কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুজিববর্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের পাশে সরকারি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। মাটি কাটায় প্রকল্পের পাশে পুকুরের আকার নিয়েছে। ফলে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রকল্পের ২১টি ঘর।
উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পটি ঘুরে দেখা গেছে, পাশের সরকারি জমির মাটি বিক্রি করে দেওয়ায় প্রকল্পের পাশে পুকুরের আকার ধারণ করেছে। ফলে প্রকল্পের ২১টি ঘর যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এর সঙ্গে দুমড়ে-মুচড়ে যেতে পারে আশ্রয়ণ প্রকল্পে ২১ গৃহহীন পরিবারের স্বপ্ন।
এসব মাটিখেকোদের রোধে প্রশাসন বেশ কয়েকবার অভিযান চালালেও তাঁরা অভিযানের বিষয়টি টের পেয়ে গা-ঢাকা দেন। থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এমন এক অভিযান শেষে রীতিমতো মামলাও করা হয়। ওই মামলায় স্বপন নামে একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই স্বপনের ভাই সেলিমই আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন জমির মাটি বিক্রি করেছিলেন।
প্রকল্পে বরাদ্দ পাওয়া চরপার্বতী ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইলিয়াছ (৫২), বিবি ফাতেমা (৩৫) ও বেবী আক্তারের (৪০) সঙ্গে আলাপকালে তাঁরা জানান, এভাবে মাটি কেটে নেওয়ায় এখানে বসবাস করা মানুষগুলো আতঙ্কে আর ঝুঁকির মাঝে থাকবেন। বিশেষ করে বর্ষা মৌসুমে ছোট ফেনী নদীর পাশের এ এলাকা বন্যায় প্লাবিত হয়। তখন এ ঘরগুলো ধসে পড়ার আশঙ্কা থাকবে।
মাটিখেকোদের শনাক্তকরণে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন এ বিষয়ে জানতে চরপার্বতী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূরউল্লার সঙ্গে যোগাযোগ করতে বলেন। এদিকে নূরউল্লা বলেন, ‘এ বিষয়ে আমি জানি না, আমি অন্য ওয়ার্ডের ইউপি সদস্য।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন আরও বলেন, জনস্বার্থে অভিযোগ পেলে মাটিখেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘আমি সদ্য যোগদান করেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুজিববর্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের পাশে সরকারি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। মাটি কাটায় প্রকল্পের পাশে পুকুরের আকার নিয়েছে। ফলে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রকল্পের ২১টি ঘর।
উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পটি ঘুরে দেখা গেছে, পাশের সরকারি জমির মাটি বিক্রি করে দেওয়ায় প্রকল্পের পাশে পুকুরের আকার ধারণ করেছে। ফলে প্রকল্পের ২১টি ঘর যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এর সঙ্গে দুমড়ে-মুচড়ে যেতে পারে আশ্রয়ণ প্রকল্পে ২১ গৃহহীন পরিবারের স্বপ্ন।
এসব মাটিখেকোদের রোধে প্রশাসন বেশ কয়েকবার অভিযান চালালেও তাঁরা অভিযানের বিষয়টি টের পেয়ে গা-ঢাকা দেন। থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এমন এক অভিযান শেষে রীতিমতো মামলাও করা হয়। ওই মামলায় স্বপন নামে একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই স্বপনের ভাই সেলিমই আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন জমির মাটি বিক্রি করেছিলেন।
প্রকল্পে বরাদ্দ পাওয়া চরপার্বতী ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইলিয়াছ (৫২), বিবি ফাতেমা (৩৫) ও বেবী আক্তারের (৪০) সঙ্গে আলাপকালে তাঁরা জানান, এভাবে মাটি কেটে নেওয়ায় এখানে বসবাস করা মানুষগুলো আতঙ্কে আর ঝুঁকির মাঝে থাকবেন। বিশেষ করে বর্ষা মৌসুমে ছোট ফেনী নদীর পাশের এ এলাকা বন্যায় প্লাবিত হয়। তখন এ ঘরগুলো ধসে পড়ার আশঙ্কা থাকবে।
মাটিখেকোদের শনাক্তকরণে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন এ বিষয়ে জানতে চরপার্বতী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূরউল্লার সঙ্গে যোগাযোগ করতে বলেন। এদিকে নূরউল্লা বলেন, ‘এ বিষয়ে আমি জানি না, আমি অন্য ওয়ার্ডের ইউপি সদস্য।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন আরও বলেন, জনস্বার্থে অভিযোগ পেলে মাটিখেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘আমি সদ্য যোগদান করেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১০ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে