নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন সদস্যের একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করার কথা বলে পারভিনকে পাঠানো হয়েছিল সৌদি আরবে। সেখানে বিভীষিকাময় ১৪ দিন পার করে দেশে ফিরতে পেরেছেন তিনি। কল্যাণপুরের বাসিন্দা পারভিন বলেন, ‘আমারে কইছিল বাড়ির কাজ করতে হইব। দালালরে ধইরা ৪০ হাজার টাকা খরচ কইরা সৌদি আরবে গেছি। গিয়ে দেখি, সেই বাড়িতে মোট চৌদ্দজন সদস্য। অনেকগুলা বাচ্চা সেখানে। তারা সবাই আমারে ধইরা মারত। পরে আমার মালিকের শাশুড়ির বাড়িতে আমারে নিয়ে গেল, সে কইল আমারে রাখব না। তারা আমারে খাইতে দিত না। অনেক কষ্টে পুলিশের সঙ্গে যোগাযোগ করি।’ তাদের সাহায্যে দেশে ফিরতে পারেন তিনি।
গতকাল সোমবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত নারী অভিবাসী শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় করণীয় বিষয়ক মতবিনিময় সভায় এভাবেই নিজের অভিজ্ঞতা তুলে ধরেন পারভিন। এপিডব্লিউএলডি, কর্মজীবী নারী, সবুজের অভিযান ফাউন্ডেশন ও ডব্লিউএআরবিই যৌথভাবে এ সভার আয়োজন করে।
নারীর কর্মের মর্যাদা সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে দিতে হবে উল্লেখ করে সভার সভাপতি ও কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার এমপি বলেন, একজন নারীর কর্মের যোগফল দিয়ে তাঁকে মূল্যায়ন করতে হবে। তাঁকে সেই মূল্যায়ন যদি আমরা দিতে পারি, তাহলে তিনি যেখানে যেভাবেই থাকুন না কেন একটা মর্যাদা পাবেন। নারী হিসেবে আমি কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি, তা সম্পর্কে সঠিক ধারণা না থাকলে যতভাবেই আমরা অধিকার চাই না কেন, সেই অধিকার আমরা পাব না।
অভিবাসী নারীদের ঋণগ্রস্ততার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান সাংসদ শিরীন আখতার। তিনি বলেন, বিশ্বে অভিবাসী শ্রমিক প্রেরণে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। কিন্তু একজন নারী যখন বিদেশে যান, বা বিদেশ থেকে ফিরে আসতে হয়, তখন তাঁরা ঋণে আবদ্ধ হয়ে যান। এই ঋণগ্রস্ততা কমাতে আমাদের ব্যবস্থা নিতে হবে। নারী উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়াতে হবে।
সবুজের অভিযান ফাউন্ডেশনের একটি উপস্থাপনায় উঠে এসেছে, অনানুষ্ঠানিক নিয়োগ পদ্ধতির কারণে নারী অভিবাসীরা প্রায়ই বিদেশে প্রতারণা ও হয়রানির সম্মুখীন হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিবাসন ও উন্নয়নবিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাসের নির্বাহী কমিটির সভাপতি শামীম হায়দার পাটোয়ারী, এহসান আদিলুর রহমান এমপি, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা প্রমুখ।
তিন সদস্যের একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করার কথা বলে পারভিনকে পাঠানো হয়েছিল সৌদি আরবে। সেখানে বিভীষিকাময় ১৪ দিন পার করে দেশে ফিরতে পেরেছেন তিনি। কল্যাণপুরের বাসিন্দা পারভিন বলেন, ‘আমারে কইছিল বাড়ির কাজ করতে হইব। দালালরে ধইরা ৪০ হাজার টাকা খরচ কইরা সৌদি আরবে গেছি। গিয়ে দেখি, সেই বাড়িতে মোট চৌদ্দজন সদস্য। অনেকগুলা বাচ্চা সেখানে। তারা সবাই আমারে ধইরা মারত। পরে আমার মালিকের শাশুড়ির বাড়িতে আমারে নিয়ে গেল, সে কইল আমারে রাখব না। তারা আমারে খাইতে দিত না। অনেক কষ্টে পুলিশের সঙ্গে যোগাযোগ করি।’ তাদের সাহায্যে দেশে ফিরতে পারেন তিনি।
গতকাল সোমবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত নারী অভিবাসী শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় করণীয় বিষয়ক মতবিনিময় সভায় এভাবেই নিজের অভিজ্ঞতা তুলে ধরেন পারভিন। এপিডব্লিউএলডি, কর্মজীবী নারী, সবুজের অভিযান ফাউন্ডেশন ও ডব্লিউএআরবিই যৌথভাবে এ সভার আয়োজন করে।
নারীর কর্মের মর্যাদা সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে দিতে হবে উল্লেখ করে সভার সভাপতি ও কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার এমপি বলেন, একজন নারীর কর্মের যোগফল দিয়ে তাঁকে মূল্যায়ন করতে হবে। তাঁকে সেই মূল্যায়ন যদি আমরা দিতে পারি, তাহলে তিনি যেখানে যেভাবেই থাকুন না কেন একটা মর্যাদা পাবেন। নারী হিসেবে আমি কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি, তা সম্পর্কে সঠিক ধারণা না থাকলে যতভাবেই আমরা অধিকার চাই না কেন, সেই অধিকার আমরা পাব না।
অভিবাসী নারীদের ঋণগ্রস্ততার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান সাংসদ শিরীন আখতার। তিনি বলেন, বিশ্বে অভিবাসী শ্রমিক প্রেরণে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। কিন্তু একজন নারী যখন বিদেশে যান, বা বিদেশ থেকে ফিরে আসতে হয়, তখন তাঁরা ঋণে আবদ্ধ হয়ে যান। এই ঋণগ্রস্ততা কমাতে আমাদের ব্যবস্থা নিতে হবে। নারী উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়াতে হবে।
সবুজের অভিযান ফাউন্ডেশনের একটি উপস্থাপনায় উঠে এসেছে, অনানুষ্ঠানিক নিয়োগ পদ্ধতির কারণে নারী অভিবাসীরা প্রায়ই বিদেশে প্রতারণা ও হয়রানির সম্মুখীন হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিবাসন ও উন্নয়নবিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাসের নির্বাহী কমিটির সভাপতি শামীম হায়দার পাটোয়ারী, এহসান আদিলুর রহমান এমপি, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে