মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামীকাল। গতকাল শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা। বেশির ভাগ ইউপির ভোটাররা বলছেন, সুষ্ঠু ও অবাধ ভোট হলে বিদ্রোহী ও আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে লড়াই হবে। তা ছাড়া বিএনপি দলীয়ভাবে নির্বাচন করছে না বলে কোথাও কোথাও বিদ্রোহীরা সেই ভোট নিজেদের বাক্সে পেতে পারেন। তবে সবকিছুই নির্ভর করছে ভোটের সুষ্ঠু পরিবেশের ওপর। এদিকে প্রশাসন বলছে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সরেজমিন দেখা গেছে, প্রার্থী ও কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণায় মুখরিত উপজেলার বিভিন্ন এলাকা। শেষ মুহূর্তের প্রচারে গতকাল দিনভর ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। উপজেলার নয় ইউপির ছয়টিতেই রয়েছে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও প্রতিটি ইউনিয়নে বিএনপির কর্মীরা সমর্থন দিচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের। বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিদ্রোহীদের চাপে বেকায়দায় আছেন নৌকার প্রার্থীরা।
গোতাশিয়া ইউপিতে নৌকার প্রার্থী মতিউর রহমানের বিপক্ষে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বরকত রবিন। স্থানীয় ভোটাররা বলছেন, এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বড়চাপায় নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন। তাঁর বিরুদ্ধে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মাস্টার। এখানেও এ দুজনের মধ্যে লড়াই হবে বলে মনে করেন স্থানীয় ভোটাররা।
কাঁচিকাটায় নৌকার প্রার্থী নাজিবুর রহমান সেলিমের বিপক্ষে লড়ছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রহিম এবং বর্তমান চেয়ারম্যান মোবারক হোসেন খান কনক। এই ইউপির ভোটাররা বলছেন, এ তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
চালাকচরে নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু। সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাছান ফোটন। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি দলীয়ভাবে নির্বাচন না করলেও স্বতন্ত্র হিসেবে বিএনপির প্রার্থী রয়েছে। তাই এখানে লড়াই আওয়ামী লীগ-বিএনপির মধ্যে হবে। তবে বিএনপির সমর্থকেরা বলছেন, এ সরকারের আমলে ভোট সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম। তাঁদের দাবি নির্বাচন সুষ্ঠু হলে ফোটনের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
চন্দনবাড়ীতে নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ হিরন। তাঁর বিপক্ষে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ ফরিদ। একদুয়ারিয়াতে নৌকার বিপক্ষে বিদ্রোহী হয়েছেন তিনজন।
শুকুন্দীতে নৌকার প্রার্থী ছাদিকুর রহমান শামীমের একমাত্র প্রতিদ্বন্দ্বী হলেন হাতপাখার প্রার্থী এনামুল কবির মনির।
লেবুতলা ইউপিতে নৌকার প্রার্থী মো. জাকির হোসেন আকন্দ এবং তাঁর দুই প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. শফিকুল ইসলাম মাঝি ও হাতপাখার মো. আজিজুল ইসলাম।
জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দলের সব নেতা-কর্মীকে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ ভোটারদেরও চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম কাশেম বলেন, ‘নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা মোকাবিলার জন্য ১২ জন নির্বাহী হাকিম, তিন প্লাটুন বিজিবি, তিনটি ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ দায়িত্ব পালন করবে।’
নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রার্থী ও কর্মী-সমর্থকদের হুঁশিয়ার করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে চরম শাস্তি পেতে হবে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।’
মনোহরদী উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামীকাল। গতকাল শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা। বেশির ভাগ ইউপির ভোটাররা বলছেন, সুষ্ঠু ও অবাধ ভোট হলে বিদ্রোহী ও আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে লড়াই হবে। তা ছাড়া বিএনপি দলীয়ভাবে নির্বাচন করছে না বলে কোথাও কোথাও বিদ্রোহীরা সেই ভোট নিজেদের বাক্সে পেতে পারেন। তবে সবকিছুই নির্ভর করছে ভোটের সুষ্ঠু পরিবেশের ওপর। এদিকে প্রশাসন বলছে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সরেজমিন দেখা গেছে, প্রার্থী ও কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণায় মুখরিত উপজেলার বিভিন্ন এলাকা। শেষ মুহূর্তের প্রচারে গতকাল দিনভর ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। উপজেলার নয় ইউপির ছয়টিতেই রয়েছে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও প্রতিটি ইউনিয়নে বিএনপির কর্মীরা সমর্থন দিচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের। বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিদ্রোহীদের চাপে বেকায়দায় আছেন নৌকার প্রার্থীরা।
গোতাশিয়া ইউপিতে নৌকার প্রার্থী মতিউর রহমানের বিপক্ষে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বরকত রবিন। স্থানীয় ভোটাররা বলছেন, এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বড়চাপায় নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন। তাঁর বিরুদ্ধে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মাস্টার। এখানেও এ দুজনের মধ্যে লড়াই হবে বলে মনে করেন স্থানীয় ভোটাররা।
কাঁচিকাটায় নৌকার প্রার্থী নাজিবুর রহমান সেলিমের বিপক্ষে লড়ছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রহিম এবং বর্তমান চেয়ারম্যান মোবারক হোসেন খান কনক। এই ইউপির ভোটাররা বলছেন, এ তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
চালাকচরে নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু। সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাছান ফোটন। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি দলীয়ভাবে নির্বাচন না করলেও স্বতন্ত্র হিসেবে বিএনপির প্রার্থী রয়েছে। তাই এখানে লড়াই আওয়ামী লীগ-বিএনপির মধ্যে হবে। তবে বিএনপির সমর্থকেরা বলছেন, এ সরকারের আমলে ভোট সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম। তাঁদের দাবি নির্বাচন সুষ্ঠু হলে ফোটনের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
চন্দনবাড়ীতে নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ হিরন। তাঁর বিপক্ষে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ ফরিদ। একদুয়ারিয়াতে নৌকার বিপক্ষে বিদ্রোহী হয়েছেন তিনজন।
শুকুন্দীতে নৌকার প্রার্থী ছাদিকুর রহমান শামীমের একমাত্র প্রতিদ্বন্দ্বী হলেন হাতপাখার প্রার্থী এনামুল কবির মনির।
লেবুতলা ইউপিতে নৌকার প্রার্থী মো. জাকির হোসেন আকন্দ এবং তাঁর দুই প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. শফিকুল ইসলাম মাঝি ও হাতপাখার মো. আজিজুল ইসলাম।
জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দলের সব নেতা-কর্মীকে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ ভোটারদেরও চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম কাশেম বলেন, ‘নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা মোকাবিলার জন্য ১২ জন নির্বাহী হাকিম, তিন প্লাটুন বিজিবি, তিনটি ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ দায়িত্ব পালন করবে।’
নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রার্থী ও কর্মী-সমর্থকদের হুঁশিয়ার করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে চরম শাস্তি পেতে হবে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে