বিনোদন প্রতিবেদক, ঢাকা
পর্দায় যেকোনো চরিত্রকে প্রাণবন্ত করে তোলার বিশেষ প্রতিভা রয়েছে চঞ্চল চৌধুরীর। সেটা ছোট কিংবা বড়, যে পর্দায়ই হোক। দেশে ওটিটি প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়ার পর অভিনয়ে ক্যারিশমা দেখানোর সুযোগও বেশি পেয়েছেন চঞ্চল। তাই নিজেকে ভেঙে একের পর এক চমক দেখাচ্ছেন তিনি।
দুই যুগের অভিনয় ক্যারিয়ার চঞ্চলের। তবে এই দীর্ঘ সময়ে এত ব্যস্ত তিনি কখনোই ছিলেন না, যত ব্যস্ততা যাচ্ছে এখন। এমনটা নিজেই জানিয়েছেন চঞ্চল চৌধুরী। মাস দুয়েক আগে বাবাকে হারিয়েছেন তিনি। তবে পেশাগত জীবনে ব্যক্তিজীবনের প্রভাব পড়তে দেননি। বাবার মৃত্যুর শোক মাথায় নিয়েই যোগ দেন সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমার শুটিংয়ে। যেখানে তিনি রয়েছেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ভূমিকায়। শুটিং চলাকালীন প্রকাশ পায় মৃণাল রূপে চঞ্চলের কিছু ছবি। সেসব ছবি দেখে বোঝার উপায় নেই চঞ্চল নাকি মৃণাল!
ইতিমধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছেন তিনি। এরপর কাজ করেছেন কিছু বিজ্ঞাপন ও নাটকের। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘ওভারট্রাম্প’। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে চঞ্চলের ভাষ্য, ‘শেষ দুই মাসে কাজ নিয়ে ব্যস্ততা এত বেশি ছিল, যা আমার দুই যুগের অভিনয় অভিজ্ঞতাকে হার মানিয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনেতে পদাতিক-এর শুটিং। ঢাকার শুটিং। যে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল বাবা চলে যাওয়ার দুই-তিন দিন পর থেকেই, আমি ভেবেছিলাম, কাজের ব্যস্ততা আমাকে বাবার শোক কাটিয়ে উঠতে সাহায্য করবে। কখনো কখনো কাজের চাপে, বাবা যে নেই তা ভুলেই গেছি। আবার কলকাতা বা মুম্বাইয়ের হোটেলে গভীর রাতে বাবার কথা মনে করে একা একা চিৎকার করে কেঁদেছি। বাবার কাছ থেকে শক্তি নিয়ে কাজগুলো শেষ করার চেষ্টা করেছি।’
এদিকে সম্প্রতি ছয় বছর পর ঢাকায় এসেছিলেন কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। ব্যস্ততার মাঝেই পরিবারের সদস্যদের নিয়ে নচিকেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চঞ্চল। দুজনে মিলে কণ্ঠ মিলিয়েছেন ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানে। সেই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় চলছে নচিকেতা-চঞ্চল বন্দনা। মন্তব্যের ঘরে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।
পর্দায় যেকোনো চরিত্রকে প্রাণবন্ত করে তোলার বিশেষ প্রতিভা রয়েছে চঞ্চল চৌধুরীর। সেটা ছোট কিংবা বড়, যে পর্দায়ই হোক। দেশে ওটিটি প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়ার পর অভিনয়ে ক্যারিশমা দেখানোর সুযোগও বেশি পেয়েছেন চঞ্চল। তাই নিজেকে ভেঙে একের পর এক চমক দেখাচ্ছেন তিনি।
দুই যুগের অভিনয় ক্যারিয়ার চঞ্চলের। তবে এই দীর্ঘ সময়ে এত ব্যস্ত তিনি কখনোই ছিলেন না, যত ব্যস্ততা যাচ্ছে এখন। এমনটা নিজেই জানিয়েছেন চঞ্চল চৌধুরী। মাস দুয়েক আগে বাবাকে হারিয়েছেন তিনি। তবে পেশাগত জীবনে ব্যক্তিজীবনের প্রভাব পড়তে দেননি। বাবার মৃত্যুর শোক মাথায় নিয়েই যোগ দেন সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমার শুটিংয়ে। যেখানে তিনি রয়েছেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ভূমিকায়। শুটিং চলাকালীন প্রকাশ পায় মৃণাল রূপে চঞ্চলের কিছু ছবি। সেসব ছবি দেখে বোঝার উপায় নেই চঞ্চল নাকি মৃণাল!
ইতিমধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছেন তিনি। এরপর কাজ করেছেন কিছু বিজ্ঞাপন ও নাটকের। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘ওভারট্রাম্প’। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে চঞ্চলের ভাষ্য, ‘শেষ দুই মাসে কাজ নিয়ে ব্যস্ততা এত বেশি ছিল, যা আমার দুই যুগের অভিনয় অভিজ্ঞতাকে হার মানিয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনেতে পদাতিক-এর শুটিং। ঢাকার শুটিং। যে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল বাবা চলে যাওয়ার দুই-তিন দিন পর থেকেই, আমি ভেবেছিলাম, কাজের ব্যস্ততা আমাকে বাবার শোক কাটিয়ে উঠতে সাহায্য করবে। কখনো কখনো কাজের চাপে, বাবা যে নেই তা ভুলেই গেছি। আবার কলকাতা বা মুম্বাইয়ের হোটেলে গভীর রাতে বাবার কথা মনে করে একা একা চিৎকার করে কেঁদেছি। বাবার কাছ থেকে শক্তি নিয়ে কাজগুলো শেষ করার চেষ্টা করেছি।’
এদিকে সম্প্রতি ছয় বছর পর ঢাকায় এসেছিলেন কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। ব্যস্ততার মাঝেই পরিবারের সদস্যদের নিয়ে নচিকেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চঞ্চল। দুজনে মিলে কণ্ঠ মিলিয়েছেন ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানে। সেই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় চলছে নচিকেতা-চঞ্চল বন্দনা। মন্তব্যের ঘরে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে