Ajker Patrika

যুবদলের সমাবেশে পুলিশের বাধা

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৩৩
যুবদলের সমাবেশে পুলিশের বাধা

সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলী হত্যার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে কুড়িগ্রামে করা বিক্ষোভ ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে জেলা, সদর ও পৌর যুবদলের উদ্যোগে জেলা শহরের ডায়াবেটিস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে পুলিশি বাধায় পুরোনো পোস্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য শাহীন শেখ রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের সহসভাপতি সফিকুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের সহসভাপতি গোলাম মোস্তফা, কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস রোকনুজ্জামান রুকু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রকিবুল হাসান রকি বকসী প্রমুখ।

অবিলম্বে আকবর হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করে বক্তারা জানান, অন্যথায় আকবরের রক্তের ওপর দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় রাজপথে আবারও রক্ত দেওয়ার অঙ্গীকার করেন তাঁরা। বক্তারা অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত