আজকের পত্রিকা ডেস্ক
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যখন মানুষ বিপাকে সেই মুহূর্তে স্বস্তি নিয়ে এল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য। স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও স্বস্তির নিশ্বাস ফেলছেন তাঁরা। গতকাল রোববার সকাল ১০টা থেকে টাঙ্গাইল জেলা সদরসহ ১১ উপজেলার বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রতিনিধিদের পাঠানো খবর:
মধুপুর: মধুপুরের মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৬ হাজার ৭০২টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হয়েছে। টিসিবির ডিলারদের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে কার্ড প্রদর্শন করে তাঁরা সয়াবিন তেল, চিনি ও ডাল সংগ্রহ করতে পারবেন।
প্রথম দিনে এক হাজার ১৩৩ জনের মাঝে পণ্য বিপণনের লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালিত হয়।
মির্জাপুর: সকালে মির্জাপুর সরকারি কলেজ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান। জানা গেছে, পবিত্র রমজান মাসে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫ হাজার ৪১৪টি পরিবার (টিসিবি) এ পণ্য পাবেন। উপজেলায় মোট ১১টি বিক্রয় প্রতিষ্ঠানকে টিসিবির পণ্য বিক্রির জন্য ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দেওয়া তালিকা মোতাবেক নির্ধারিত কার্ডধারী পরিবার মাসে দুই বার এই পণ্য কিনতে পারবেন।
নির্ধারিত ডিলারের কাছে ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা লিটার ধরে দুই কেজি সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল ক্রয় করতে পারবেন। এসব পণ্য বিক্রির তদারকি করতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা-পুলিশ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।
ধনবাড়ী: দুপুরে পৌর চত্বর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, প্রেসক্লাব সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলীসহ অনেকেই। উদ্বোধনী কার্যক্রমে প্যাকেজ আকারে এ সময় ১০০ জনের মাঝে এ পণ্য বিক্রি করা হয়।
ভূঞাপুর: সকালে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়। উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের সর্বমোট ৯ হাজার ৮৯৬ দরিদ্র পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, থানার ওসি মো. ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকসহ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, বাকি ৬টি ইউনিয়নে পর্যায়ক্রমে ২১,২২, ২৩,২৪, ২৫ ও ২৭ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে ন্যায্য মূল্যে টিসিবির পণ্যসামগ্রী দেওয়া হবে।
নাগরপুর: বিকেলে উপজেলা গয়হাটা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, প্রকল্প কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, টেক অফিসার মো. ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার ছানা।
কালিহাতী: কালিহাতী পৌরসভা কার্যালয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী। একই দিনদুপুরে এলেঙ্গা পৌরসভা কার্যালয়েও টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। এ সময় ৪৬০ টাকা মূল্যে উপকারভোগী প্রতি পরিবারে একজন ক্রেতা পাবেন টিসিবির ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি করে চিনি ও মশুর ডাল। কালিহাতী ও এলেঙ্গা পৌরসভায় আলাদা আলাদা অনুষ্ঠানে ইউএনও মো. নাজমুল হুসেইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যখন মানুষ বিপাকে সেই মুহূর্তে স্বস্তি নিয়ে এল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য। স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও স্বস্তির নিশ্বাস ফেলছেন তাঁরা। গতকাল রোববার সকাল ১০টা থেকে টাঙ্গাইল জেলা সদরসহ ১১ উপজেলার বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রতিনিধিদের পাঠানো খবর:
মধুপুর: মধুপুরের মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৬ হাজার ৭০২টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হয়েছে। টিসিবির ডিলারদের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে কার্ড প্রদর্শন করে তাঁরা সয়াবিন তেল, চিনি ও ডাল সংগ্রহ করতে পারবেন।
প্রথম দিনে এক হাজার ১৩৩ জনের মাঝে পণ্য বিপণনের লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালিত হয়।
মির্জাপুর: সকালে মির্জাপুর সরকারি কলেজ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান। জানা গেছে, পবিত্র রমজান মাসে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫ হাজার ৪১৪টি পরিবার (টিসিবি) এ পণ্য পাবেন। উপজেলায় মোট ১১টি বিক্রয় প্রতিষ্ঠানকে টিসিবির পণ্য বিক্রির জন্য ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দেওয়া তালিকা মোতাবেক নির্ধারিত কার্ডধারী পরিবার মাসে দুই বার এই পণ্য কিনতে পারবেন।
নির্ধারিত ডিলারের কাছে ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা লিটার ধরে দুই কেজি সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল ক্রয় করতে পারবেন। এসব পণ্য বিক্রির তদারকি করতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা-পুলিশ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।
ধনবাড়ী: দুপুরে পৌর চত্বর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, প্রেসক্লাব সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলীসহ অনেকেই। উদ্বোধনী কার্যক্রমে প্যাকেজ আকারে এ সময় ১০০ জনের মাঝে এ পণ্য বিক্রি করা হয়।
ভূঞাপুর: সকালে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়। উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের সর্বমোট ৯ হাজার ৮৯৬ দরিদ্র পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, থানার ওসি মো. ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকসহ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, বাকি ৬টি ইউনিয়নে পর্যায়ক্রমে ২১,২২, ২৩,২৪, ২৫ ও ২৭ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে ন্যায্য মূল্যে টিসিবির পণ্যসামগ্রী দেওয়া হবে।
নাগরপুর: বিকেলে উপজেলা গয়হাটা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, প্রকল্প কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, টেক অফিসার মো. ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার ছানা।
কালিহাতী: কালিহাতী পৌরসভা কার্যালয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী। একই দিনদুপুরে এলেঙ্গা পৌরসভা কার্যালয়েও টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। এ সময় ৪৬০ টাকা মূল্যে উপকারভোগী প্রতি পরিবারে একজন ক্রেতা পাবেন টিসিবির ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি করে চিনি ও মশুর ডাল। কালিহাতী ও এলেঙ্গা পৌরসভায় আলাদা আলাদা অনুষ্ঠানে ইউএনও মো. নাজমুল হুসেইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে