই। ব্লাড ডোনেট সোসাইটির মতো সবার এগিয়ে আসা উচিত। এতে অবহেলিত মানুষ কিছুটা সেবা পাবে।’
লেখক, কলামিস্ট ও জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘সংগঠনটি অনেক দিন যাবৎ সুনামের সঙ্গে সমাজসেবামূলক কাজ করছে। তাদের কাজের মাধ্যমে মানুষের উপকার হচ্ছে।’
সংগঠনের সভাপতি মো. সুমন মিয়া বলেন, ‘আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। দলমত নির্বিশেষ আমরা সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছি।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর বলেন, ‘নান্দাইলে আমি নতুন যোগদান করেছি। উপজেলায় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে। কারও সম্পর্কে আমার জানা নেই।’
অসহায় মানুষের প্রয়োজনে রক্ত পৌঁছে দিতে দিন-রাত কাজ করছে নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির স্বেচ্ছাসেবীরা। ২০১৮ সালে এক ঝাঁক তরুণ ও যুবকের প্রচেষ্টায় গড়ে তোলা হয় সংগঠনটি। এরপর থেকেই অসহায় ব্যক্তিদের রক্তের জন্য হাহাকার দূর করতে ২৪ ঘণ্টাই দাতা প্রস্তুত থাকে। উপজেলার ঘরে ঘরে রক্তদাতা তৈরিতেও সংগঠনটি নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করে শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করেন স্বেচ্ছাসেবীরা।
এ ছাড়াও বিভিন্ন সময়ে অসহায় ব্যক্তিদের পাশে থেকে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে ব্লাড ডোনেট সোসাইটি। সংগঠনটির এক হাজারের বেশি সদস্য থাকলেও নিয়মিত প্রায় ৫০০ সদস্য রক্ত দিচ্ছে। এ পর্যন্ত এক হাজার ২০০ ব্যাগ রক্ত দিয়েছে সংগঠনের সদস্যরা। রক্তদানে উদ্বুদ্ধ করতে ১১২ জন রক্তদাতাকে সম্মাননা দিয়েছে সংগঠনটি। তা ছাড়া করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণসহ মসজিদে সাবান ও পানির ব্যবস্থা করা হয়।
সংগঠনের সদস্য রক্তদাতা ফয়সাল আহমেদ বলেন, ‘গরিব ও অসহায় ব্যক্তিদের রক্তের অভাবে চিকিৎসা হয় না। আমরা রক্ত ব্যবস্থা করে দিই। এ পর্যন্ত আমি ৯ বার রক্ত দিয়েছি।’
আতিকুল ইসলাম পিতুল ও হৃদয় হাসান বলেন, ‘মানবতার সেবা একটি মহৎ গুণ। আমরা মানুষের সেবায় নিজের রক্ত দিয়ে সহযোগিতা করছি। পাশাপাশি তাদের পাশে থেকে কাজ করছি।’
সংগঠন সূত্রে জানা গেছে, সম্প্রতি মুশুল্লি সরকারি কলেজ, বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ে মাঠে ক্যাম্পেইন করে এক হাজার শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে সোসাইটি। এ ছাড়া ২২ বছর বয়সী প্রতিবন্ধী শিখা আক্তারকে হুইল চেয়ার দেওয়া হয়।
রক্তগ্রহীতা ছয় বছরের শিশু জারিফের পিতা রিপন ফকির বলেন, ‘আমার ছেলের জন্মের পর থেকে থ্যালাসেমিয়া রোগ। প্রতি মাসে এক ব্যাগ রক্ত লাগে। ব্লাড ডোনেট সোসাইটির সদস্যরা প্রতি মাসে রক্তের ব্যবস্থা করে দেয়।’
নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুব আলম কাজল বলেন, ‘স্বেচ্ছাসেবীরা মানুষের জন্য ভালো কাজ করেছে। তাদের কাজকে সাধুবাদ জানাই। ব্লাড ডোনেট সোসাইটির মতো সবার এগিয়ে আসা উচিত। এতে অবহেলিত মানুষ কিছুটা সেবা পাবে।’
লেখক, কলামিস্ট ও জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘সংগঠনটি অনেক দিন যাবৎ সুনামের সঙ্গে সমাজসেবামূলক কাজ করছে। তাদের কাজের মাধ্যমে মানুষের উপকার হচ্ছে।’
সংগঠনের সভাপতি মো. সুমন মিয়া বলেন, ‘আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। দলমত নির্বিশেষ আমরা সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছি।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর বলেন, ‘নান্দাইলে আমি নতুন যোগদান করেছি। উপজেলায় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে। কারও সম্পর্কে আমার জানা নেই।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে