ক্রীড়া ডেস্ক
টানা ব্যর্থতায় বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানের বরখাস্ত হওয়ার বিষয়টি ছিল সময়ের ব্যাপার। কোমানের বিদায় দেখতে উন্মুখ হয়ে ছিলেন কোটি বার্সা সমর্থকও। কেউ কেউ কোমানের সরে যাওয়াকে দেখছিল ‘মুক্তি’ হিসেবেও। সেই ‘মুক্তি’র সময়টা অবশেষে আসে বৃহস্পতিবার। বার্সেলোনার কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে কোমানকে। বার্সা অবশ্য নিজেদের বিবৃতিতে বরখাস্তের জায়গায় ‘মুক্তি’ শব্দটাই উল্লেখ করেছে।
কোমানের বদলে এখন নতুন কোচ হিসেবে আসছেন কিংবদন্তি জাভি হার্নান্দেজ। তবে জাভির বর্তমান ক্লাব আল সাদের সঙ্গে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু সময় লাগতে পারে। সে পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সের্গেই বারজুয়ানকে।
কোমানের বরখাস্ত হওয়ার মঞ্চটা আগে থেকেই প্রস্তুত হয়ে ছিল। রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচটা শুধু আগুনে ঘি ঢেলেছে। ১-০ গোলের হারের পর আর অপেক্ষা করেনি বার্সা। তাৎক্ষণিকভাবে ছাঁটাই করা হয় এই ডাচ্ কোচকে।
দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ চাপের মুখে ছিলেন কোমান। গত মৌসুমে তেমন কোনো সাফল্যই এনে দিতে পারেননি কাতালান ক্লাবটি। লিওনেল মেসির বিদায়ের পর এই মৌসুমেও বার্সাকে পথ দেখাতে পারেননি তিনি। ১০ ম্যাচের ৪টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে বার্সা। চ্যাম্পিয়নস লিগেও খুব একটা ভালো অবস্থানে নেই তারা। এমন পরিস্থিতিতে কোমানের ছাঁটাই হওয়ার বিষয়টি অনেকটাই অনুমেয় ছিল। কেবল মাঠের লড়াইয়েই নয়, মাঠের বাইরেও সুবিধা করতে পারেননি তিনি। অভিজ্ঞ খেলোয়াড়দের সমালোচনা করা ও অতীতে দলের সঙ্গে তুলনা করে বর্তমান দলকে খাটো করে দেখার কাজও তিনি করেছেন। শেষ দিকে এসে সম্পর্কে টানাপোড়েন দেখা গেছে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গেও। তবে কোমানের সবচেয়ে বড় ব্যর্থতা সম্ভবত লিওনেল মেসির ক্লাব ছাড়ার ধাক্কা সামলানোর ক্ষেত্রে ব্যর্থতা।
কোমানকে সরিয়ে দেওয়ার পর এখন নতুন শুরুর স্বপ্ন দেখছেন বার্সা সমর্থকেরা। যেখানে তাঁদের মূল ভরসা জাভি। ক্লাবের হয়ে খেলোয়াড় হিসেবে অসামান্য সব সাফল্য পেয়েছেন এই স্প্যানিশ কিংবদন্তি। এখন ক্লাবকে দুরবস্থা থেকে উদ্ধারেও ভূমিকা রাখতে হবে তাঁকে।
টানা ব্যর্থতায় বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানের বরখাস্ত হওয়ার বিষয়টি ছিল সময়ের ব্যাপার। কোমানের বিদায় দেখতে উন্মুখ হয়ে ছিলেন কোটি বার্সা সমর্থকও। কেউ কেউ কোমানের সরে যাওয়াকে দেখছিল ‘মুক্তি’ হিসেবেও। সেই ‘মুক্তি’র সময়টা অবশেষে আসে বৃহস্পতিবার। বার্সেলোনার কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে কোমানকে। বার্সা অবশ্য নিজেদের বিবৃতিতে বরখাস্তের জায়গায় ‘মুক্তি’ শব্দটাই উল্লেখ করেছে।
কোমানের বদলে এখন নতুন কোচ হিসেবে আসছেন কিংবদন্তি জাভি হার্নান্দেজ। তবে জাভির বর্তমান ক্লাব আল সাদের সঙ্গে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু সময় লাগতে পারে। সে পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সের্গেই বারজুয়ানকে।
কোমানের বরখাস্ত হওয়ার মঞ্চটা আগে থেকেই প্রস্তুত হয়ে ছিল। রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচটা শুধু আগুনে ঘি ঢেলেছে। ১-০ গোলের হারের পর আর অপেক্ষা করেনি বার্সা। তাৎক্ষণিকভাবে ছাঁটাই করা হয় এই ডাচ্ কোচকে।
দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ চাপের মুখে ছিলেন কোমান। গত মৌসুমে তেমন কোনো সাফল্যই এনে দিতে পারেননি কাতালান ক্লাবটি। লিওনেল মেসির বিদায়ের পর এই মৌসুমেও বার্সাকে পথ দেখাতে পারেননি তিনি। ১০ ম্যাচের ৪টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে বার্সা। চ্যাম্পিয়নস লিগেও খুব একটা ভালো অবস্থানে নেই তারা। এমন পরিস্থিতিতে কোমানের ছাঁটাই হওয়ার বিষয়টি অনেকটাই অনুমেয় ছিল। কেবল মাঠের লড়াইয়েই নয়, মাঠের বাইরেও সুবিধা করতে পারেননি তিনি। অভিজ্ঞ খেলোয়াড়দের সমালোচনা করা ও অতীতে দলের সঙ্গে তুলনা করে বর্তমান দলকে খাটো করে দেখার কাজও তিনি করেছেন। শেষ দিকে এসে সম্পর্কে টানাপোড়েন দেখা গেছে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গেও। তবে কোমানের সবচেয়ে বড় ব্যর্থতা সম্ভবত লিওনেল মেসির ক্লাব ছাড়ার ধাক্কা সামলানোর ক্ষেত্রে ব্যর্থতা।
কোমানকে সরিয়ে দেওয়ার পর এখন নতুন শুরুর স্বপ্ন দেখছেন বার্সা সমর্থকেরা। যেখানে তাঁদের মূল ভরসা জাভি। ক্লাবের হয়ে খেলোয়াড় হিসেবে অসামান্য সব সাফল্য পেয়েছেন এই স্প্যানিশ কিংবদন্তি। এখন ক্লাবকে দুরবস্থা থেকে উদ্ধারেও ভূমিকা রাখতে হবে তাঁকে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে