ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে চালের দাম চড়া। কিন্তু বাজারে প্রচুর শীতের সবজি থাকায় দাম সহনীয় পর্যায়ে। তাই ক্রেতারা সবজির বাজারে গিয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন। চাল, আটা, চিনি ও তেলের দাম আকাশচুম্বী হওয়ায় কষ্টে রয়েছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ।
তাঁরা বলছেন, মনিটরিং কার্যক্রম জোরদার করে চালের বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু তা করা হচ্ছে না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বাজার নিয়ন্ত্রণে তারা কাজ করছে। বাজারে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।
ময়মনসিংহের মেছুয়া বাজারে গিয়ে দেখা যায়, হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম এই বাজারে। এই সপ্তাহে সবজি ও মসলার দাম স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তবে চাল, আটা, চিনি ও তেলের চড়া দামে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
বাজার ঘুরে জানা গেছে, বেগুন ৬০, করলা ৬০, টমেটো ১২০, গাজর ১২০, শিম ১২০, মুখিকচু ৬০, মিষ্টিকুমড়া ৪০, পটোল ৪০, শসা ৪০, ঢ্যাঁড়স ৫০, চিচিঙ্গা ৫০, পেঁপে ২০, মুলা ৫০, বরবটি ৬০, কাঁকরোল ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচকলা হালি ৩০, ছোট ফুলকপি ৩০ ও ছোট লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ৪৫ টাকা কেজির নিচে কোনো চাল নেই বাজারে। সরু চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৯০ টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন, নতুন চাল বাজারে এলে দাম কিছুটা কমতে পারে।
সবজি বিক্রেতা আরিফ হোসেন বলেন, দুই সপ্তাহ ধরে সবজির বাজার ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। মানুষ ৪০ টাকা কেজিতেও সবজি কিনতে পারছে। এ ছাড়া নতুন সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। এ বছর প্রচুর সবজি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় দাম অনেক কম।
মেছুয়া বাজারের চাল বিক্রেতা দিলীপ কুমার সাহা বলেন, ইতি আতপ চাল ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর চেয়ে কম দামের আর কোনো চাল নেই। এ ছাড়া বিরই ৬৫, পাইজাম ৫৬ এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, বাজারে এখনো নতুন চাল তেমনভাবে আসা শুরু হয়নি। নতুন চাল এলে হয়তো দাম কিছুটা কমতে পারে।
ক্রেতা হাসান জাহাঙ্গীর বলেন, ‘কয়েক দিন ধরে সবজির দাম কিছুটা কমছে। তবে দাম আরেকটু কমলে আমাদের জন্য ভালো হতো। এ ছাড়া মনিটরিং কার্যক্রম জোরদার করে তেল, আটা ও চিনির দাম নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।’
আরেক ক্রেতা কাউসার হোসেন বলেন, ‘চালসহ তেল-আটার দাম নিয়ন্ত্রণে আনা খুব প্রয়োজন। আমরা যারা খেটে খাওয়া মানুষ তাদের খুব কষ্ট হচ্ছে। দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করে চাল-সবজি কেনা খুব কষ্টকর হয়ে পড়ে।’
মেছুয়া বাজারের মাছ বিক্রেতা হোসেন আলী জানান, মাছের দামে তেমন ওঠানামা নেই। তিনি বলেন, বাটা মাছ ২০০, গুলশা মাছ ৫০০, কাচকি মাছ ৩০০, দেশি চিংড়ি ৭০০, দেশি ট্যাংরা ৪০০, ছোট রুই ৩০০, কাতল ৩০০, গলদা চিংড়ি ৭০০, মলা মাছ ২০০, কই মাছ ২৫০, শিং মাছ ৩৫০, তেলাপিয়া ২০০, পাঙাশ ১৭০, ফলি মাছ ৩০০, বোয়াল ৬০০, আইড় মাছ ৭০০, সিলভার কার্প ২২০ ও পাবদা মাছ ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। সাধারণ মানুষ যেন সাধ্য অনুযায়ী বাজার করতে পারে, সে জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। বাজারে দরদাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।’
ময়মনসিংহে চালের দাম চড়া। কিন্তু বাজারে প্রচুর শীতের সবজি থাকায় দাম সহনীয় পর্যায়ে। তাই ক্রেতারা সবজির বাজারে গিয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন। চাল, আটা, চিনি ও তেলের দাম আকাশচুম্বী হওয়ায় কষ্টে রয়েছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ।
তাঁরা বলছেন, মনিটরিং কার্যক্রম জোরদার করে চালের বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু তা করা হচ্ছে না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বাজার নিয়ন্ত্রণে তারা কাজ করছে। বাজারে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।
ময়মনসিংহের মেছুয়া বাজারে গিয়ে দেখা যায়, হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম এই বাজারে। এই সপ্তাহে সবজি ও মসলার দাম স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তবে চাল, আটা, চিনি ও তেলের চড়া দামে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
বাজার ঘুরে জানা গেছে, বেগুন ৬০, করলা ৬০, টমেটো ১২০, গাজর ১২০, শিম ১২০, মুখিকচু ৬০, মিষ্টিকুমড়া ৪০, পটোল ৪০, শসা ৪০, ঢ্যাঁড়স ৫০, চিচিঙ্গা ৫০, পেঁপে ২০, মুলা ৫০, বরবটি ৬০, কাঁকরোল ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচকলা হালি ৩০, ছোট ফুলকপি ৩০ ও ছোট লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ৪৫ টাকা কেজির নিচে কোনো চাল নেই বাজারে। সরু চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৯০ টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন, নতুন চাল বাজারে এলে দাম কিছুটা কমতে পারে।
সবজি বিক্রেতা আরিফ হোসেন বলেন, দুই সপ্তাহ ধরে সবজির বাজার ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। মানুষ ৪০ টাকা কেজিতেও সবজি কিনতে পারছে। এ ছাড়া নতুন সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। এ বছর প্রচুর সবজি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় দাম অনেক কম।
মেছুয়া বাজারের চাল বিক্রেতা দিলীপ কুমার সাহা বলেন, ইতি আতপ চাল ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর চেয়ে কম দামের আর কোনো চাল নেই। এ ছাড়া বিরই ৬৫, পাইজাম ৫৬ এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, বাজারে এখনো নতুন চাল তেমনভাবে আসা শুরু হয়নি। নতুন চাল এলে হয়তো দাম কিছুটা কমতে পারে।
ক্রেতা হাসান জাহাঙ্গীর বলেন, ‘কয়েক দিন ধরে সবজির দাম কিছুটা কমছে। তবে দাম আরেকটু কমলে আমাদের জন্য ভালো হতো। এ ছাড়া মনিটরিং কার্যক্রম জোরদার করে তেল, আটা ও চিনির দাম নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।’
আরেক ক্রেতা কাউসার হোসেন বলেন, ‘চালসহ তেল-আটার দাম নিয়ন্ত্রণে আনা খুব প্রয়োজন। আমরা যারা খেটে খাওয়া মানুষ তাদের খুব কষ্ট হচ্ছে। দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করে চাল-সবজি কেনা খুব কষ্টকর হয়ে পড়ে।’
মেছুয়া বাজারের মাছ বিক্রেতা হোসেন আলী জানান, মাছের দামে তেমন ওঠানামা নেই। তিনি বলেন, বাটা মাছ ২০০, গুলশা মাছ ৫০০, কাচকি মাছ ৩০০, দেশি চিংড়ি ৭০০, দেশি ট্যাংরা ৪০০, ছোট রুই ৩০০, কাতল ৩০০, গলদা চিংড়ি ৭০০, মলা মাছ ২০০, কই মাছ ২৫০, শিং মাছ ৩৫০, তেলাপিয়া ২০০, পাঙাশ ১৭০, ফলি মাছ ৩০০, বোয়াল ৬০০, আইড় মাছ ৭০০, সিলভার কার্প ২২০ ও পাবদা মাছ ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। সাধারণ মানুষ যেন সাধ্য অনুযায়ী বাজার করতে পারে, সে জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। বাজারে দরদাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে