মীর মশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৯
Thumbnail image

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল মীর মশাররফ হোসেনের ১১০ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সকালে পদমদীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে ফুল দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, বালিয়াকান্দির সভাপতি মুন্সী আমীর আলী, সাধারণ সম্পাদক অরবিন্দু মজুমদার, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ী শাখার সভাপতি সালাম তাসির, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ বালিয়াকান্দির উপদেষ্টা এ এস এম দাউদ খান, ইঞ্জিনিয়ার আজিমুদ্দিন, নারায়ণ দেবনাথ, চৌধুরী রফিকুন্নবী টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স চত্বরে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে মুন্সী আমীর আলীর সভাপতিত্বে বালিয়াকান্দি আদর্শ লাইব্রেরিতে বেলা সাড়ে ১১টায় মীর মশাররফ হোসেনের ওপর আলোচনা করা হয়।

মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্মবিষয়ক ৩৭টি বই রচনা করেছেন। সাহিত্যচর্চার পাশাপাশি কিছুদিন সাংবাদিকতাও করেছেন। মীর মশাররফ হোসেনের রচনাসমগ্রের মধ্যে উপন্যাস বিষাদসিন্ধু সবচেয়ে আলোচিত।

তাঁর অন্যান্য সৃষ্টিকর্মের মধ্যে বসন্তকুমারী, জমিদার দর্পণ, উদাসীন পথিকের মনের কথা, মদিনার গৌরব, গাজী মিয়াঁর বস্তানী, বাঁধা খাতা, নিয়তি কি অবনতি, তহমিনা প্রভৃতি উল্লেখযোগ্য।

১৯১২ সালের ১৯ ডিসেম্বর উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। পরে পদমদীতে তাঁকে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সেনাপ্রধানের আহ্বান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত