Ajker Patrika

আজ গান শোনাবেন সামিনা চৌধুরী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ১৮
আজ গান শোনাবেন সামিনা চৌধুরী

বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। দীর্ঘ প্রায় চার বছর প্রচারিত হয়ে আসছে অনুষ্ঠানটি। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা। তারই ধারাবাহিকতায় এবার অতিথি হয়ে এসেছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। অনুষ্ঠানে আজ তিনি গেয়ে শোনাবেন তাঁর গাওয়া বেশ কিছু দেশাত্মবোধক গান, কথা বলবেন গানগুলোর ভিডিও নিয়ে। জানাবেন গানের ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প। আলাপচারিতার ফাঁকে ফাঁকে দেখানো হবে সেই সব ভিডিও। শাহজালাল সরদার শিমুলের প্রযোজনায় ‘গান আলাপন’ প্রচার হবে আজ বেলা ১১টা ২৫ মিনিটে।

সামিনা চৌধুরী বলেন, ‘বেশ কিছু দেশের গান গাইব আজ। আর সেই সঙ্গে থাকবে আমার গাওয়া গানের ভিডিও। সাধারণত “গান আলাপন” অনুষ্ঠানটি জনপিয় গান দিয়ে সাজানো হয়। বিজয়ের মাসে আজকের অনুষ্ঠানটি দেশের গান দিয়েই সাজানো হয়েছে। আমার বিশ্বাস, দর্শক উপভোগ করবেন গানগুলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত